নিজস্ব প্রতিনিধি , বিধাননগর: জন্মাষ্টমীর দিন শিশু কৃষ্ণকে কোলে নিয়ে রাস্তায় মা যশোদা ও সুদামা ডেঙ্গু নিয়ে সচেতন করতে পৌঁছলেন এলাকাবাসীর বাড়ির দরজায় দরজায়। ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির মধ্যে দিয়ে এভাবেই জন্মাষ্টমী পালন করা হল বিধাননগরের দত্তাবাদ(Dattabad) অঞ্চলে। বিধাননগরে এই মুহূর্তে ডেঙ্গি আক্রান্ত সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। শুধু আগস্ট মাসে বিধাননগরের ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫০০ জনেরও বেশি মানুষ। সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু(Dengu) সচেতনতা বৃদ্ধি করতে একাধিক উদ্যোগ নিয়েছে বিধাননগর কর্পোরেশন।
এবার পৌরাণিক কাহিনীকে ভরসা করে মানুষের মধ্যে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি করার প্রচেষ্টা নিল বিধাননগরের ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্ত । পৌরাণিক কাহিনী অনুযায়ী জন্মাষ্টমীতেই জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। আর তাই জন্মাষ্টমীর(Jarmasatami) সকালে দত্তাবাদ অঞ্চলের মানুষদের মধ্যে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি করার মধ্যে দিয়েই জন্মাষ্টমী পালন করা হল সেখানে।
স্থানীয় কাউন্সিলর আলো দত্ত এবং বিধাননগর ৩৮ ওয়ার্ডের সভাপতি নির্মল দত্তের তত্ত্বাবধানেই আয়োজিত হয় এই অভিনব উদ্যোগ। দত্তাবাদ আঞ্চলের বাসিন্দা রিংকু সাহাকে সাজানো হয় যশোদা, এ অঞ্চলের সানা দত্তকে সাজানো হয় কৃষ্ণ আর সুদামা সাজেন কমল হাজরা(Kamal Hazra)। কৃষ্ণকে কোলে নিয়ে মা যশোদা পৌঁছে যায় এলাকাবাসীর বাড়ির দরজায় দরজায়। সাথে ছিলেন সুদামা। মা যশোদা এলাকাবাসীদেরকে ডেঙ্গু জন্য কি করনীয় তা জানায়। ডেঙ্গু সচেতনতা প্রচারের মধ্যে দিয়ে এভাবেই বুধবার জন্মাষ্টমী পালন করা হয় বিধাননগরের ৩৮ নম্বর ওয়ার্ডে।