32ºc, Haze
Sunday, 2nd April, 2023 4:37 pm
নিজস্ব প্রতিনিধি: সোনাগাছির দুর্গা পুজোর (DURGA PUJA) কথা সকলে জানেন। কিন্তু আসানসোলের পতিতাপল্লীর দুর্গাপুজোর কথা জানেন ক’জন? এখানেও পুজো সম্প্রীতির।
মর্জিনা, রীতা, বানেরা, কবিতা সকলে হাতে হাত মিলিয়ে ফল কাটলেন, ফুল জোগাড় করলেন, রান্না করলেন ভোগ। আর তারপরে একসঙ্গে দিলেন পুষ্পাঞ্জলি। আসানসোলের লালবাতি এলাকা লছিপুর। এই যৌনকর্মীদের উদ্যোগেই আয়োজিত হয়েছে দুর্গাপুজো।
লছিপুর, চবকা এবং সীতারামপুর মিলিয়ে এখানে যৌনকর্মীর সংখ্যা প্রায় দেড় হাজার। এইসব জায়গা সংলগ্ন এলাকায় দুর্গাপুজোর ধুমধাম করে হলেও তাঁদের নিজেদের পুজো ছিল না। এই বছর শুরু হল তাঁদের পুজো।
পুজো কমিটির সভাপতি মর্জিনা বিবি, সম্পাদক বানেরা বিবি। দুর্বার মহিলা সমিতির সূত্রে জানা গিয়েছে, এই পুজোয় অংশগ্রহণ করেন আশেপাশের গ্রামের বাসিন্দারা। পুজো উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান করেন যৌনকর্মীদের সন্তানরা। হিন্দু- মুসলমান মিলে এখানে সম্প্রীতির বার্তা দেওয়া হয়। এই পুজো কমিটি এবারে পেয়েছে সরকারি অনুদানও।পুজোতে যৌনকর্মীদের সাহায্য করেন রায় পরিবারের সদস্যরা। কারণ, বহু বহু বছর আগে বেলরুইয়ের জমিদার রায় পরিবারই এখানে নিয়ে এসেছিলেন পতিতাদের। রায় পরিবারের জমিতেই গড়ে উঠেছিল নিষিদ্ধ পল্লী।