এই মুহূর্তে




দিঘায় জগন্নাথদেবের পুজোর জন্য বাড়ির গাছের আম-কাঁঠাল পাঠালেন মমতা




নিজস্ব প্রতিনিধি: শুরু হল দিঘার জগন্নাথদেবের স্নান যাত্রা। দেবতার পুজোর জন্যে বাড়ির আম-কাঁঠাল পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে দেখতে বছর ঘুরতে চলল। আগামী ২৭ জুন রথযাত্রা। যেটি হিন্দুদের অন্যতম পবিত্র উৎসব। এই উপলক্ষে সেজে উঠছে পুরী, দীঘা জগন্নাথ ধাম। তবে এ বছর রথযাত্রা নিয়ে বাঙালিদের একটু বেশিই আনন্দ। কারণ এতদিন বাঙালিদের কাছ হোক বা গোটা দেশের কাছে হোক, রথযাত্রা মানেই শুধুই পুরী জগন্নাথধামের উদ্দেশ্যে যাত্রা। কিন্তু সময় সুযোগের অভাবে রথযাত্রার দিন পুরীতে যেতে পারেন, এমন বাঙালির সংখ্যা হাতেগোনা। তবে এবার আর চিন্তা নেই। হাত বাড়ালেই এখন জগন্নাথধাম। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গত এপ্রিলে পূর্ব মেদিনীপুরের দিঘায় জগন্নাথধাম উদ্বোধন হয়েছে।

কয়েক বছরের প্রতীক্ষার পর বাঙালির এখন হাতের মুঠোয় জগন্নাথধাম। যেন অসাধ্যকে সাধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর জগন্নাথের প্রধান উৎসব মানেই রথযাত্রা। ইতিমধ্যেই দিঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আজ থেকে জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব শুরু হল দিঘায়। যা আগত রথযাত্রা উৎসবের এক আধ্যাত্মিক শুভ সূচনা। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী, শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবী মন্দিরের গর্ভগৃহ থেকে একে একে বাহিরে আসবেন। মন্দিরের দক্ষিণ পাশে এক বিশেষ স্নান বেদি নির্মাণ করা হয়েছে, সেখানেই দেবতা দের মহা স্নান সম্পন্ন হবে। জানা গিয়েছে, দেবতাদের স্নান করানো হবে ১০৮টি তীর্থের জল, পঞ্চামৃত, বিভিন্ন ফলের রস এবং অন্যান্য পবিত্র দ্রব্য দিয়ে।

স্নানবিধির পর ভোগ নিবেদন করা হবে। হৃদয়স্পর্শী উদ্যোগ নিয়ে, মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কলকাতার বাসভবনের গাছের আম ও কাঁঠাল দেবতাদের পুজোর জন্যে পাঠিয়েছেন। এগুলি আজ (১১ জুন) দুপুরে ছাপ্পান্ন ভোগে দেবতাদের জন্য নিবেদন করা হবে। আজ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ভক্তরা গজ-বেশে বিভূষিত শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর বিশেষ দর্শন করতে পারবেন। আগামীকাল থেকে, স্নান যাত্রার পরবর্তী জ্বরের কারণে, দেবতারা বিশ্রামে থাকবেন এবং দর্শনের জন্য উপলব্ধ থাকবেন না। তবে দর্শকদের জন্যে মন্দির খোলা থাকবে। তাঁরা শুধুমাত্র শ্রীশ্রী রাধা মদনমোহন জী দর্শন পাবেন। দেবতারা ২৬ জুন রথযাত্রার একদিন আগে পুনরায় দর্শন দেবেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা নিয়ে নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লবণ বোঝাই মেশিন ভ্যান দুর্ঘটনা, মৃত ১, আহত ২

খোলাবাজার থেকে সিরিঞ্জ নিয়ে এলেই মিলছে শিশুদের ভ্যাকসিন, বেহাল স্বাস্থ্য পরিষেবা মানিকচকে

‘বিমান দুর্ঘটনায় স্বচ্ছ তদন্ত করা হোক’, দাবি অভিষেকের

শ্বেতা খানকে আদালতে নিয়ে যাওয়ার সময় থাপ্পড় মারলেন যুব তৃণমূল নেত্রী

ধূপগুড়ির নাবালিকাকে ধর্ষণ ও খুন কাণ্ডে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি পকসো আদালত

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ