এই মুহূর্তে




সিঁথিতে ৩ কোটি মূল্যের সোনা সহ স্কুটি নিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি: বরানগরের পর এবার সিঁথি। একেবারে হিন্দি সিনেমার কায়দায় হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোনা সমেত গাড়ি নিয়ে চম্পট দিল দুস্কৃতির দল। হাড়হিম করা এই ঘটনাটি পুরো ক্যামেরা বন্দি হয় সিসিটিভিতে(CCTV)।বুধবার সন্ধ্যায় বড়বাজার (barabazar)থেকে সিঁথিতে কারখানায় সোনা নিয়ে আসছিলেন নাকোড়া ওয়ার্কশপ নামে এক কোম্পানির কর্মী। রাত আটটা নাগাদ তিনি স্কুটি নিয়ে কোম্পানির গেটে পৌছাতেই হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দুই দুস্কৃতি এসে তার স্কুটি নিয়ে চম্পট দেয়। স্কুটিতে ছিল প্রায় ২ কিলো ৩৮০ গ্রাম সোনা। যার বাজার মুল্য প্রায় তিন কোটি টাকা। সঙ্গে সঙ্গে ওই কর্মী দুস্কৃতিদের পিছু নিলেও পরে তাদের আর খোঁজ পায়নি। পরবর্তীতে সিঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় কোম্পানির তরফে।

পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গোটা ঘটনার তদন্তে নেমেছে। কোম্পানির ম্যানেজারের দাবি, স্কুটিতে প্রায় ২ কিলো ৩৮০ গ্রাম সোনা ছিল। সঞ্জিত দাস(Sanjit Das) নামে তাদের এক কর্মী সোনা নিয়ে বড়বাজার থেকে কোম্পানিতে আসছিল। কোম্পানির গেটে এসে স্কুটি রেখে গেট খুলতেই পিছন থেকে এক দুস্কৃতি স্কুটিতে চেপে বসে সঞ্জিতের দিকে বন্দুক তাক করে। কর্মী ভয় পেতেই স্কুটি নিয়ে চম্পট দেয়। সঞ্জিত নামে ওই কর্মীর দাবি, তিনি স্কুটি রেখে গেট খুলতে গেলে বন্দুক নিয়ে ভয় দেখিয়ে স্কুটি নিয়ে চম্পট দেয় দুস্কৃতিরা। পুলিশ ওই কারখানার গেটে থাকা সিসিটিভির পাশাপাশি যে রাস্তা দিয়ে দুষ্কৃতীরা পালিয়ে গেছে সেই রাস্তায় থাকা অন্যান্য ট্রাফিকের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। সোনার কারখানার ওই কর্মীকেও জিজ্ঞাসা বাদ করছে পুলিশ।

এদিকে,তিনি টলিউডের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী, নাম তাঁর রূপা দত্ত। কিন্তু অভিনেত্রীর বিরুদ্ধে রয়েছে পকেটমারি, চুরির মতো একাধিক অপরাধমূলক অভিযোগ। তিনবছর আগে বইমেলায় পকেটমারির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন রূপা দত্ত। শুক্রবার (৩১ অক্টোবর) আবারও তাঁকে গ্রেফতার করলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। তবে এবার কী অপরাধ তাঁর? জানা গিয়েছে, পোস্তায় একটি চুরির ঘটনার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। গত ১৫ অক্টোবর পোস্তা থানার আদি বাঁশতলা লেনে কেনাকাটা সময় এক মহিলার ব্যাগ থেকে প্রায় ২০ গ্রামের একটি সোনার মঙ্গলসূত্র, ২১ গ্রামের একটি সোনার চেন, দুটি সোনার বালা এবং নগদ চার হাজার টাকা চুরি হয়ে গিয়েছিল। এরপর ওই মহিলা থানায় অভিযোগ জানাতেই পুলিশ তদন্ত শুরু করে। এরপর তদন্তে নেমে পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। সেখানেই ধরা পড়েন রূপার মুখ। এরপরেই গতকাল রাতে বড়বাজার থানা এলাকার নন্দরাম মার্কেটের কাছ থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

মেয়াদোত্তীর্ণ ভিসা সহ পাক-আফগান-বাংলাদেশী নাগরিকদের খোঁজে পুলিশ

পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহেই জাঁকিয়ে শীত? জানাল আবহাওয়া দফতর

ডেঙ্গুর বলি ভাঙড়ের লাঙলপোতার মাজেদা বিবি, আইডি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যু

পার্থের মুক্তি নিয়ে মুখ খুললেন ‘বান্ধবী’ অর্পিতা, কী বললেন?

‘কারও দুটো বউ থাকতে পারে, আমার একটা বান্ধবী থাকতে পারে না?’- জেলমুক্তির পর অর্পিতাকে নিয়ে মুখ খুললেন পার্থ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ