এই মুহূর্তে




৩১ ফুটের বিশাল বিশ্বকর্মা প্রতিমা, তাক লাগাল বর্ধমান শহরের তেলিপুকুর টোটো ইউনিয়ন

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তেলিপুকুর টোটো ইউনিয়ন এবারে বিশ্বকর্মা পূজোয় নজির গড়ল একেবারে অভিনব আকর্ষণ দিয়ে। এবারের পুজোর মূল আকর্ষণ ৩১ ফুট উঁচু বিশ্বকর্মা(31 Foot Viswakarma ) প্রতিমা। যা দেখে অভিভূত সাধারণ মানুষ থেকে শুরু করে ভক্তকুল।শনিবার আনুষ্ঠানিকভাবে এই মহাপূজোর উদ্বোধন করেন এলাকার কাউন্সিলর রাসবিহারী হালদার(Councillor Rashbehari Avnue)। তিনি জানান, “এই পূজো শুধু বর্ধমান নয়, গোটা রাজ্যের গর্বের বিষয় হয়ে উঠেছে। ৩১ ফুটের প্রতিমা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এই প্রথম। সাধারণ মানুষের উচ্ছ্বাস ও ভক্তির আবেগই আমাদের সবচেয়ে বড় সাফল্য”।

তেলিপুকুর টোটো ইউনিয়নের পূজো চলছে দীর্ঘ ১৫ বছর ধরে। প্রতি বছরই থাকে বিশেষ কিছু আকর্ষণ। তবে এবারের ৩১ ফুট উচ্চতার প্রতিমা পুজোর ইতিহাসে এক নতুন সংযোজন। বিশাল আকৃতির এই প্রতিমা ঘিরে ইতিমধ্যেই এলাকায় উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড়।স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বাইরের দর্শনার্থীরাও ভিড় জমাচ্ছেন প্রতিমা এক ঝলক দেখার জন্য। পূজোর মাঠে ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।আয়োজকদের মতে, প্রতিমার বিশালত্ব শুধু নয়, এর নান্দনিক রূপ, শিল্পকলার নিপুণতা এবং শৈল্পিক ছোঁয়া দর্শকদের মুগ্ধ করছে।

পূজোর দিনগুলিতে আরও বাড়বে মানুষের ভিড়, এমনটাই আশা তেলিপুকুর টোটো ইউনিয়নের(Telipukur Toto Union)। বিশ্বকর্মা পূজা উপলক্ষে গরিবদের বস্ত্র বিতরণ সহ একাধিক সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছে টোটো ইউনিয়ন।তাক লাগানো এই বিশাল বিশ্বকর্মা প্রতিমা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। নেটিজেনরা সকলেই ওই টোটো ইউনিয়নের সদস্যদের সাধুবাদ জানিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ