এই মুহূর্তে




দিঘার সমুদ্র থেকে জালে উঠে এল ৯০ টি তেলিয়া ভোলা, দাম মিলল ৩২ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি, দিঘা: একেই বলে উপরওয়ালার আশীর্বাদ। আসিফ খান এ বছর মাছ ব্যবসায় ইলেকশন হওয়ায় একটি মাছ ধরতে যাওয়ার ট্রলার বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন। আর্থিক মন্দা চলছিল তার। কিন্তু রবিবার ভোরে উপরওয়ালার আশীর্বাদে তার কপাল খুলে গেল।দিঘায় রবিবারে লক্ষী লাভ মৎস্যজীবীদের। আসিফ খানের(Asif Khan) ট্রলার থেকে ফেলা জালে সমুদ্রের জলে ধরা পড়ল ৯০ টি তেলিয়া ভোলা মাছ। দাম পেলো ৩২ লক্ষ টাকা। হইচই পড়ে যায় এত মাছ একসঙ্গে দেখতে পেয়ে দীঘা মোহনার মৎস বাজারে। সকলেই ছুটে এসে ৯০ টি মাছের ছবি তুলতে শুরু করেন। হাসি ফোটে আসিফ খানের মুখে। ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েত প্রধানসহ দিঘা মোহনার মৎস্য ব্যবসায়ী সমিতির কর্তারা।

দিঘা মোহনায় মৎস্যজীবীদের জালে উঠল বিপুল পরিমাণে তেলিয়া ভোলা মাছ। রীতিমতো সরগল পড়ে যায় মৎস্যজীবীদের মধ্যে।ট্রলার মালিক আশিক খান ট্রলারে এই বিপুল পরিমাণে মাছ উঠে এসেছে জালের মাধ্যমে। নিলামের জন্য নিয়ে আসা হয় আজিৎ বাড়াই কাঁটায়। মোট ৯০ টি তেলিয়া ভোলা মাছ নিলামের দর উঠতে শুরু করে। শেষমেষ নিলামে মূল্য মেলে 32,00,000/- টাকা। কলকাতার একটি কোম্পানি এই ৯০ টি তেলিয়া ভোলা সামুদ্রিক মাছ কিনে নেয় বলে মৎস্যজীবীদের সূত্রে জানা যায়।

এই মাছের পটকা থেকে জীবন দায়ী ওষুধের ক্যাপসুল তৈরীর কাজে ব্যবহৃত হয়। তাই বাজারে এই মাছের চাহিদা তুঙ্গে।শ্যামসুন্দর দাস মৎস্যজীবী সংগঠনের নেতা দাবি করেন, আসিফ খান যেভাবে লোকসানের মধ্যে পড়েছিলেন, এবার তিনি লাভের মুখ দেখবেন।সুশান্ত পাত্র বিশিষ্ট সমাজসেবী (ব্যবসায়ী), বলেন সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে মৎস্যজীবীরা মাছ ধরতে যান। কখনো ফেরেন কম মাছ নিয়ে আবার কখনো কপাল জোরে মেলে লক্ষী লাভ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পথ দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

এগরায় জমি বিবাদ ঘিরে সংঘর্ষ, দু’পক্ষের বাড়িতে আগুন

মানতে পারেননি ছেলের মৃত্যুশোক, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মা

চন্দ্রকোণাতে ৬৯ হাজার টাকার খুচরো পয়সা দিয়ে নতুন স্কুটি কিনলেন চা বিক্রেতা, গুনতে সময় লাগলো ২ ঘণ্টা

ঠাকুরনগরের আমরণ অনশন মঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ঘোলার বাসিন্দা নিতাই মণ্ডল

কালনার রাস্তায় বালুরঘাটের এনুমারেশন ফর্ম! উদ্ধারের পর রাজনৈতিক তরজা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ