এই মুহূর্তে




ডেবরার গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে গুরুতর জখম ৭, আশঙ্কাজনক ১




নিজস্ব প্রতিনিধি, ডেবরা : ডেবরায় (Debra) গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণের জেরে জখম ৭ জন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক ১। জানা গিয়েছে, গ্যারেজে গ্যাস ট্যাঙ্কারে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। আচমকাই সেখানে বিস্ফোরণ ঘটে। ভয়াবহ এই দুর্ঘটনার জেরে আশেপাশের বাড়িঘরের জানালা-দরজা কেঁপে উঠেছে। আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় মানুষরাও। ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূর পর্যন্ত বিস্ফোরণের অভিঘাত টের পাওয়া গিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, শনিবার সাতসকালে একটি গ্যাস ট্যাঙ্কারের কাজ করানোর জন্য ডেবরার ১৬ নম্বর জাতীয় সড়কের অর্জুনী এলাকাযর গ্যারেজে নিয়ে আসা হয়েছিল। আচমকাই ওই ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে কেঁপে উঠেছে এলাকাটি। বিস্ফোরণের আওয়াজে স্থানীয় ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে স্থানীয়রা। এই ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি স্কুলগাড়ি ও দুটি লরি। স্থানীয় এলাকার একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

বিস্ফোরণের খবর পেয়ে ডেবরা থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসে। স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করেন তাঁরা। আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে ডেবরার ১৬ নম্বর জাতীয় সড়কের অর্জুনী এলাকার একটি গ্যারেজে এসে ট্যাঙ্কারটি দাঁড়ায়। ওই ট্যাঙ্কারে কিছু কাজ করানোর জন্য গ্যারেজে নিয়ে আসা হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু সেটিতে কী সমস্যা হচ্ছিল তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করে বিষয়টি জানতে চাইছে তদন্তকারীরা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতায় মেঘলা আকাশ, সকাল থেকেই চলছে বৃষ্টি

কংসাবতী নদী সাঁতরে বাড়ি ফিরতে গিয়ে জলের স্রোতে তলিয়ে গেলেন বলরামপুরের এক ব্যক্তি

কদম্বগাছির পীরগাছাতে শিশুদের ব্যবহৃত প্যাম্পারস কারখানার গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড

চন্দ্রকোনাতে বন্যায় ফের প্রাণ কাড়ল এক যুবকের, উদ্ধার মৃতদেহ

শৌচাগার পরিস্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ২ ভাইয়ের

মালদায় ‘ম্যাঙ্গো হাব ‘করার দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি আম ব্যবসায়ী সংগঠনের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ