এই মুহূর্তে




সরকারি কাজ করে দ্রুত পেমেন্ট পেতে পোর্টাল তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, খুশি ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলা জুড়ে ব্যবসা–বাণিজ্য বাড়াতে হবে। ব্যবসায়ীরা যাতে আরও বিনিয়োগ করতে পারেন তার জন্য উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজ, বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সম্মেলনে নয়া পোর্টালের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে কলকাতা ও শিলিগুড়িতে বাণিজ্য কেন্দ্র, ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড স্থাপন, ইকনমিক করিডরকে ঘিরে বাংলায় ব্যবসা আরও বাড়বে বলে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে ব্যবসায়ীদের ভরা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে কলকাতা ও শিলিগুড়িতে ট্রেড অ্যান্ড এক্সপোর্ট সেক্টরের জন্য পৃথক বিজনেস হাব তৈরি করা হবে। আগামী দিনে প্যাকেজিং এবং ব্র্যান্ডিংয়ের উপর বিশেষ জোর দেবে সরকার। একইসঙ্গে ব্যবসায়িক সমস্যা দ্রুত মেটাতে আগামী ১৫ দিনের মধ্যে একটি ওয়েলফেয়ার বোর্ড গঠন করা হবে। সেটা দেখার জন্য মুখ্যসচিব মনোজ পন্থকে নির্দেশ দেন তিনি। সেই বোর্ডে রাজ্যের প্রত্যেকটি জেলার ব্যবসায়িক সংগঠনকে যুক্ত করার কথাও জানান মুখ্যমন্ত্রী।

এদিকে ব্যবসায়ীদের স্বার্থে বুধবার একটি নতুন পোর্টাল চালু করা হয়। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌অনেক ক্ষেত্রে সরকার বা বিভিন্ন সংস্থার কাজ শেষ করেও সময়মতো টাকা পান না ব্যবসায়ীরা। তার জেরে আর্থিক চাপ বাড়ে। এবার কাজ শেষ করে পোর্টালে আপডেট করলেই সংশ্লিষ্ট সংস্থা দ্রুত টাকা দিতে বাধ্য থাকবে। তার উপর ৭২টি ব্যাঙ্ককে যুক্ত করা হয়েছে। যারা পেমেন্ট করে দেবে। আর রাজ্য সরকার তাদের পরে দিয়ে দেবে। একইসঙ্গে ওই পোর্টালের মাধ্যমে অভিযোগ জানালে দ্রুত পদক্ষেপ পর্যন্ত করা হবে। মনে রাখতে হবে বেঙ্গল হচ্ছে ইন্ডিয়ার কর্মাশিয়াল গেটওয়ে।’‌

অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল ট্রেডস পোর্টাল তৈরির ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টারস্ট্রোক দিলেন বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‌আগে সরকারি কাজের পেমেন্ট পেতে দেরি হতো। কাজ করেও পয়সা পেতে দেরি হয়ে যেত। সেই সমস্যার সমাধানের জন্য এই পোর্টাল। কাজ শেষের কথা পোর্টালে আপলোড করলে, তার সঙ্গে যুক্ত ৭২টি ব্যাঙ্ক ও বাকি আর্থিক প্রতিষ্ঠান সেই ব্যবসায়ীকে নির্দিষ্ট সময়ে টাকা দিয়ে দেবে। সরকার সেটা পরে ব্যাঙ্ককে মিটিয়ে দেবে। এটা করা হচ্ছে যাতে ব্যবসায়ীরা আরও বিনিয়োগ করতে পারেন।’‌

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শ্বশুরবাড়ি ছেড়ে আসা মেয়েকে আশ্রয় দিয়ে নিজের ভিটেমাটি ছাড়া ৭০ বছরের বৃদ্ধা, বিডিও’র দ্বারস্থ

বীরভূমে ১ লক্ষ ৭০ হাজার নাম বাদ যেতেই মুখ খুললেন অনুব্রত, ভোট নিয়ে যা বললেন…

আলোর রোশনাইয়ে সাজছে দিঘা,অলিম্পিকের আদলে আতশবাজির প্রদর্শনী হবে সমুদ্র সৈকতে

বাংলা বাণিজ্যের জন্য উপযুক্ত, ব্যবসায়ী সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী

‘‌অনুপ্রবেশের কথা বলে বাংলাকে অপমান, বিজেপি নেতাদের কান ধরে ক্ষমা চাওয়া উচিত’‌, তোপ অভিষেকের

ব্যবসায়ী সম্মেলনে যোগ দিতে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী, জলের বোতল নিষিদ্ধ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ