এই মুহূর্তে




গাজোলে নেই কোন আইসিডিএস কেন্দ্র ,রাস্তায় রান্না, খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া শিশু ও প্রসূতি মায়েদের




নিজস্ব প্রতিনিধি,গাজোল: নেই কোন আইসিডিএস কেন্দ্র রাস্তায় বসে রান্না।রাস্তায় বসে খাওয়া দাওয়া শিশু ও প্রসূতি মায়েদের। সরকারি খাস জমি থাকলেও সরকারের কাছে আবেদন করলেও সেই জমিতে তৈরি হয়নি আই সি ডি এস কেন্দ্র l কিন্তু সেই সরকারি খাস জমি দখল করে রয়েছে স্থানীয় তৃণমূল নেতা বাদীর উদ্দিন শেখ । অভিযোগ এলাকাবাসীদের l এমন এক ঘটনা গাজোল ব্লকের দেওতলা অঞ্চলের ধাওয়েল গ্রামে । স্থানীয়রা ব্লক স্তর থেকে শুরু করে জেলা প্রশাসনের কাছে এই বিষয়ে অভিযোগ জানানো এখনো পর্যন্ত কোন সূরা হয়নি । জানা যায় ৫০০ পরিবারের জন্য রয়েছে দুটি আইসিডিএস কেন্দ্র(ICDS Center) কিন্তু নিজস্ব কোন ঘর নেই রাস্তার ধারে রান্না রাস্তাতেই চলে খাওয়া-দাওয়া ঘরের দাবিতে প্রশাসনের কাছে বহুবার দারস্ত হয়েছেন আবেদনও করেছেন। কোন সমাধান হয়নি। ঘটনার সরজমিন খতিয়ে দেখতে এলাকায় গেলেন বিজেপি বিধায়ক চিনময় দেব বর্মন তিনিও রাস্তায় বসে পাত পেড়ে খেলেন শিশুদের সাথে ।

নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানিয়ে সমস্যার সমাধান এর ইঙ্গিত দিলেন বিধায়ক । কখনও কারো বাড়ির বারান্দায়, আবার কখনো রাস্তাতেই চলে রান্নাবান্না। সেন্টারের প্রসূতি মা এবং শিশুরা আসেন, খাবার নিয়ে বাড়ি চলে যান। শিশুরা পড়াশোনা থেকে বঞ্চিত আইসিডিএস কর্মী সেন্টারে আসলেও শিশুদের পড়াশোনা করানো হয় না ঘরের জন্য। জানা যাচ্ছে যে খাস জমিতে আইসিডিএস সেন্টার তৈরি হওয়ার কথা ছিল সেটি জবরদখল করে রয়েছেন তৃণমূল নেতা বাদির উদ্দিন শেখ যদিও এই বিষয়ে তার ছেলে ডালিম শেখ সে জানিয়েছে কোন জমি দখল করা হয়নি। তাদের নিজেদের জমিতেই বাড়ি করা হয়েছে এবং তারা কোন দল করেন না।গাজোল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েতের ধাওয়েল গ্রামের। এই গ্রামে রয়েছে ৫১২ এবং ৫১৪ নম্বর দুটি আইসিডিএস কেন্দ্র। কিন্তু দুটি কেন্দ্রের নিজস্ব কোন ঘর না থাকায়, কখনো গ্রামের কারো বাড়িতে আবার কখনো খোলা আকাশের নিচে রান্নাবান্নার কাজ চলে। যেহেতু কোন ঘর নেই তাই বাচ্চাদের পড়াশোনার কোন বালাই নেই। ওই দুটি শিশু বিকাশ কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মী কুমকুম দাস অধিকারী বললেন – দুটি কেন্দ্রের একটিরও ঘর নেই। বাধ্য হয়ে কখনো কারো বাড়ির বারান্দায় আবার কখনো খোলা আকাশের নিচে আমাকে রান্নাবান্নার কাজ করতে হয়। বাচ্চাদের তো আর রাস্তায় বসিয়ে খাওয়াতে বা পড়াতে পারবো না, তাই খাবার দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।প্রসূতি মায়েদের ক্ষেত্রেও একই অবস্থা।

গাজোল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিনময় দেব বর্মন সরজমিনে বিষয়টি খতিয়ে দেখতে এলাকায় তিনিও শিশুদের সাথে রাস্তায় বসে পাত পেড়ে খেলেন। এই সমস্যার কথা নির্দিষ্ট দপ্তরে তিনি জানাবেন পাশাপাশি তিনি জানান সরকারি জমিতে আইসিডিএস কেন্দ্র হবে বলে এলাকার মানুষ বহুবার প্রশাসনের কাছে আবেদন করেছে। কিন্তু সরকারি জমি দখল করেছে তৃণমূল নেতা সেখানে প্রশাসন বিষয়টি দেখছে না l গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানান বিষয়টি আমরা জানি তবে যে অভিযোগটি করা হচ্ছে সেটা সঠিক নয় খাস জমিতে কেউ বাড়ি করেনি তাও আমরা তদন্ত করে দেখব আইসিডিএস কেন্দ্র এলাকায় দ্রুত হবে । আর বিজেপি বিধায়ক(BJP MLA) এলাকায় গিয়ে অপপ্রচার করছে ।এই বিষয়ে বলতে গিয়ে শিশু বিকাশ প্রকল্প আধিকারিক খোকন বৈদ্য বলেন – ওই গ্রামের দুটি আইসিডিএস কেন্দ্র আমাদের তালিকাভুক্ত রয়েছে। নতুন আইসিডিএস কেন্দ্র তৈরির কাজ শুরু হলে প্রথমে ওই দুটি কেন্দ্র গড়ে তোলা হবে। সরকারি খাস জমিও জবরদখল মুক্ত করা হবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুজরাত পুলিশের হাতে বাংলাদেশি সন্দেহে আটক মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক, পরে মুক্ত

২৭ থেকে ২৯ এপ্রিল বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ, সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের

ঝালদার মসজিদ থেকে পাকিস্তান মুর্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদের স্লোগান

জঙ্গি যোগে আটক কৃষ্ণনগরের যুবক, ভয় দেখাতে গিয়ে নিজেই পুলিশের জালে, তদন্তে NIA

দিঘায় মন্দির উদ্বোধন, যান চলাচল নিয়ন্ত্রণে কী ব্যবস্থা প্রশাসনের

ভারত – বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামে গলা কেটে খুন, এলাকায় চাঞ্চল্য

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর