এই মুহূর্তে




বিদ্যাসাগর সেতু একটানা ৯ ঘন্টা বন্ধ শনি ও রবিবার, মেরামতির জন্য

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় হুগলী সেতুর সংস্কারের কারণে শনিবার ও আগামী কাল রবিবার কয়েক ঘন্টার জন্য সমস্ত রকম যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা পুলিশের এক ট্রাফিক নির্দেশিকায় একথা জানানো হয়েছে।কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে যে দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগার সেতুতে শনিবার ১১ ই অক্টোবর সকাল পাঁচটা থেকে সাড়ে নটা প্রায় সাড়ে চার ঘন্টা এবং রবিবার ১২ ই অক্টোবর দুপুর ৩টে থেকে রাত ৮ টা পর্যন্ত পাঁচ ঘন্টা সমস্ত রকম যান চলাচল বন্ধ থাকবে। এই সময়ে বিদ্যাসাগর সেতুর কেবেল এবং বিয়ারিং মেরামতির পাশাপাশি পরিবর্তনের কাজ হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কলকাতা এবং হাওড়ার মধ্যে সেতুর যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা ট্রাফিক পুলিশের নির্দেশিকা অনুযায়ী এই সময় যে গাড়িগুলো হাওড়া থেকে কলকাতা যাবে বা কলকাতা থেকে হাওড়া দিকে আসবে তারা হাওড়া ব্রিজ, নিবেদিতা সেতু(Nibedita Setu) এবং বালি ব্রিজ (Bally Bridge)হয়ে যাতায়াত করতে পারে।

এই সময় কোন পণ্যবাহী গাড়ি চলাচলের অনুমতি নেই। সম্পূর্ণ বন্ধ থাকবে। রেলিং গার্ড দিয়ে আটকে দেওয়া হয়েছে রাস্তা। এর আগেও পরপর দুটি সপ্তাহের শেষে বিদ্যাসাগর সেতু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল সপ্তাহের বাকি দিনগুলোতেই সেতুতে যান চলাচলের চাপ বেশি থাকে তাই সংস্কারের কাজের জন্য সপ্তাহের শেষের দিনগুলি বেঁচে নেওয়া হয়। কোন কোন রাস্তা দিয়ে কোথায় কোথায় পৌঁছানো যাবে সেই নির্দেশিকা আগাম কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। বিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড(AJC Bose Road) হয়ে যে সমস্ত গাড়ি আসবে সেগুলো টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিং(Hestings Crossing) হয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

সেন্ট জর্জেস গেট রোড, স্ট্যান্ড রোড হয়ে সমস্ত গাড়ি হাওড়া ব্রিজ ধরতে পারবে। হেস্টিংস ক্রসিং দিয়ে ডান দিকে ঘুরে কেপি রোডের দিকে যাওয়া যাবে। জে এন আইল্যান্ডের দিক থেকে কপি রোড হয়ে যে সমস্ত গাড়ি আসবে সেগুলো ফার লং গেট দিয়ে হেস্টিংস ক্রসিং দিয়ে গড়িয়ে দেওয়া হবে। সি জি আর রোড দিয়ে খিদিরপুরের দিক থেকে আসা গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হবে হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে। কেপি রোডের(K P Road) সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে y পয়েন্ট দিয়ে ১১ফার লং গেটের দিকে। সেখান থেকে রেড রোড দিয়ে হাওড়া ব্রিজের দিকে এগানো যাবে

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘কর্মরত শিক্ষকদেরও টেট পাশ হতে হবে’, নির্দেশ পুনর্বিবেচনার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য

অনন্তনাগে ২ বাঙালি জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

মেট্রোয় গোলযোগ, দক্ষিণেশ্বর থেকে গিরিশপার্ক পর্যন্ত ব্যহত পরিষেবা

কালীপুজোর আগে বসতে চলেছে বাজির বাজার, এবার কবে কোথা থেকে কিনবেন গ্রিন বাজি?

খাস কলকাতায় প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ, নাদিয়ালে গ্রেফতার অভিযুক্ত

কোটি কোটি টাকার জালিয়াতি, কলকাতায় গ্রেফতার বিহারে একাদা বিজেপির সঙ্গী দলের নেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ