এই মুহূর্তে




৪ দিন ধরে অবিরাম রক্ত ঝরছে গাছ থেকে, রহস্যময় ঘটনা চন্দ্রকোনায়

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোনা: চার দিন ধরে অবিরাম রক্ত ঝরছে গাছ থেকে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও, ঘটনাটি একেবারেই বাস্তব । চন্দ্রকোনা এক নম্বর ব্লকের(Candrakona 1 No Block) লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম এলাকায় ঘটছে এমনই এক রহস্যময় ঘটনা।গ্রামবাসীর দাবি, নতুন গ্রামে মমতা মিদ্যা নামে এক গৃহবধূ বহু বছর ধরে নিজের বাড়ির সামনে থাকা কাঠাল গাছের তলায় কালীপুজো করে আসছেন। প্রায় চার বছর বন্ধ থাকার পর, এ বছর আবারও কালীপুজোর দিন মাটির প্রতিমা না তুলে ঘটে পুজো হয় সেই গাছতলায়। আর তার ঠিক পরের দিন থেকেই শুরু হয়েছে অদ্ভুত ঘটনা। গাছের গায়ে হঠাৎই দেখা যায় রক্তের মতো লাল তরল পদার্থ, যা চার দিন ধরে অবিরাম ঝরছে পড়ছে মাটিতে।

স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে ভয় ও কৌতূহল। কেউ বলছেন, দেবীর অলৌকিক উপস্থিতির ইঙ্গিত এটি, আবার কেউ বলছেন, এটি কোনো অশুভ লক্ষণ। অনেকে আবার গাছের নিচে ধূপ-ধুনো জ্বালিয়ে প্রণাম করতে শুরু করেছেন।ঘটনাস্থলে ইতিমধ্যে ভিড় জমাচ্ছেন আশপাশের গ্রামের মানুষও। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে আছেন রক্তাক্ত সেই গাছের দিকে। যেন কোনো অলৌকিক রহস্যের সাক্ষী।

তবে প্রশাসন ও বন দফতরের সূত্রে জানা গেছে, বিষয়টি বৈজ্ঞানিকভাবে খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছের অভ্যন্তরে থাকা কোনো ছত্রাক বা রাসায়নিক বিক্রিয়ার ফলেই এমন ঘটনা ঘটতে পারে।তবু গ্রামের মানুষ বলছেন,“চার বছর পর পুজো হল। তারপরই গাছ থেকে রক্ত ঝরছে — এটা শুধু বিজ্ঞান দিয়ে বোঝানো যাবে না।”অলৌকিক না বৈজ্ঞানিক—রহস্যের জট এখনো কাটেনি। তবে আপাতত নতুন গ্রাম জুড়ে ভাসছে একটাই প্রশ্ন—“গাছ কি সত্যিই কাঁদছে?”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

চার বছর আগে চলে যাওয়া গৃহবধূ ভোটার কার্ডের খোঁজে প্রাক্তন স্বামীর বাড়িতে, তারপর…

৫ দিন নিখোঁজ থাকার পর জলাশয়ে ভাসল শিশুকন্যার দেহ, শোকের ছায়া গ্রামে

‘ভোটে লড়ার জন্য টিকিট চাইনি’, ফের সরব দিলীপ ঘোষ

কলকাতা থেকে গ্রেফতার জাল নথি সহ আফগান নাগরিক

SIR প্রক্রিয়া সঠিকভাবে চলছে তো? জানতে রাজ্যে এলেন কমিশনের প্রতিনিধিরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ