এই মুহূর্তে

পুরাতন গড়ে তৃণমূলের দাপটের মধ্যেও ঘুরে দাঁড়াল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি: এক সময়ের গড়। বিজেপির হামলাবাজিতে সেই গড় হয়েছিল হাতছাড়া। আবার বিজেপিকে(BJP) ঠেকাতে আমজনতার তৃণমূলের(TMC) প্রতি ঝুঁকে পড়া কার্যত তাঁদের বিলুপ্তির দিকে ঠেলে দিয়েছিল। সেই প্রেক্ষাপটে প্রশ্ন ছিল বাংলার(Bengal) পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election) তাঁরা কী বিলুপ্তির পথ থেকে ঘুরে দাঁড়াতে পারবেন? উত্তর মিলল কিছুটা হলেও। কেননা জনতার রায় বলছে তাঁরা নিজেদের গড় থেকেই কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছেন। নজরে কংগ্রেস(INC) এবং তাঁদের একসময়কার গড় মালদা(Malda), মুর্শিদাবাদ(Murshidabad) ও উত্তর দিনাজপুর(Uttar Dinajpur) জেলার গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের ট্রেন্ড। রাত ৯টা পর্যন্ত পাওয়া তথ্য বলছে, কংগ্রেসের একদা গড় এই ৩ জেলাতেই বয়ে চলেছে তৃণমূল ঝড়। কিন্তু তার মধ্যেও মুর্শিদাবাদ ও মালদায় কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস।  

আরও পড়ুন ‘No Vote to Mamata’ হয়ে গেল ‘Now Vote for Mamata’, ট্যুইট অভিষেকের

মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের আসনের গণনা এখনও শুরু হয়নি। চলছে পঞ্চায়েত সমিতির আসনগুলির গণনা। সেখানেও প্রাথমিক ভাবে এগিয়ে তৃণমূল। বিরোধীরা এখনও সমিতি স্তরে ৩ জেলায় খাতা খুলতে পারেনি। কিন্তু গ্রাম পঞ্চায়েত স্তরের আসনের গণনা অনেকটাই এগিয়ে গিয়েছে। তথ্য বলছে মুর্শিদাবাদ জেলার ২৬টি ব্লকে ছড়িয়ে থাকা ২৫৪টি গ্রাম পঞ্চায়েতের ৫,৫৯৩টি আসনের মধ্যে তৃণমূল একাই জিতেছে ১,৯৭০টি আসন। দ্বিতীয় স্থানে আছে কংগ্রেস। তাঁদের দখলে গিয়েছে ৭৪৩টি আসন। বামেরা পেয়েছে ৩৭৯টি আসন। বিজেপির ঝুলিতে গিয়েছে ৩২৩টি আসন। অনান্যরা পেয়েছে ১৭৪টি আসন। কার্যত এই ছবিটাই বলে দিচ্ছে মুর্শিদাবাদের মাটিতে তৃণমূলের সঙ্গে আদতে লড়াই হয়েছে সরাসরি কংগ্রেসেরই। বাম বা বিজেপির সঙ্গে নয়। তবে এর পাশাপাশি আরও একটা তথ্য উঠে আসছে। আর তা হল বিরোধী জোট। জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি স্তরে বিরোধী জোট না হলেও গ্রাম পঞ্চায়েত স্তরে তা হয়েছিল। আর তার জেরেই কার্যত জেলার দুই তৃতীয়াংশ আসন তৃণমূলের ঝুলিতে গেলেও এক তৃতীয়াংশ কিন্তু এই বিরোধী জোটের দখলেই যাচ্ছে।

আরও পড়ুন সুকান্ত-শুভেন্দু-দিলীপের জেলাতেও দাপট তৃণমূলের

মালদা জেলায় ১৫টি ব্লকে ছড়িয়ে থাকা ১৪৬টি গ্রাম পঞ্চায়েতের ৩,১৮৬টি আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৬৯৯টি আসন। কংগ্রেস পেয়েছে ২৮৬টি আসন। বিজেপি পেয়েছে ২৩৭টি আসন এবং বামেরা পেয়েছে ৮২টি আসন। অনান্যদের দখলে গিয়েছে ৬৩টি আসন। কার্যত এই ফলও বলে দিচ্ছে এই জেলাতেও তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াই হয়েছে কংগ্রেসেরই। বাম বা বিজেপির নয়। ঘটনাচক্রে মুর্শিদাবাদের মতোও মালদাতেও জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি স্তরে বিরোধীদের মধ্যে কোনও জোট না হলেও গ্রাম পঞ্চায়েত স্তরে জোট হয়েছিল। আর তার জেরেই মুর্শিদাবাদের মতো মালদার বুকেতেও দুই তৃতীয়াংশ আসন তৃণমূলের দখলে গেলেও এক তৃতীয়াংশ আসন বিরোধীদের ঝুলিতে যাচ্ছে। তবে এই ছবিটাই আবার বদলে গিয়েছে উত্তর দিনাজপুরের বুকে। সেখানে জেলার ৯টি ব্লকের ৯৮টি গ্রাম পঞ্চায়েতের ২,২২০টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ৬০৪টি আসন। বিজেপি পেয়েছে ১০১টি আসন। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৪৬টি আসন ও বামেদের ঝুলিতে গিয়েছে ২১টি আসন। নির্দলরা পেয়েছে ৪০টি আসন। অর্থাৎ এই জেলায় তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াই হয়েছে বিজেপির। সেখানে কোনও বিরোধী জোট গড়ে ওঠেনি বলে বাম ও কংগ্রেস অনেকটাই পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা বিজেপির থেকে।

আরও পড়ুন গীতা হাঁসদা কাণ্ডে মুখ পুড়ল বামেদের, হয়নি অপহরণ

এখন কথা হচ্ছে এই ফলাফলের লাভ কী? লাভ লোকসভা নির্বাচনে। এই ৩ জেলায় রয়েছে মোট ৬টি লোকসভা কেন্দ্র। উত্তর দিনাজপুরে রয়েছে ১টি আসন, রায়গঞ্জ। মালদায় রয়েছে ২টি কেন্দ, উত্তর মালদা ও দক্ষিণ মালদা। মুর্শিদাবাদে রয়েছে ৩টি কেন্দ্র, জঙ্গিপুর, মুর্শিদাবাদ ও বহরমপুর। এই ৬টি কেন্দ্রের মধ্যে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি, তৃণমূল এবং কংগ্রেস প্রত্যেকেই ২টি করে আসন পেয়েছিল। বিজেপি পেয়েছিল রায়গঞ্জ ও উত্তর মালদা। কংগ্রেস পেয়েছিল দক্ষিণ মালদা ও বহরমপুর এবং তৃণমূল পেয়েছিল জঙ্গিপুর ও মুর্শিদাবাদ। এবারের পঞ্চায়েতের ট্রেন্ড দেখে মনে হচ্ছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হয়তো কংগ্রেস তাঁদের হাতে থাকা ২টি আসন ধরে রাখতে সমর্থ হবে। তবে বিজেপি পায়ের তলার মাটি সরে গিয়েছে। সেক্ষেত্রে বাকি ৪টি আসন যেতে পারে তৃণমূলের দখলে। ঘটনাচক্রে এদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্ধ্যোপাধ্যায়(Abhishek Banerjee) ট্যুইট করে জানিয়েছেন, ‘তৃণমূলে নবজোয়ারের প্রতি অটুট সমর্থনের জোরে আমরা নিশ্চিত ভাবেই বিরাট জয়ের পথে এগোচ্ছি। যা লোকসভার পথ প্রস্তুত করবে। বাংলা, এই ভালবাসার জন্য আমি কৃতজ্ঞ।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মালদার রতুয়ায় ৫০০ শতাধিক কংগ্রেস কর্মী সহ প্রাক্তন প্রধান যোগ দিলেন তৃণমূলে

বন্ধ কারখানার শ্রমিক আবাসনের ঘর থেকে দুই শ্রমিকের দেহ উদ্ধার

বেলডাঙায় জলের পাইপ কেটে দেওয়াকে কেন্দ্র করে অশান্তিতে ধারালো অস্ত্রের কোপে মৃত্যু মহিলার

বঙ্গে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে, জেলায় কুয়াশার প্রভাব থাকবে

জাল ফেলতেই নদী থেকে উদ্ধার তরুণীর বস্তাবন্দি দেহ, ঘনাচ্ছে রহস্য

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার এবার বারাসতের বিজেপি নেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর