এই মুহূর্তে




SIR নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি, তালিকা থেকে নাম মোছার অভিযোগ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি : এসআইআর নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। মানুষ যখন অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন এই বিভ্রান্তি আরও বেশি করে ছড়ানো হচ্ছে। এই ঘটনার তীব্র বিরোধিতা করছে তৃণমূল। মানুষকে বার বার হয়রানি‌ করার অভিযোগ উঠছে। সাংবাদিক সম্মেলন করে এমন কথা বলেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে মানুষকে ভয় দেখানো হচ্ছে।

অভিযোগ, একাধিক বুথ থকে বহু নাম উড়িয়ে দেওয়া হয়েছে। হার্ডকপি ও সফ্টকপিতে নামের মধ্যে বিপুল ফারাক রয়েছে। হার্ডকপিতে বহু নাম রয়েছে, সেখানে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া নামের তালিকায় বহু নাম বাদ চলে গেছে। নাম বাদ দিয়ে দুর্নীতি করা হচ্ছে বলে অভিযোগ। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া নামের তালিকায় দেখা গিয়েছে, হাবরার গুমার একটি বুথে কোনও ভোটার নেই। অথচ সেখানে ভোটার রয়েছে প্রায় ৯০০ জন। চুপি, চুপি নাম বাদ দেওয়া হচ্ছে।

এসআইআর, এনআরসি নিয়ে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। তারজেরে আত্মহত্যার ঘটনা ঘটছে। তৃণমূলের প্রশ্ন এই মৃত্যুর দায় নেবে কে? দেশছাড়া হওয়ার আতঙ্কে আত্মঘাতীর ঘটনা ঘটছে। তার উত্তর কে দেবে? এদিন উঠে এসেছে নোটবন্দির কথা। লাইনে দাঁড়িয়ে কতজনের মৃত্যু হয়েছে। বিজেপি শুধু মানুষকে হয়রানি করতে চায়। সেই হয়রানি করা হয়েছে নোটবন্দির সময়ে, আধার-প্যান-ফোননম্বর লিঙ্ক করার সময়। আবার এখন এসআইআর-র নামে হয়রানি করা হচ্ছে। পানিহাটির প্রদীপ করের মৃত্যুর পরে তাঁর সুইসাইড নোট নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। সেই নিয়েও কটাক্ষ করেছে তৃণমূল।

রাজ্য়ের মন্ত্রী জানিয়েছেন, প্রদীপ করের সুইসাইড নোট ফরেন্সিকে পাঠানো হয়েছে। সমস্ত বিষয়ে রাজ্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে। কিন্তু তারপরেও তার ওপর ভরসা করতে পারছে না বিজেপি। নির্বাচন কমিশনের ওয়েবসাইট ক্র্যাশ করা নিয়েও বলেছেন, এমন ওয়েবসাইট বানানো হচ্ছে কেন। এসআইআর ঘোষণার পর মানুষ তালিকা দেখতে গিয়েছে। একসঙ্গে অনেকে ওয়েবসাইটে যাওয়ায়, সেটা ক্র্যাশ করেছে। তৃণমূলের প্রশ্ন, নাম বাদ দেওয়ার দুর্নীতির সামনে আসছে সেই জন্যই কী ক্র্যাশ করার কথা বলা হচ্ছে?

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

প্রকাশ্যে SIR এর ভিন্ন ছবি, গ্রামে ফিরে স্কুলপড়ুয়াদের খাওয়ালেন পরিযায়ী শ্রমিক

ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ