এই মুহূর্তে




চণ্ডীপুরে বড় ভাঙন বিজেপিতে,বিজেপি ছেড়ে তৃণমূলে গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীপুর: পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্নেহাংশু শেখর পন্ডিতের হাত ধরে এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন ৪০ জন বিজেপি নেতা এবং কর্মী। জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক(Uttam Barik) বলেন যারা যোগদান করেছেন তার অধিকাংশই যুবক। এবং যুবকরা আজ বুঝতে পারছে বিজেপির ধাপ্পার রাজনীতি। তাই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisekh Bandopadhay) ওপর আস্থা রেখে তারা তৃণমূলে যোগ দিয়েছেন।যোগদানকারী আনন্দ পড়ুয়া বলেন বিজেপিতে থাকতে উন্নয়ন করার,মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাইনি।তৃণমূলে যোগদান করলে সুযোগ পাবো।

আরেক যোগদানকারী বলেন, আগের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেও মানুষের জন্যে কিছু করতে পারিনি।তাই যোগদান তৃণমূলে।তবে বিজেপি নেতা বিপ্লব মন্ডল দাবি করেছেন এই যোগদান সম্পূর্ণ ভুঁয়ো, যারা তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে তারা কোন সময়ের জন্য বিজেপি করেনি তৃণমূল কংগ্রেস লোক দেখানোর জন্য ভুঁয়ো যোগদান করছে। সর্বোপরি একথা বলা যায় যোগদান সঠিক কিংবা বেঠিক তা বিধানসভা নির্বাচন ২০২৬ – এ ফলাফলে স্পষ্ট তো হবে। আগামী বছর বিধানসভা নির্বাচনে আগেই যেভাবে জেলায় জেলায় গেরুয়া বিচ্ছেদে সাধারণ কর্মী থেকে শুরু করে বিজেপির নেতারা মা মাটি মানুষের কর্মকাণ্ডে যোগদান করছেন নিঃসন্দেহে তা রাজনৈতিকভাবে আলাদা মাত্রা বহন করছে।

অন্যদিকে,২৬ এর বিধানসভা নির্বাচনের আগে ফের সবুজ ঝড় নদিয়ায়।কৃষ্ণগঞ্জ ব্লকের চন্দননগর সমবায় সমিতি নির্বাচনে ৪৪ আসনের মধ্যে ৩৯/৫ ব্যবধানে রবিবার সন্ধ্যায় ফলাফল প্রকাশ হওয়ার পর জয় হয় তৃণমূলের। ব্লক সভাপতি সমীর বিশ্বাস সহ সকল সহযোদ্ধাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে সবুজ আবির খেলে বাজনা নিয়ে বিজয় উল্লাস প্রকাশ করেন তৃণমূলের রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি দেবাশীষ গাঙ্গুলির । দেবাশীষ বাবু দাবি করেন মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করে আগামী বছর যে মত প্রকাশ করবে তাতে এই রাজ্যে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন আজকের এই জয় সেই বার্তা বহন করছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জেলায় প্রথম, সফল কিডনি প্রতিস্থাপন করে নজির গড়ল মধ্যমগ্রামের ভিভা সিটি হাসপাতাল

নিউ টাউনে স্বর্ণকার খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন মঞ্জুর

সলপে শিশু হত্যায় ঠাকুমাকে দিয়ে করানো হবে ঘটনার পুনর্নিমাণ

বোর্ডে লাগানো চার্জার, কানে হেডফোন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

এনুমারেশন ফর্মে রাখতে হবে দুজনেরই নাম, দুই সতীনের আবদার শুনে থ বিএলও

বিজেপির রেখা পাত্রের শ্বশুর-শাশুড়িকে চিকিৎসায় বিশেষ সহায়তা প্রদান তৃণমূল বিধায়কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ