-273ºc,
Friday, 2nd June, 2023 7:58 pm
নিজস্ব প্রতিনিধি: চোখের দৃষ্টি ফেরাতে ছানি অপারেশন করতে গিয়ে দৃষ্টি শক্তি নষ্ট হল বহু রোগীর। কমবেশি ১৫ জন রোগীর চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। আর এতজন রোগীর দৃষ্টি শক্তি নষ্টের কারণে কাঠগড়ায় রাজ্যের গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল বর্ধমান মেডিক্যাল কলেজ।
জানা গিয়েছে, ১২ সেপ্টেম্বর চোখে অপারেশন করা হয় ১৮ জন রোগীর। এরপর ১৫ সেপ্টেম্বর জানা যায় ১৮ জনের মধ্যে ১৫ জনের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৫ জন রোগীর মধ্যে বর্তমানে ১১ জন ভিজ্যুনাল ইনস্টিটিউট অব অবথার্মোলজিতে চিকিৎসাধীন। এই ১১ জন রোগীর মধ্যে দু’জনের চোখ রাখাই যাবে না। কারণ চিকিৎসকদের মতে, একটি চোখ যদি রাখা যায় তাহলে অপর চোখটিও ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু কেন কেমন ঘটনা ঘটল সরকারি হাসপাতালে? হাসপাতাল সূত্রে খবর, বর্ধমান মেডিক্যাল কলেজের স্টেরিলাইজেশন প্রক্রিয়া ঠিক ছিল না। আর সেই কারণে রোগীর চোখে সংক্রমণ ছড়ায়। ক্ষতিগ্রস্ত রোগীদের মধ্যে রয়েছেন চল্লিশ বছর বয়সী ব্যক্তি, কারোর আবার বয়স ৪২ বছর। এই বয়সে দৃষ্টি শক্তি হারানোয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন রোগীরা। রোগীদের দাবি, যেখানে চোখের ছানি অপারেশন করা হয়েছে সেই অপারেশন কক্ষ অনুপযুক্ত ছিল। বর্ধমান মেডিক্যাল কলেজের এমন অপেশাদারি কর্তব্যের কারণে এখনও পর্যন্ত স্বাস্থ্য ভবনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি বলেও অভিযোগ তাঁদের।
ক্ষতিগ্রস্ত এক রোগী জানান, চোখের ছানি কাটানোর জন্য এসেছিলাম। এরপর মঙ্গলবার বা বুধবার গিয়েছিলাম বাড়ি। তারপর হঠাৎ দেখি চোখ বন্ধ হয়ে গিয়েছে। এরপর হাসপাতালে গেলাম। ডাক্তারবাবু চোখের পরানো লেন্স বের করে দিল। চোখের ভিতরে ইঞ্জেকশন দিল। দুহাতে দুটো দিল। তারপর গাড়ি করে নিয়ে চলে গেল। অন্যদিকে এই ঘটনার তদন্ত দাবি করেছে, বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক সংগঠন।