এই মুহূর্তে

জঙ্গলমহলের সেরা বাঁকুড়া, রাজ্যের প্রথমও মল্লভূমের অর্ণব

নিজস্ব প্রতিনিধি: বাম জমানা থেকেই দেখা যাচ্ছে রাজ্যের(Bengal) মধ্যে বাঁকুড়া(Bankura) জেলার পড়ুয়ারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষায় চমক দিচ্ছে। এবারেও তার ব্যতিক্রম হল না। শুক্রবার প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সেই সঙ্গে প্রকাশিত হয়েছে মেধা তালিকাও। দেখা যাচ্ছে রাজ্যের মধ্যে এবার মাধ্যমিকে প্রথম হয়েছেন দুইজন। তাঁদেরই একজন বাঁকুড়া জেলার পরীক্ষার্থী। রাজ্যের যে ১১৪জন পড়ুয়া এবার মধ্যমিকের মেধাতালিকায় উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে জঙ্গলমহলের(Junglemahal) ৩ জেলা পুরুলিয়া(Purulia), বাঁকুড়া ও ঝাড়গ্রাম(Jhargram) জেলার ১৭জন পরীক্ষার্থী রয়েছে। এই ১৭জনের মধ্যে আবার ১৩জনই আবার বাঁকুড়ার। বাকি ৪জনের মধ্যে পুরুলিয়া জেলার ২জন ও ঝাড়গ্রাম জেলার ২জন রয়েছে।

বাঁকুড়া জেলার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাইস্কুলের ছাত্র অর্ণব ঘড়াই এবার ৬৯৩ নম্বরে পেয়ে প্রথম হয়েছে। তবে সে একা প্রথম হয়নি, এই তালিকায় আছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সিএমএস হাইস্কুলের পরীক্ষার্থী রৌনক মণ্ডলও। তবে রৌণক জঙ্গলমহলের বাসিন্দা নয়, সে বর্ধমান শহরে থাকে। তাই অর্ণব রাজ্যের মধ্যে প্রথম, জঙ্গলমহলে প্রথম এবং অবশ্যই নিজের জেলাতেও সে প্রথম। ঝাড়গ্রাম জেলার দক্ষিণচক হাইস্কুলের ছাত্রী পৌলমী বেরা ৬৮৯ নম্বর পেয়েছে জেলার মধ্যে প্রথম, জঙ্গলমহলে দ্বিতীয় এবং রাজ্যের মধ্যে পঞ্চম হয়েছে। তবে তাঁর মতো রাজ্যের মধ্যে পঞ্চম হয়েছে আরও ১০জন। পৌলমী অবশ্য জঙ্গলমহলে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে। রাজ্যের মধ্যে এবার সপ্তম হয়েছে ১০জন। এদের মধ্যে ৩জন আবার বাঁকুড়া জেলার। এরা হল বিষ্ণুপুর হাইস্কুলের জ্যোতির্ময় মণ্ডল, বাঁকুড়া হরিগ্রাম গোয়েঙ্কা হাইস্কুলের সোহম লায়েক ও বাঁকুড়া বিবরদা শচীদানন্দ শিক্ষাসদনের ছাত্র সিঞ্চন দত্ত। এদের প্রাপ্ত নম্বর ৬৮৭। এই ৩জনই বাঁকুড়া জেলায় দ্বিতীয় এবং জঙ্গলমহলের মধ্যে তৃতীয় হয়েছে।  

রাজ্যের এবার ২২জন পরীক্ষার্থী অষ্টম হয়েছে। এদের মধ্যে জঙ্গলমহলের পড়ুয়া ৪জন। এরা হল বাঁকুড়া জেলার বিষ্ণুপুর হাইস্কুলের ছাত্র ব্রাত্য বসু ও ইঁদপুর গোয়েঙ্কা হাইস্কুলের ছাত্র অনিমেষ লায়েক এবং পুরুলিয়ায় জেলার রঘুনাথপুর গার্লস হাইস্কুলের ছাত্রী সৌরভী চট্টোপাধ্যায় ও পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র অভ্র চট্টোপাধ্যায়। এদের প্রাপ্ত নম্বর ৬৮৬। সৌরভী ও অভ্র জেলায় প্রথম হলেও তাঁদের সমান একই নম্বর পাওয়া ব্রাত্য ও অনিমেষ জেলায় তৃতীয় হয়েছে। রাজ্যের মধ্যে এবার নবম হয়েছে ১৫জন। তাঁদের মধ্যে ৫জন জঙ্গলমহলের বাসিন্দা। এরা হল বাঁকুড়া জেলার লটিয়াবনি অঞ্চল হাইস্কুলের ছাত্র স্বরূপ কর্মকার, বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র ব্রিজেশ লোহার, বাঁকুড়া লক্ষ্মীসাগর হাইস্কুলের ছাত্র পার্থিব কোটাল, বাঁকুড়া তালডাংরা ফুলবনি হাইস্কুলের ছাত্র অনুভব সেন এবং এই জেলারই সিমলাপাল মদনমোহন হাইস্কুলের ছাত্র সোহন শতপথী। এদের প্রাপ্ত নম্বর ৬৮৫। রাজ্যের মধ্যে এবার দশম স্থান অধিকার করেছে ৪০জন পড়ুয়া। এদের মধ্যে ৩জন জঙ্গলমহলের বাসিন্দা। এরা হল বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের ছাত্রী প্রত্যুষা কুণ্ডু, বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র সৌমিক ধবল এবং ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশনের ছাত্র অরিত্র মণ্ডল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

ঘাটাল লোকসভা জিততে গেলে মানুষের ভালোবাসা আদায় করতে হবে: দেব

কৃষ্ণনগরে আবার ইডি এলে সরপুরিয়া খেয়ে যাবে, খোঁচা মহুয়ার

শেখ শাহজাহানের জামিনের আর্জি খারিজ, জেল হেফাজতের নির্দেশ

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

চাই পুরসভা, চাই পূর্ণাঙ্গ থানা, গলা তুলছে আমোদপুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর