এই মুহূর্তে




প্রায় ২২ দিন পর বাগুইআটি বাজারে কালি মন্দিরে চুরির কিনারা করল বিধাননগর পুলিশ




নিজস্ব প্রতিনিধি বাগুইআটি: গত মাসের শেষ সপ্তাহে উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর কমিশনারেটের অন্তর্গত বাগুইআটি বাজারের কালি মন্দির(Baguiati Bazar Kali Temple) থেকে ঠাকুরের গয়না চুরি যায়। সেই ঘটনার তদন্তে নামে বাগুইআটি থানার পুলিশ। এরপরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে এই ঘটনায় জড়িত দুষ্কৃতী চুরি করে দমদম স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ট্রেনে করে চম্পট দেয়। এরপরে পুলিশ তিনটে দলে ভাগ হয়ে নদিয়ার চাকদা থেকে গয়না গুলি উদ্ধার করে । সেখান থেকে যিনি গয়না গুলি কিনেছিলেন তাকে গ্রেফতার করে পুলিশ।এর আগে একই মন্দিরের ২০১৪ সালে চুরির ঘটনা ঘটেছিল, সেই চুরির ঘটনাযতৈও রাজেশ দে জড়িত ছিল এমনটাই জিজ্ঞাসাবাদ সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে। জানা গেছে এই রাজেশ দে ঘুরে ঘুরে কাপড় বিক্রি করার আড়ালে বিভিন্ন জায়গায় রেইকি করতো। পরবর্তী সময়ে চুরি করে চম্পট দিত।

পাশাপাশি সেখান থেকে চোরকেও গ্রেফতার করে পুলিশ। বুধবার বিধাননগর পুলিশের ডিসি (এয়ারপোর্ট )ঐশ্বর্য সাগর(DC Airport ,Aisarja Sagar) জানান, তদন্তে তারা প্রায় ২৫০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরকে শনাক্ত করে এই ঘটনার কিনারা করে। তিনি আরও জানান, এই দুষ্কৃতীরা বাড়ি বাড়ি কাপড় জামা বিক্রির নামে এলাকা রেকি করেন। এই ঘটনার ক্ষেত্রে ১৫দিন ধরে তারা রেকি করেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ২৩ ফেব্রুয়ারি রবিবার রাত দুটো থেকে আড়াইটার মধ্যে বাগুইআটি বাজারে কালী মন্দিরের দরজা ভেঙে চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনার তদন্তে বাগুইআটি থানা রায় শ্রী অমিত কুমার মিত্রের নেতৃত্বে বিশেষ টিম গঠন করা হয়।২৫০ টির অধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে সেই ফুটেজে দেখা যাচ্ছে ২৩ শে ফেব্রুয়ারি রাত ১ঃ৫৫ মিনিটে কালীমন্দিরে প্রবেশ করে রাত ৩:০৪ মিনিটে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। এলাকার সিসিটিভি ফুটেজ, থানার সিসিটিভি ফুটে জ ট্রাফিক সিসিটিভি ফুটেজ দক্ষিণ দমদম পৌরসভা সিসিটিভি ফুটেজ, এমনকি দমদম স্টেশন সিসিটিভি ফুটেজ দেখা যায় কৃষ্ণনগর লোকালে ওঠে। এরপর প্রত্যেকটি স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। চাকদহ থানা, এবং বাগুইআটি থানা যৌথ অভিযানে রবীন্দ্রনগর থেকে গ্রেপ্তার করা হয় রাজেশ দে।

বাগুইআটি কালী মন্দিরের সামনে যে কলাপসিবল গেট তার পর্দা ঢাকা দেওয়া ছিল। ওই এলাকায় রাতে যে দুজন নিরাপত্তা রক্ষী বাহাদুর দায়িত্বে ছিল তাদেরকে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মন্দিরের মূল গেটে পর্দা ঢাকা দেওয়া থাকায় দুষ্কৃতীর ছবি প্রথমে পেতে বেশ কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয় পুলিশকে। পরে অন্যান্য ক্লোজসার্কিট ক্যামেরার(CCTV) ফুটেজ থেকে দুষ্কৃতির ছবি পুলিশ খুঁজে পায়। বিগ্রহের গা থেকে প্রায় সব গয়না চুরি গিয়েছিল। পরে পুলিশের পক্ষ থেকে দুষ্কৃতীর ছবি দিয়ে পোস্টার বিভিন্ন এলাকায় সাঁটিয়ে তার সন্ধান দিতে পারলে দশ হাজার টাকা নগদ পুরস্কার ঘোষণা করা হয়।১৪ বছর আগেও এই মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল কিন্তু কিনারা করতে পারিনি পুলিশ। তবে এবার ঘটনা ঘটার ৩০ দিন পর উদ্ধার হল চুরি যাওয়া গয়না।পুলিশের এই সাফল্যের জন্য বাজার কমিটির পক্ষ থেকে বাবুলাল রাজবংশীর নেতৃত্বে পুলিশ আধিকারিকদের সংবর্ধনা দেওয়া হয়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুভেন্দুর দুর্গে বিজেপিতে ফের ভাঙন, পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে ৮৩৩ জন

পহেলগাঁও জঙ্গিদের খুঁজতে গিয়ে নিহত বাংলার ছেলে, শোকে কাতর শহিদ ঝন্টুর পরিবার

২ মে প্রকাশিত হবে মাধ্যমিকে রেজাল্ট, বড় ঘোষণা পর্ষদের

ভুল ইঞ্জেকশনে প্রসূতির মৃত্যু, দুর্গাপুরে হাসপাতাল ঘিরে ধুন্ধুমার কাণ্ড

ধর্মপরিচয় দিয়ে মেধাতালিকা প্রকাশ করে বিতর্কে বর্ধমান বিশ্ববিদ্যালয়

পুলিশি অভিযানে গ্রেফতার দুই বাংলাদেশি ও ভারতীয় দালাল

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর