এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ঝাড়গ্রামে উদ্ধার মাও পোস্টার, টিপু-অর্কের পুলিশি হেফাজতের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি: খোঁজ চলছিল অনেকদিন ধরেই। কিন্তু দেখা কোথাও মিলছিল না। শেষে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার দুপুরে দুইজনকে একসঙ্গে পাকড়াও করতে সক্ষম হল পুলিশ। সোমবার তাঁদের আদালতে তোলা হলে ৮দিনের জন্য তাঁদের নিজেদের হেফাজতেও পেয়ে গেল পুলিশ। কিন্তু যে পোস্টারকাণ্ডে তাঁদের গ্রেফতার করা হল, সেই পোস্টার পরা বন্ধ আর হচ্ছে কই জঙ্গলমহলের বুকে। সোমবারও মাও পোস্টার পরেছে ঝাড়গ্রামে(Jhargram)। আর সেই প্রেক্ষাপটেই ধৃত দুইজনে তো বটেই তাঁদের পরিবারেরও দাবি, পুলিশ মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছে। নজরে দুই মাও ছাত্রনেতা টিপু সুলতান(Tipu Sultan) ওরফে মুস্তফা কামাল ও অর্কদীপ গোস্বামী(Arkadip Goswami)। সোমবার এদেরই খাতড়া(Khatra) মহকুমা আদালত ৮দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

প্রশ্ন হচ্ছে এই টিপু সুলতান ওরফে মুস্তফা কামাল ও অর্কদীপ গোস্বামী কে? কেনই বা তাঁদের পুলিশ গ্রেফতার করেছে? জানা গিয়েছে, এই দুই মাও ছাত্রনেতা দীর্ঘদিন ধরেই মাওবাদী কার্যকলাপে জড়িত। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র টিপু সুলতানকে ২০১৬ সালে বেলপাহাড়ি ও ২০১৮ সালে গোয়ালতোড় থানার পুলিশ গ্রেফতারও করেছিল। যদিও জামিনে ছাড়া পায় সে। অন্যদিকে অর্কদীপ গোস্বামীকেও ২০১৮ সালে গ্রেফতার করেছিল গোয়ালতোড় থানার পুলিস। পরে সেও জামিনে ছাড়া পায়। পুলিশের কাছে অবশ্য নিয়মিত খবর আসছিল দুইজনে মাওবাদী কার্যকলাপ চালিয়েই যাচ্ছে। চলতি বছর ২৭ জানুয়ারি বাঁকুড়ার(Bankura) বারিকুল থানা এলাকায় মাওবাদী পোস্টার দিতে গিয়ে পুলিসের কাছে হাতেনাতে ধরা পড়ে শিবু মুর্মু সহ আরও এক সন্দেহভাজন মাওবাদী। সেই ঘটনায় টিপু সুলতান ও অর্কদীপ গোস্বামী সরাসরি যুক্ত থাকার প্রমাণ পায় পুলিশ। তারপর থেকেই তাঁদের হন্যে হয়ে খুঁজছিল বাঁকুড়া থানার পুলিশ। কিন্তু দেখা আর মিলছিল না তাঁদের।

গত ২৭ জানুয়ারী ২০২২ বারিকুল থানা এলাকায় একটি গ্রাহক সেবা কেন্দ্রে মাওবাদীদের সঙ্গে বৈঠক করেছিল টিপু আর অর্ক। তারপর থেকেই তাঁরা পালিয়ে বেড়াচ্ছিল। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে বাঁকুড়া জেলার পুলিশ রবিবার অভিযান চালায় বীরভূম(Birbhum) জেলার বোলপুর(Bolpur) থানা এলাকায়। সেখানেই দুটি পৃথক জায়গা থেকে পাকড়াও করা হয় টিপুর ও অর্ককে। সেই সঙ্গে দুইজনের ঘাঁটি থেকে উদ্ধার হয় মোট ৩১টি মাওবাদী পোস্টার। রাতেই তাঁদের নিয়ে যলে আসা হয় বাঁকুড়ায়। সেখান থেকে এদিন তাঁদের নিয়ে গিয়ে তোলা হয় খাতড়া মহকুমা আদালতে। তাঁদের বিরুদ্ধে ৮টি ধারায় মামলা রজু করেছে পুলিশ। এদিন তাঁদের আদালতে তোলা হলে বিচারক তাঁদের ৮দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠান। মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী ৩ মে। তবে এদিন আদালতে যাওয়ার পথে টিপু ও অর্কও দুইজনই সাংবাদিকদের কাছে দাবি করে যে তাঁরা নির্দোষ। তাঁদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। পরে সাংবাদিকদের কাছে একই দাবি করেন টিপুর বাবা শেখ কামালউদ্দিন। টিপু ও অর্কের দাবি, ‘আমাদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। পুরানো মামলায় গড়বেতা আদালতে নিয়মিত হাজিরা দেওয়া সত্ত্বেও আমাদের এভাবে বারবার হেনস্থা করা হচ্ছে।  আমরা অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি।’ অন্যদিকে টিপুর বাবা শেখ কামালউদ্দিনের দাবি, ‘ছেলেকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে পুলিশ। বাড়ি থেকে জোর করে ছেলেকে তুলে নিয়ে এসেছে পুলিশ। তিনমাস বাড়ির থেকে বেরোয়নি ছেলে। পুলিস উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন করছে।’

এদিকে এদিনই ঝাড়গ্রাম জেলার বিনপুর(Binpur) থানা এলাকার নারায়ণপুরে আবারও মাওবাদী হুমকি সম্বলিত পোস্টার(Mao Postar) উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সেই হুমকি দেওয়া হয়েছে পুলিশ ও তৃণমূল নেতাদের। বেলপাহাড়িতে ঢোকার মুখে এদিন সকালে স্থানীয় বাসিন্দারাই পোস্টারটি দেখতে পান। ১টিই পোস্টার উদ্ধার হয়েছে সেখানে। স্থানীয় বাসিন্দারাই পোস্টারটি নিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে সেই পোস্টার সরিয়ে দেয়। পোস্টারে লেখা ছিল, ‘সব তৃণমূল নেতাদের নিয়ে খেলা হবে। পুলিশকে জুতোর মালা পরানো হবে। যদি পারো তো অ্যারেস্ট করো।’ আগামী ১৫ দিনের মধ্যে জঙ্গলমহলে মাওবাদীরা বড়সড় হামলা করতে পারে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে খবর এসেছে।  তার ভিত্তিতেই তৎপর হয়েছে পুলিশ। আগামী ১৫ দিনের জন্য রাজ্যে জঙ্গলমহলের মাওবাদী অধ্যুষিত থানাগুলিতে হাইঅ্যালার্ট জারি করা হয়েছে। ছুটি বাতিল করা হয়েছে সমস্ত স্তরের পুয়শকর্মীর। এ নিয়ে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য বৈঠক করেছেন এই সব জেলার পুলিশ সুপার ও অন্যান্য অফিসারদের সঙ্গে ৷ তা সত্ত্বেও পুলিশের নজর এড়িয়ে কীভাবে হুমকি পোস্টার দিচ্ছে মাওবাদীরা, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঝাড়গ্রামে গত কয়েকদিনে এ নিয়ে তিনটি পোস্টার উদ্ধার হয়েছে। যদিও ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ জানিয়েছেন, ‘এগুলো মাওবাদী পোস্টার নয়। কেউ ব্যক্তিগত স্বার্থে এভাবে ভয় দেখাচ্ছে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এসএসসি নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের রায়ে খুশি শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু

হাবিবপুরে দিনভর ভোট বয়কটের ডাক ,সন্ধ্যায় ছড়ালো হিংসা, রক্তাক্ত পুলিশ

জীবনের সব প্রতিবন্ধকতাকে হার মানিয়ে মাধ্যমিকে উত্তীর্ণ দুই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী

শিলিগুড়ির ডনবস্কো মোড়ে গাছ ভেঙে পড়ে আহত একজন মহিলা সহ দুই

জঙ্গলমহলে চোলাই মদের বিরুদ্ধে আবগারি দফতর ও পুলিশের ব্যাপক অভিযান

সুপ্রিম রায়ের পরে আবির খেললেন শিক্ষকরা, কলকাতায় ফলের জুস খেয়ে অনশন ভঙ্গ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর