এই মুহূর্তে




কৃষ্ণগঞ্জের সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১ বাংলাদেশি অনুপ্রবেশকারী




নিজস্ব প্রতিনিধি,হালদারপাড়া: বাংলাদেশি অনুপ্রবেশকারীরা গুলি ছুড়ে ভারত ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করেছিল। কিন্তু তা রুখে দিল বিএসএফ। বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশি (Bangladeshi) অনুপ্রবেশকারী । ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের গেঁদে হালদারপাড়া বিওপি । বিএসএফ সূত্রে জানা গেছে, দুপুর বারোটা নাগাদ হঠাৎ করেই কিছু চোরাকারবারি ও অনুপ্রবেশকারী বিএসএফের (BSF) চোখে পড়ে। তারা চোরাপথে ভারত ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করছিল।বিএসএফ বিষয়টি যখন সম্পূর্ণভাবে দেখে নিশ্চিত হয় তখন চোরাকারবারিদের ভারতে ঢুকতে বাধা দিলে চোরাকারবারীরা অতর্কিতে বিএসএফের উপর গুলি ছোড়ে ।

বিএসএফও আত্মরক্ষা করতে পাল্টা গুলি চালায়। দু- পক্ষের সংঘর্ষে ক্রসফায়ারে একজন ব্যক্তি নিহত হয় এবং একাধিক আহত হয়ে বাংলাদেশে পালিয়ে যায়। নিহত বাংলাদেশি চোরাকারবারীর পরিচয় এখনো জানা যায়নি। বিএসএফের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় এবং রক্তাক্ত দেহ উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে । কর্তব্যরত চিকিৎসক বাংলাদেশের নাগরিককে মৃত বলে ঘোষণা করে । ইতিমধ্যে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

দেহে গুলির চিহ্ন পাওয়া গেছে।ডাঃ অতনু মন্ডল, কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের (Krishnaganj Hospital) চিকিৎসক জানান, রক্তাক্ত অবস্থায় বিএসএফ জওয়ানরা ওই ব্যক্তিকে যখন হাসপাতালে নিয়ে এসেছিল তখন তার মৃত্যু হয়েছে। তার দেহে বুলেটের (Bullet) ক্ষত চিহ্ন রয়েছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বিএসএফ জওয়ানদের কাছ থেকে হাসপাতালে চিকিৎসকরা জানতে পেরেছে এই বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হন গেঁদে সীমান্তের কাছে।তারপর হাসপাতালে তাকে নিয়ে আসার পথেই মৃত্যু হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চুঁচুড়াতে চলন্ত টোটোর মধ্যে অজ্ঞান করে অপহরণের চেষ্টা, ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালেন গৃহবধূ

মাত্র আড়াই বছরে বাজিমাত পায়রাডাঙার শ্রেয়ানের, নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে

থানার লকআপে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা আসামির

‘ইস্কন টাউন’ গড়ার জন্য মায়াপুরকে ৭০০ একর জমি দেওয়া হয়েছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নকল ফোনপে’তে লেনদেন দেখিয়ে লক্ষ লক্ষ টাকার সোনার গহনা প্রতারণা,ধৃত প্রতারক

গ্যাস ভর্তুকি ফেরতের অছিলায় গ্রাহকদের ব্যাঙ্কের তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ