24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:47 am
নিজস্ব প্রতিনিধি: এবার করোনা (COVID 19) হাসপাতাল তৈরি হচ্ছে কালনাতেও। জানা গিয়েছে, ৩০ শয্যা বিশিষ্ট বিশেষ এই করোনা হাসপাতাল তৈরি হচ্ছে কালনা মহকুমা হাসপাতালেই। তবে জেলার এই দ্বিতীয় করোনা হাসপাতাল খোলা হবে স্বাস্থ্যভবন অনুমতি দিলেই। এখন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেলে রোগীদের পাঠানো হবে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই।
মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখন নমুমা পরীক্ষায় জোর দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, বুস্টার ডোজে জোর দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগে যেখানে করোনা ওয়ার্ড ছিল সেখানেই প্রস্তুত করা হচ্ছে বিশেষ এই ওয়ার্ড। প্রসঙ্গত, ইতিমধ্যেই স্বাস্থ্যভবনের প্রতিনিধি দল কালনা মহকুমা হাসপাতাল পরিদর্শন করে গিয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে, ভেন্টিলেটর পরিষেবা যুক্ত চারটি খাট রাখার। করোনা হাসপাতালের জন্য ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে ডাক্তার, নার্স এবং গ্রুপ ডি কর্মীর তালিকা। প্রসঙ্গত, কাটোয়া মহকুমা হাসপাতালে করোনা ওয়ার্ডে ২০ শয্যা বিশিষ্ট খাট রাখা হয়েছে। খোলা হয়েছে আইসিইউ সেন্টার। রয়েছে ৪টি খাট।
প্রসঙ্গত, করোনার নয়া ভ্যারিয়েন্ট বা অতিমারি এই ভাইরাস রুখতে তৎপর রাজ্য। জেলা হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। কোভিড বিধি মেনে চলতে বলা হয়েছে।