-273ºc,
Friday, 9th June, 2023 3:56 am
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কাতর আর্জিতেও মিলল না জামিন। ফলে আগামী ১৪ দিন জেলেই কাটাতে হবে কম্বলকাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতা জিতেন্দ্ত তিওয়ারিকে। মঙ্গলবার আসানসোলের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) তরুণকুমার মণ্ডল জামিনের আর্জি খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি ১১ এপ্রিল। নিম্ন আদালতে জামিন আদায়ে ব্যর্থ হওয়ার পরে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজনৈতিক ডিগবাজিতে পারদর্শী বিজেপি নেতা।
গত বছর ১৪ ডিসেম্বর আসানসোল রামকৃষ্ণডাঙায় কম্বল বিতরণে পদপিষ্ট হয়ে মারা যান তিন জন। ওই ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, তাঁর স্ত্রী চৈতালী তিওয়ারি-সহ ১৩ জনের নামে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়েরের পরে গ্রেফতার করা হয় আটজনকে। গত ১৫ মার্চ জিতেন্দ্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সুপ্রিম কোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন জিতেন্দ্র। যদিও সেই শুনানির আগে গত ১৮ মার্চ দিল্লির যমুনা এক্সপ্রেসওয়ে থেকে বিজেপি নেতাকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ।
গ্রেফতারের পরে দিল্লি থেকে আসানসোলে নিয়ে আসা হয় তাঁকে। ১৯ মার্চ আসানসোল আদালত জিতেন্দ্র তিওয়ারিকে ৮ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। ২১ মার্চ ওই একই মামলায় আসানসোল পুরনিগমের বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্তা এবং বিজেপি নেতা তেজপ্রতাপ সিংকে রক্ষাকবচ দেয় সুপ্রিম কোর্ট। গত ২৩ মার্চ জিতেন্দ্রর আইনজীবীরা ওই রায়ের ভিত্তিতে জামিনের আবেদন করেন। তবে খারিজ হয়ে যায়।