এই মুহূর্তে




বাইপাসের ধারে পাসপোর্ট দুর্নীতিচক্রের হদিশ, ইডির তল্লাশিতে কী কী উঠে এল?

নিজস্ব প্রতিনিধি: পুজো মিটতেই ফের অ্যাকশন মোডে ইডি। সপ্তাহের শুরুতেই আসরে নেমেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার জাল পাসপোর্ট তৈরির তদন্তের নামল ইডি। সোমবার (৩ নভেম্বর) সকালে নদিয়ার চাকদহে এক কাঠের মিস্ত্রির বাড়িতে হানা দিয়ে ৩ জনকে আটক করে ইডি। শুধু নদিয়া নয়, কলকাতায় বাইপাসের ধারেও চলছে, জাল পাসপোর্ট তৈরির চক্র! সোমবার নদিয়ার পাশাপাশি কলকাতায় বাইপাসের ধারে পাসপোর্ট সেবা কেন্দ্রের সামনেই একটি অনলাইন পাসপোর্ট আবেদন কেন্দ্রে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সংস্থার আধিকারিকরা। সেখান থেকে কিছু তথ্য সংগ্রহ করেছেন বলে খবর।

আসলে পাসপোর্ট দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে আজাদ মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল ইডি। তাঁর সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের যোগসূত্র পেয়ে ছিল ইডি। অভিযোগ, আজাদ বাংলাদেশ থেকে এ দেশে এসেছিলেন এবং পাকাপাকিভাবে বাস করতে শুরু করেন। পরে তাঁর কাছ থেকে পাকিস্তানের একাধিক নথিও পাওয়া যায়। ইডি সূত্রের খবর, অভিযুক্ত আজাদ কাঁচরাপাড়ার একটি ক্যাফেতে ভুয়ো পাসপোর্ট বানানোর কাজ করতেন, বেতন পেতেন ১২-১৩ হাজার। শুধু পাসপোর্ট নয়, কখনও সখনও ৩০ থেকে ৪০ হাজার টাকার বিনিময়ে অন্যান্য ভুয়ো নথি ও পরিচয়পত্র বানানোর কাজও করতেন তিনি। তাঁর মোবাইলেও এমন তথ‍্য পাওয়া গিয়েছে। অর্থাৎ তিনি ভুয়ো নথি ব্যবহার করে জাল পাসপোর্ট বানানোর চক্রের ‘মিডলম‍্যান’ হিসাবে কাজ করতেন। আর আজাদকে গ্রেফতার করতেই একের পর এক জট খুলছেন ইডি। আজ চাকদহের বাসিন্দা ইন্দু ভূষণকে গ্রেফতার করেছেন। পাশাপাশি আজ চাকদহের একটি কাঠমিস্ত্রির বাড়িতেও হানা দিয়েছেন ইডি। যার নাম বিপ্লব সরকার। জানা গিয়েছে, পেশায় কাঠের মিস্ত্রি বিপ্লব সরকার।

সোমবার সকালে চাকদহের পরারি গ্রামে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পৌঁছে যান ইডি আধিকারিকরা। আদ্যোপান্ত সাধারণ একটা বাড়ি। নেই জাঁকজমক। নেই বিলাসিতা। সকালে সেই বাড়িতে গিয়ে ডাকাডাকি শুরু করেন ইডি আধিকারিকরা। তারপরেই বাড়িতে ঢুকে চলে তল্লাশি। দীর্ঘক্ষণ ধরে নথি পাসপোর্ট সমস্ত কিছু খতিয়ে দেখে ৩জনকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, বিপ্লব সরকার ও তার ভাই বিপুল সরকার ও তাদের বাবাকে আটক করা হয়েছে। বাড়িতেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইডি সূত্রে খবর, নদিয়া থেকে এক জনকে কলকাতায় ইডির দফতরে নিয়ে আসা হয়েছে। গত বছরের শেষে ভুয়ো নথি দাখিল করে পাসপোর্ট তৈরির বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। যে তথ্যের ভিত্তিতে গ্রেফতার হন ১০ জন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রকাশ্যে SIR এর ভিন্ন ছবি, গ্রামে ফিরে স্কুলপড়ুয়াদের খাওয়ালেন পরিযায়ী শ্রমিক

ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

হায় রে স্বার্থ! SIR শুরু হতেই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের খোঁজ নেওয়ার হিড়িক সন্তানদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ