এই মুহূর্তে




SIR জুজু, ডানকুনিতে ২০০২ সালের তালিকায় নাম না থাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার

নিজস্ব প্রতিনিধি ,ডানকুনি: হুগলি জেলার ডানকুনিতে SIR আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার ।ঘটনাটি ঘটেছে ডানকুনি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডে। মৃত বৃদ্ধার নাম হাসিনা বেগম(Hasina Begam) (৬০)। জানা গেছে মেয়ের সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই বৃদ্ধা। স্থানীয়দের দাবি ২০০২ সালে ভোটার তালিকায় তার নাম নেই। সেই নিয়ে গত কয়েকদিন ধরে তিনি খুব চিন্তায় ছিলেন। হঠাৎ অসুস্থ হয়েও পড়েছিলেন।স্থানীয়দের দাবি, মৃতা ৬০ বছর বয়সী হাসিনা বেগম কয়েকদিন ধরেই SIR প্রক্রিয়া নিয়ে গভীর চিন্তায় ভুগছিলেন। ঐ বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে যান ডানকুনি পুরসভার পুর প্রধান হাসিনা শবনম। পুরো প্রধান জানিয়েছেন এসআইআর নিয়ে যথেষ্ট আতঙ্কিত সাধারণ মানুষ বিশেষ করে যাদের ২০০২ সালে ভোটার তালিকায় নাম নেই। হাসিনা বেগমেরও নাম নেই এলাকায় আরো একজন অসুস্থ হয়ে পড়েছেন এই একই কারণে বলে পুর প্রধান জানান।

এনআরসি(NRC) ও এসআইআর(SIR) নিয়ে আতঙ্কে গত সপ্তাহে উত্তর চব্বিশ পরগনা জেলার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর আত্মহত্যা করেন। উদ্ধার হওয়া সুইসাইড নোটে সেই কথা ছিল বলে দাবি করা হয়। উত্তরবঙ্গের কোচবিহারে এক চাষী কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পূর্ব বর্ধমানের জামালপুরের এক পরিযায়ী শ্রমিকের এস আই আর আতঙ্কে তামিলনাড়ুতে অসুস্থ হয়ে মৃত্যু হয় বলে তার ছেলে দাবি করেন। বীরভূমের ইলামবাজারেও এক বৃদ্ধ এস আই আর আতঙ্কে আত্মহত্যা করেন। এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইলামবাজার থানায় অভিযোগ লিপিবদ্ধ করে তার পরিবার।

মঙ্গলবার থেকে রাজ্যে এস আই আর প্রক্রিয়া শুরু হচ্ছে। তার আগে একের পর এক মৃত্যুর ঘটনা সামনে চলে আসায় শোরগোল পড়েছে বঙ্গ রাজনীতিতে। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুনাল ঘোষ(Kunal Ghosh) বলেন, বিজেপি এবং নির্বাচন কমিশন এসআইআরকে সামনে রেখে যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে তাতে কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে কেউ মানসিক চাপে অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। ডানকুনিতে যে বৃদ্ধা মারা গিয়েছেন তিনি আগে ১৩ নম্বর ওয়ার্ডে থাকতেন। সম্প্রতি ২০ নম্বর ওয়ার্ডে তিনি তার মেয়ের কাছে এসে থাকছিলেন। SIR আতঙ্কে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে

হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে ভাঙড় থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ, গ্রেফতার ২

জগদ্দলে বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ RSS নেতার বিরুদ্ধে

অপরিচিতার কাছে শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে যান মা, সদ্যোজাতকে নিয়ে উধাও যুবতী

রাজ্য ও ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি হাকিমপুর সীমান্তের পথে, আটক করল বিএসএফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ