এই মুহূর্তে




এনুমারেশন ফর্মে রাখতে হবে দুজনেরই নাম, দুই সতীনের আবদার শুনে থ বিএলও

নিজস্ব প্রতিনিধি: এসআইআর নিয়ে বাংলাজুড়ে কম কাণ্ড হচ্ছে না। বিএলও-রা এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে নানা ধরণের ঘটনার সম্মুখীন হচ্ছেন। সম্প্রতি ফর্ম বিলি করতে গিয়ে এক উদ্ভট পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বিএলও। যে বাড়িতে ফর্ম দিতে গিয়েছিলেন সেই বাড়ির ব্যক্তির দুই বউ রয়েছেন আর তাঁদের দুজনেরই দাবি এনুমারেশন ফর্মে স্বামীর অর্ধাঙ্গিনী হিসেবে দুইজনের নামই রাখতে হবে। এতেই চাপে পড়েছেন বিএলও কারণ ফর্মে স্ত্রী হিসেবে রাখা যাবে একজনের নাম। এই নাম তোলাকে কেন্দ্র করেই দুই সতীনের মধ্যে বেধেছে ঝামেলা।

ঘটনাটি মুর্শিদাবাদের ডোমকলের। ডোমকলের রায়পুরের চোয়াপাড়ায় সুকুর মণ্ডলের বাড়িতে এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে ব্লক স্তরের আধিকারিক (বিএলও) নাজমুন্নেসা খাতুন অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হন। সুকুর মণ্ডলের দুই স্ত্রী রয়েছেন মমতা বিবি এবং মর্জিনা বিবি। সুকুর মণ্ডল কাজের সূত্রে বর্তমানে কেরলে রয়েছেন। কার নাম ফর্মে রাখবেন এই নিয়ে বিপাকে পড়েন বিএলও। ফর্ম নিতে গিয়েই হয় সমস্যা। ফর্মে নিয়ম অনুযায়ী রাখা যাবে একজনেরর নামই। কিন্তু তা মানতে নারাজ ছিল সুকুরের দুই স্ত্রী। তারা প্রশ্ন করেন কেন ফর্মে দুই স্ত্রীর নাম রাখার জায়গা নেই। এই প্রশ্ন শুনে কি উত্তর দেবেন তা বুঝেই উঠতে পারেনি বিএলও। সুকুরের দুই আইনত স্ত্রী সমানাধিকার চাওয়াকে অগ্রাহ্য করতে পারেননি বিএলও।

এনুমারেশন ফর্ম নিয়ে যে কাণ্ড হয়েছে তাতে বেড়েছে জটিলতা, রাজ্যের বাইরে থাকা স্বামীও চান ফর্মে যেন তাঁর দুই স্ত্রীর নাম থাকে। কারণ একজনের নাম থাকলে অন্য জনের ক্ষুব্ধ হবেন। তা একেবারেই চান না বলে জানিয়েছেন সুকুর মণ্ডল। তাই তিনি দূর থেকে ফোনে জানান যে এনুমারেশন ফর্মে স্ত্রী হিসবে যেন মমতা বিবি এবং মর্জিনা বিবির নাম থাকে। প্রয়োজনে ফর্মে ‘ঘর’ বাড়াতে হবে বলেও জানান তিনি। বিষয়টি নিয়ে আলোচনা করে দেখবেন বলেই জানান বিএলও নাজমুন্নেসা খাতুন। দুই স্ত্রীকে বিএলও বুঝিয়ে এলেও লাভের লাভ কিছুই হয়নি। উর্ধতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়েছেন বিএলও। তবে একই ফর্মে দুই স্ত্রীর নাম রাখা নিয়ে নির্বাচন কমিশনের তরফে নির্দিষ্ট কোনও নির্দেশ নেই। তাই এই সমস্যার সমাধান হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জেলায় প্রথম, সফল কিডনি প্রতিস্থাপন করে নজির গড়ল মধ্যমগ্রামের ভিভা সিটি হাসপাতাল

নিউ টাউনে স্বর্ণকার খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন মঞ্জুর

সলপে শিশু হত্যায় ঠাকুমাকে দিয়ে করানো হবে ঘটনার পুনর্নিমাণ

বোর্ডে লাগানো চার্জার, কানে হেডফোন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

বিজেপির রেখা পাত্রের শ্বশুর-শাশুড়িকে চিকিৎসায় বিশেষ সহায়তা প্রদান তৃণমূল বিধায়কের

সরকারি চাকরির নামে টাকা আত্মসাৎ! ১৫টি অ্যাডমিট সহ গ্রেফতার অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ