এই মুহূর্তে




যাদবপুর পোস্ট অফিসের এজেন্ট গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর পোস্ট অফিসে প্রতারণার ঘটনা। গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নিলেন এজেন্ট। প্রতারণার ঘটনায় গ্রেফতার এজেন্ট। মোট ৭০ জন গ্রাহকের কাছ থেকে টাকা হাতিয়ে নেন ওই এজেন্ট। যাদবপুর থানায় একাধিক অভিযোগ দায়ের হয়। যাদবপুর পোস্ট অফিসের সামনে বিক্ষোভ দেখান গ্রাহকরা। পুলিশ এত জনকে গ্রেফতার করেছে। ধৃত এজেন্টের নাম সিদ্ধার্থ করঞ্জায়ী(Sidhartha Karanjayi)। ওই এজেন্টের কাছে গ্রাহকরা বিশ্বাস করে টাকা রাখতে শুরু করেছিল। তাকে বিশ্বাস করে তার কাছে যেমন টাকা জমা দিতেন এবং তার কাছ থেকে টাকা নিয়ে যেতেন। সম্প্রতি কয়েকজন গ্রাহক ওই পোস্ট অফিসে গিয়ে জানতে পারে যে পাসবুক গুলি ওই গ্রাহকদের দেওয়া হয়েছে সেগুলি ভুয়ো।

গ্রাহকদের প্রতারণা করে তাদের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এর পরই শুরু হয় তুমুল বিক্ষোভ। গ্রাহকরা যাদবপুর থানায়(Jadavpur P.S.) অভিযোগ জানাতে যান। অবশেষে পুলিশ একাধিক গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পেয়ে ওই এজেন্টকে গ্রেফতার করে। প্রায় ৭০ জন গ্রাহক প্রতারিত হয়েছেন বলে জানা গেছে। কারোর কাছ থেকে ৭৫ লক্ষ টাকা কারো কাছ থেকে তার থেকে বেশি টাকা হাতিয়ে নিয়েছেন ওই ধৃত এজেন্ট।

সব মিলিয়ে মোট ৭০ জন গ্রাহকের কাছ থেকে কোটি টাকারও বেশি প্রতারণা করেছে ধৃত এজেন্ট। বর্তমানে ওই এজেন্টকে তদন্তের স্বার্থে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। প্রতারিত হওয়া গ্রাহকদের টাকা ফেরত কিভাবে পাওয়া যায় তা নিয়ে যাদবপুর থানা বিশেষ উদ্যোগ নিয়েছে। পোস্ট অফিসের কর্মীদের সাথেও যোগাযোগ স্থাপন করেছে যাদবপুর থানা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডেঙ্গুর বলি ভাঙড়ের লাঙলপোতার মাজেদা বিবি, আইডি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যু

পার্থের মুক্তি নিয়ে মুখ খুললেন ‘বান্ধবী’ অর্পিতা, কী বললেন?

‘কারও দুটো বউ থাকতে পারে, আমার একটা বান্ধবী থাকতে পারে না?’- জেলমুক্তির পর অর্পিতাকে নিয়ে মুখ খুললেন পার্থ

ম্যাচের দিনগুলিতে ইডেন গার্ডেন্সের আশেপাশে সমস্ত রকমের গাড়ি পার্কিং নিষিদ্ধ, যান চলাচল হবে নিয়ন্ত্রণ

সল্টলেকে ডেঙ্গির মরশুম অব্যাহত, এক মাসে আক্রান্ত ১০৯ জন

‘চাকরি দিতে কার থেকে টাকা নিয়েছি?’- জেলমুক্তির পরেই স্বমহিমায় পার্থ, জনগণের উদ্দেশ্যে লিখলেন খোলা চিঠি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ