এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কোলাঘাটে চালু ‘দুয়ারে প্রধান’ কর্মসূচি, খুশি গ্রামবাসী

নিজস্ব প্রতিনিধি,কোলাঘাট: এবার অনন্য ভূমিকায় পঞ্চায়েত প্রধান, চালু করলেন দুই নতুন প্রকল্প। গ্রামের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া হল প্রধানের ফোন নম্বর। শুধু তাই নয়, প্রতিটি গ্রামের মানুষের দরজায় পৌঁছে, প্রধান জেনে নেন কার কি সুবিধা অসুবিধা। প্রধান হল একটি প্রশাসনিক পদ। শুধু পদে বসলেই হয় না। প্রধান হিসেবে মানুষেরা যে কারণে আপনাকে নির্বাচিত করেছেন তা অক্ষরে অক্ষরে পালন করা একজন প্রধানের দায়িত্ব ও কর্তব্য।যেখানে বর্তমান সময়ে নানা বিষয়ে বিরোধীরা তৃনমূল সরকারের তীব্র নিন্দা করছেন, সেখানে এই দল থেকেই নবনির্বাচিত পঞ্চায়েত প্রধানের ভূমিকায় খুশি এলাকাবাসী।

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের(Kolaghata Block) সিদ্ধা ২ গ্ৰাম পঞ্চায়েত থেকে নবনির্বাচিত প্রধান হামিদুল খান এবার অনন্য ভূমিকায়। প্রথমবার প্রধান নির্বাচিত হয়ে তিনি নানা কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষদের খুব কাছের হিসেবে নিজেকে প্রমাণ করছেন।কখনো কোদাল হাতে মাথায় গামছা বেঁধে, কখনো দুয়ারে সরকার এ মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে মানুষকে নানা সুবিধা দেওয়া থেকে মানুষের অভাব অভিযোগ শোনা সবেতেই অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গিয়েছে প্রধানকে। প্রধানের এই ভূমিকায় খুশি এলাকাবাসী।তারা জানিয়েছেন,এভাবে কখনো আমারা হয়তো কোনো প্রধানকে দেখিনি।প্রধানকে এত কাছে পেয়ে নানা অভাব অভিযোগ ও তুলে ধরেন এলাকার মানুষজন। বার্ধক্য ভাতা, লক্ষীর ভান্ডার,রেশন , ইন্দিরা আবাস যোজনা সহ নানা বিষয় নিয়ে তারা অভিযোগ করেন এবং তা দ্রুত মেটানোর আশ্বাস দেন প্রধান(Pradhan)।

শুধু তাই নয় প্রধানের উদ্যোগে এই পঞ্চায়েত এলাকায় দুটি নতুন প্রকল্পের সূচনাহয় ।তিনি জানান “এক ডাকে প্রধান” প্রকল্পের মাধ্যমে আমরা বুথে বুথে প্রতিটি বাড়িতে যাচ্ছি এবং একটি কাগজ প্রদান করছি ,যাতে প্রধানের নাম ও ফোন নম্বর রয়েছে । যেকোনো সময় , যেকোনো প্রয়োজনে মানুষের আমাকে প্রয়োজন হলে জানাতে পারেন এবং আমি চেষ্টা করবো মানুষের পাশে থাকার।এছাড়াও ” দুয়ারে প্রধান” প্রকল্প এর মাধ্যমে ও তিনি জানিয়েছেন, প্রতি সপ্তাহে অন্তত একদিন তিনি একটি নির্দিষ্ট জায়গায় বসবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ নানা বিষয়ে মানূষকে সুবিধা দেবেন। তিনি জানান, এলাকায় অনেক অসুস্থ ও বয়স্ক মানুষ আছেন, যাদের পক্ষে অফিসে যাওয়া সম্ভব নয়। তাদের কথা ভেবেই এই উদ্যোগ।

এছাড়াও প্রধান পঞ্চায়েত এর সমস্ত সদস্যদের‌ও এলাকার মানুষদের পাশে থাকার কথা জানিয়েছেন। বুথে বুথে গিয়ে মানুষের সমস্যা জানা ও তা দ্রুত সমাধানের ব্যবস্থা ও নিতে বলেছেন।এছাড়াও প্রধান টোটোয় চড়ে এলাকার মানুষজনদের নানা বিষয়ে বার্তা দেন, তিনি জানান সামনেই নানা উৎসব আসছে , সেই বিষয়কে মাথায় রেখে এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং নিজের প্রভাব খাটিয়ে রাস্তার ওপর কেউ বালি ,ইট রাখবেন না। রোগমুক্ত থাকার জন্য‌ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে এলাকাকে। শুধু প্রচার‌ই নয় প্রধান নিজে কোদাল হাতে এলাকা পরিস্কার এর কাজে সর্বদা সচেষ্ট থাকেন ।এর মাধ্যমে তিনি এলাকার পূজো কমিটি,জলসা কমিটি সহ মানুষদের এলাকা , রাস্তাঘাট পরিস্কার এর কাজে এগিয়ে আসারও আহ্বান জানান।এর পাশাপাশি তিনি জানান,কেউ এই কাজে বাধার সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, একজনের অসুবিধায় একশো জন বিপদে পড়ুক এমন কোনো কাজ হবে না,তাই সবাই এগিয়ে আসুন একটি সচ্ছ গ্ৰাম পঞ্চায়েত গড়ে তুলতে।প্রধানকে সামনে পেয়ে এক ব্যাক্তি নাম থাকা সত্ত্বেও ইন্দিরা আবাসের বাড়ি না পাওয়ার অভিযোগ করতে প্রধান তা খুব দ্রুত সমাধানের আশ্বাস দেন। সাস্থ্যসাথী সহ নানা প্রকল্পের সুবিধাও খুব সহজে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।প্রধানের এই উদ্যোগ এ সভাবত‌ই খুশি পঞ্চায়েত এলাকার প্রতিটি মানুষজন। প্রধানের এই উদ্যোগকে তারাও সাধুবাদ জানিয়েছেন এবং প্রতিটি পরিস্থিতিতে তারা এভাবেই যাতে প্রধানকে পাশে পান সেই বিষয়ে তারা জানিয়েছেন এবং প্রধান‌ও পাশে থাকার অঙ্গীকার করেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এসএসসি নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের রায়ে খুশি শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু

হাবিবপুরে দিনভর ভোট বয়কটের ডাক ,সন্ধ্যায় ছড়ালো হিংসা, রক্তাক্ত পুলিশ

জীবনের সব প্রতিবন্ধকতাকে হার মানিয়ে মাধ্যমিকে উত্তীর্ণ দুই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী

শিলিগুড়ির ডনবস্কো মোড়ে গাছ ভেঙে পড়ে আহত একজন মহিলা সহ দুই

জঙ্গলমহলে চোলাই মদের বিরুদ্ধে আবগারি দফতর ও পুলিশের ব্যাপক অভিযান

সুপ্রিম রায়ের পরে আবির খেললেন শিক্ষকরা, কলকাতায় ফলের জুস খেয়ে অনশন ভঙ্গ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর