এই মুহূর্তে




Cyber Crime’র শিকার নয়াগ্রামের Joint BDO, খোয়ালেন লক্ষাধিক টাকা

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: শেয়ারে লগ্নি করতে গিয়ে Cyber Crime’র জেরে লক্ষাধিক টাকা খোয়ালেন ঝাড়গ্রাম জেলার(Jhargram District) নয়াগ্রাম ব্লকের(Nayagram Block) যুগ্ম বিডিও বা Joint BDO। একটি অ্যাপের মাধ্যমে শেয়ারে বিনিয়োগ করেন তিনি। পরে ওই টাকা ফেরত না পাওয়ায় তিনি বুঝতে পারেন যে প্রতারণার শিকার হয়েছেন। এরপরেই পুলিশের দ্বারস্থ হন তিনি। পুলিশি তদন্তে এখনও পর্যন্ত অর্ধেকের বেশি খোয়া যাওয়া অর্থ ফেরত পেয়েছেন তিনি। তবে এখনও তাঁর লক্ষাধিক টাকা সেখানে ফেঁসে আছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই ঘটনার নেপথ্যে একটি চক্র কাজ করছে। কেরালা, উত্তরপ্রদেশের মতো জায়গা থেকে তারা কাজ করছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নয়াগ্রামের যুগ্ম বিডিও শেয়ারে বিনিয়োগ করতেন। সেই সূত্রেই তিনি Whatsapp’র একটি Group-এ যুক্ত হয়েছিলেন। যদিও এখন এই সরকারি আধিকারিকের দাবি, তিনি স্বেচ্ছায় ওই Group-এ যুক্ত হননি, বরঞ্চ তাঁকে যোগ করে নেওয়া হয়েছিল। সেই Group-এ বিভিন্ন ধরনের Message আসত। অন্যতম ছিল কোনদিন, কোন শেয়ার, কত লাভ করবে। সেগুলির ওপর ভরসা করে লাভও পেয়েছিলেন এই সরকারি আধিকারিক। এরপর সেই Group-এই একটি অ্যাপের লিঙ্ক দেওয়া হয়। সেই অ্যাপে ট্রেডিং করার সময় একটি টাকা সেভিংস অ্যাকাউন্টে পাঠাতে হত। পরে তার ওপর ভিত্তি করে কত শেয়ার কেনা হয়েছে তা দেখানো হত। সেই সূত্রেই তিনি প্রায় ৩ লাখ ১৭ হাজার ২৭১ টাকা বিনিয়োগ করেছিলেন। এরপর তা তোলার চেষ্টা করার পর থেকেই বিপত্তি শুরু হয়। সেই টাকা ফেরত দিতে অস্বীকার করে অ্যাপ কর্তৃপক্ষ। সেই সময় সরকারি আধিকারিক বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন এবং পুলিশের দ্বারস্থ হন।

এরপর পুলিশি তদন্তে এখনও পর্যন্ত অর্ধেকের বেশি খোয়া যাওয়া অর্থ ফেরত পেয়েছেন তিনি। এখনও পর্যন্ত তিনি ২ লাখ ৭ হাজার টাকা ফেরত পেয়েছেন। সাইবার প্রতারণার শিকার হলে টাকা ফেরত পাওয়া নিয়ে প্রশ্ন থাকে। কিন্তু এক্ষেত্রে দ্রুত পুলিশি পদক্ষেপের দরুণ সেই টাকার কিছুটা হলেও উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, কোন কোন অ্যাকাউন্টে ওই সরকারি আধিকারিকের টাকা কা ঢোকে তা খতিয়ে দেখা হয়েছিল। এরপর সেই অ্যাকাউন্টগুলিকে বন্ধ করে দেওয়া হয়। সেখান থেকে টাকা ওই সরকারি আধিকারিকের অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হয়। সাইবার প্রতারণা নিয়ে সাধারণ মানুষকে অনবরত সচেতন করে চলেছে পুলিশ। কিন্তু, এবার তারপরও সাধারণ মানুষ এইসব প্রতারণার শিকার হয়ে চলেছেন নিজেদের দোষেই।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাসন্তী হাইওয়ের ওপর বিপদজনক বিল্ডিং, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও উদাসীনতার অভিযোগ

মালদার তৃণমূল কাউন্সিলর খুনে ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারির জামিনের আর্জি ফের খারিজ

বৃহস্পতিবার থেকে বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ,কমলা সর্তকতা জারি কলকাতা সহ একাধিক জেলায়

গৃহবধূকে ধর্ষণে অভিযুক্ত নেতাকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, সন্দেশখালি গ্রামীণ হাসপাতালের উন্নতির জন্য বরাদ্দ হল ৮ কোটি

প্রায় ২২ দিন পর বাগুইআটি বাজারে কালি মন্দিরে চুরির কিনারা করল বিধাননগর পুলিশ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর