এই মুহূর্তে




বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সে হাতিপুজো , বামনগোলায় জমজমাট বাঁইচ প্রতিযোগিতা




নিজস্ব প্রতিনিধি ,ডুয়ার্স ও বামনগোলা: অরণ্য, রাজা, শিলাবতী, আমনা ও রামি আরও কত কী নাম।ওরা সবাই বিশ্বকর্মার ‘বাহন’। মঙ্গলবার ছিল বিশ্বকর্মা পুজো। তাই ওদের জন্য বিশেষ বন্দোবস্ত তো রাখতেই হয়। হলও তাই। মহা ধুমধামে হল হাতি পুজো(Elephant Puja)। পুজোয় সামিল হলেন বনকর্মী থেকে শুরু করে গ্রামবাসীরা। এমনকী এলাকায় ঘুরতে আসা পর্যটকরাও সামিল হলেন হাতি পুজোয়। জলপাইগুড়ি জেলার গরুমারা এলাকায় যে কুনকি হাতি রয়েছে, তাদের মঙ্গলবার পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়।

পুজো দেওয়া হয় গরুমারা, ধুপঝোরা, রামসাই রাইনো ক্যাম্পের গেটে।ডুয়ার্সে একটু আলাদাভাবেই পালিত হল বিশ্বকর্মা পুজো। কোনও মূর্তি বা প্রতিমা পুজো নয়, বিশ্বকর্মার বাহন হাতিদের পুজো করা হয় এদিন। গরুমারা এলাকার কুনকি হাতিকে (পোষ্য হাতি) এদিন পুজো দেওয়া হয়। গরুমারা রেঞ্জে প্রায় ২৮ টি হাতিকেও পূজা করা হয়। পুজোয় সামিল হয়েছিলেন বনকর্মীদের পাশাপাশি বনবস্তি এলাকার গ্রামবাসীরাও। তাঁদের প্রার্থনা, ডুয়ার্সে হাতি-মানুষের সংঘাত যেন কমে যায়। হাতির কারণে গ্রামে ফসল যেন নষ্ট না হয়, সেই প্রার্থনাও করলেন তাঁরা। দূরদূরান্তের পর্যটক ভিড় করে সেই পুজো দেখলেন।

বুধবার খুলেছে জঙ্গল রাজ্যের পর্যটকদের জন্য। হাতে আঁখ এবং কলা খাওয়াতে চেয়ে হাতিকে পর্যটকরা দেখতে আসে। অন্যদিকে, বামনগোলাতে(Bamongola) মঙ্গলবার ছিল যন্ত্রের দেবতা বিশ্বকর্মার পুজো। প্রতিবছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন বামনগোলা ও গাজোলের সাধারন মানুষ। কারন তারা এই দিনটিতে উপভোগ করেন নৌকা বাঁইচ প্রতিযোগিতা।প্রতিবছরের মতো এবারও বামনগোলা ব্যবসায়ী সমিতি ও গাজোল পঞ্চায়েত সমিতির উদ্যোগে ও বামনগোলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালদা জেলার বামনগোলা ব্লকের টাঙন নদীতে।

প্রত্যেকবারের মতো এবারও বিশ্বকর্মা পূজা(Viswakarma Puja) দিন বিকেলে নৌকা বাইচ করা হয়। এই নৌকা বাইচ ৬২ তম। এই নৌকা বাইচকে ঘিরে এলাকায় বসে মেলা।উল্লেখ্য প্রতিবছর নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয় কমিটির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বামনগোলা ব্যবসায়িক সমিতির সকল সদস্য, এছাড়াও, ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার ,মালদা জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষ রিতা সিংহ, মালদা জেলা পরিষদের কর্মদক্ষা পূর্ণিমা বারুইদাস, গাজোল ব্লক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপঙ্কর সরকার,জেলা পরিষদের সদস্য অশোক সরকার সহ বামনগোলর পুলিশ প্রশাসন ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২বছর ১১ দিন পর বলাগড়ের মাটিতে পা রাখলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, পেলেন অভ্যর্থনা

বাগুইআটিতে চুরির কিনারা, বারাসতে বড়মার মন্দিরে দুঃসাহসিক চুরি

হাওড়ায় পাইপ লাইনের কাজের জন্য ধস নামায় পানীয় জল সরবরাহে বিঘ্ন, চরম ভোগান্তি

করোনা-ই ভিলেন, শিশুচোর সন্দেহে ‘মা’কে পুলিশের হাতে তুলে দিলেন রেলযাত্রীরা

গয়েশপুরে কাউন্সিলরের সামনেই অনুগামীকে জুতো ছুঁড়ে মারল উত্তেজিত জনতা

ধুলাগড় টোল প্লাজার কাছে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ,ঘটনাস্থলে ১৫টি ইঞ্জিন

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর