এই মুহূর্তে




কলকাতার নিউমার্কেট থেকে মালদা পুলিশের হাতে গ্রেফতার ৪ রাজ্যের মাদক পাচার চক্রের কিং পিং

নিজস্ব প্রতিনিধি,মালদা: আবারো বড় সাফল্য মালদা জেলা পুলিশের । কলকাতার নিউ মার্কেট থেকে গ্রেফতার মাদক পাচারকারবারি কিং পিং।মালদা পুলিশের জালে আন্ত:রাজ্য মাদক পাচার চক্রের পান্ডা। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে মাদক পাচার কাণ্ডে মোস্ট ওয়ান্টেড হাসমত শেখকে(Hasmat Sk.) গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করল পুলিশ। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে তার আরও দুই সঙ্গীকেও।মালদার কালিয়াচকের(Kaliyachak) শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বামুনটোলার বাসিন্দা হাসমত।

পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ,মনিপুর প্রভৃতি একাধিক রাজ্যে মাদক কারবারের বড়সড় চক্র তৈরি করেছিল হাসমত। এরআগেই হাসমত গ্রুপের অন্তত একশো মাদক কারবারিকে পুলিশ গ্রেফতার করে। পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্যের তার মাদক চক্র সক্রিয় বলে জেনেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মাদক ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।হাসমতের সঙ্গেই গ্রেফতার করা হয়েছে তার আরও দুই সাগরেদ সাব্বির শেখ এবং রবিউল শেখ- কে। সাব্বির মালদার কালিয়াচকের শাহবাজপুরের বাসিন্দা। রবিউলের বাড়ি ঝাড়খণ্ডের রাজমহলে। হাসমত এরাজ্যে ব্রাউন সুগার তৈরি এবং ডিস্ট্রিবিউশনের অন্যতম মাথা বলে দাবি পুলিশের। মনিপুর(Manipur) থেকে কাঁচামাল এনে বিভিন্ন রাজ্যে সরবরাহ করা এবং ব্রাউন সুগার তৈরি ও বিক্রির চক্র রয়েছে হাসমতের। মাত্র ২৭ বছর বয়সেই বিপুল পরিমাণ সম্পত্তির অধিকারী হাসমত।

সিকিম, দার্জিলিং, কলকাতা সহ একাধিক জায়গায় তার হোটেল রয়েছে। প্রচুর নামী, বেনামি সম্পত্তি ও জমির মালিক এই হাসমত।
প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, সম্প্রতি মালদা পুলিশের মাদকবিরোধী অভিযানের কারণে হাসমত তার মাদক তৈরির কারবার সম্প্রতি মালদার কালিয়াচক থেকে সরিয়ে ঝাড়খণ্ডের(Jharkhand) সাহেবগঞ্জ নিয়ে যায়।হাসমাতের বিরুদ্ধে তদন্ত করছে নারকোটিক কন্ট্রোল ব্যুরোও। হাসমত ও তার সঙ্গীদের গ্রেপ্তার করে আনা হয়েছে মালদায়। ধৃতদের আজ মালদা আদালতে তোলা হয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

চার বছর আগে চলে যাওয়া গৃহবধূ ভোটার কার্ডের খোঁজে প্রাক্তন স্বামীর বাড়িতে, তারপর…

৫ দিন নিখোঁজ থাকার পর জলাশয়ে ভাসল শিশুকন্যার দেহ, শোকের ছায়া গ্রামে

‘ভোটে লড়ার জন্য টিকিট চাইনি’, ফের সরব দিলীপ ঘোষ

কলকাতা থেকে গ্রেফতার জাল নথি সহ আফগান নাগরিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ