এই মুহূর্তে




২০০২-এর ভোটার তালিকায় নেই খোদ BLO! লিস্টে বাদ বাবা-মায়ের নামও

নিজস্ব প্রতিনিধি, রাজারহাট : নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ভোটারদের তালিকা। সেই তালিকা থেকে বহু নাম বাদ গিয়েছে বলে অভিযোগ উঠছে। এমনই অভিযোগ এসেছে রাজারহাটের জ্যাংরা পঞ্চায়েত থেকে। ভোটার তালিকায় নাম নেই স্বয়ং বিএলও-র। আর কয়েকদিন পর যাঁর বাড়ি বাড়ি গিয়ে নামের তালিকা মেলানোর কথা, তাঁরই নাম নেই ভোটার তালিকায়।

জানা গিয়েছে, রাজারহাটের জ্যাংরা পঞ্চায়েতের বাসিন্দা বাদল চন্দ্র হালদার। তিনি পেশায় সহকারী শিক্ষক। ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই বাদল চন্দ্র হালদারের। অথচ প্রতিবার ভোট দিচ্ছেন তিনি। নাম নেই তাঁর বাবা-মায়েরও। ৪ নভেম্বর থেকে বিএলওরা বাড়িতে বাড়িতে যাবেন। এরপরেই ছড়িয়েছে চাঞ্চল্য। রাজনৈতিক তরজা শুরু হয়েছে এরপর থেকেই। ভোটার তালিকায় নাম না থাকলেও বিএলও হিসেবে তাঁর নাম এসেছে। তিনি বলেছেন, তিনি নিজে থেকে বিএলো হননি। তাঁকে বিএলও হিসেবে ছিক করা হয়েছে। কিন্তু এটা কি করে সম্ভব তা নিয়ে উঠছে প্রশ্ন।

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে, নতুন যে তালিকা প্রকাশ করা হচ্ছে, সেখানে বহু নাম বাদ দেওয়া হয়েছে। চুপি চুপি নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। বিএলও বাদল চন্দ্র হালদারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বৃহস্পতিবার তৃণমূল জানিয়েছে, রাজ্যের বহু বুথ থেকে নাম বাতিল করা হচ্ছে। হাবরার একটি বুথে ৯০০ জন ভোটারয অথচ কমিশনের ওয়েবসাইটে একজন ভোটারের হদিশ নেই ওই বুথে। জ্যাংরা পঞ্চায়েতেও এমন কোনও ঘটনা ঘটেছে কিনা, তাই নিয়ে প্রশ্ন শুরু হয়েছে।

পঞ্চায়েত প্রধানের বক্তব্য, কার ভোটার লিস্টে নাম আছে দেখে বিএলও বানানো। না দেখে বানানো ঠিক নয়। কীভাবে সে পরিষেবা দিতে পারবে। অন্যদিকে, এসআইআর প্রক্রিয়া যাঁরা খতিয়ে দেখবেন, সেই বিএলওদের নাম ২০০২-এর ভোটার তালিকায় থাকা বাধ্যতামূলক। কিন্তু এসআইআর শুরুর আগেই ব্লকের ১৩ জন বিএলওর নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়! এই বিষয়টি প্রকাশ্যে আসার পর তুমুল শোরগোল পড়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

হায় রে স্বার্থ! SIR শুরু হতেই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের খোঁজ নেওয়ার হিড়িক সন্তানদের

CPIM-র ৬ কর্মীকে অপহরণ ও খুনে ৪৫জনকে যাবজ্জীবন

নিকট আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র, কমিশনে অভিযুক্তের শ্বশুর

আইনজীবীর চেম্বারে আইন পড়ুয়ার ঝুলন্ত দেহ, পলাতক অভিযুক্ত

মেয়াদোত্তীর্ণ ভিসা সহ পাক-আফগান-বাংলাদেশী নাগরিকদের খোঁজে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ