এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পুনর্ভবা , টাঙ্গন ও কংসাবতী নদীর জলে প্লাবিত একাধিক এলাকা

নিজস্ব প্রতিনিধি, ময়না ও মালদা: একদিকে অতি বর্ষণ এবং DVC জল ছাড়ার কারণে ময়নায় কংসাবতী নদীর উপর দুটি বাঁসের সেতু ভেঙে বিচ্ছিন্ন তমলুক ময়নার সংযোগ। ময়নার এবং তমলুক ব্লকের কংসাবতী নদীর উপর দুটি সেতু রয়েছে রামচন্দ্রপুর এবং প্রজাবাড়ের ঘাট এই দুটি বাঁসের সেতু ভেঙে যায় মঙ্গলবার সকালে। আর তো ভেঙে যাওয়ার কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ময়না এবং তমলুক এর সাথে যোগাযোগ ব্যবস্থা। অন্যদিকে মালদা জেলায় পুনর্ভবা ও টাঙ্গন নদীর পাশাপাশি মহানন্দা নদীর(Mahananda River) জলস্তর ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে বামনগোলা ব্লক ও গাজোল ব্লকের বিস্তীর্ণ এলাকায় নদীর জলে বন্যায় প্লাবিত হয়েছে। মহানন্দা নদীর জল বাড়ায় নদীর তীরবর্তী এলাকা গুলিতে জল ঢুকে পড়েছে প্লাবিত হয়েছে এলাকাগুলি। ইংরেজবাজার পৌরসভার(Englishbazar Municipality) ৮,৯,১০ ও ১২ নম্বর ওয়ার্ড ইতিমধ্যে মহানন্দা নদীর জলে প্লাবিত হয়েছে।

প্রায় এক মাস পার হয়ে গেলেও এখনো মহানন্দার তীরবর্তী এলাকার বাসিন্দারা জলমগ্ন অবস্থায় পড়ে রয়েছে ইংরেজবাজার শহরের ৯ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ন মন্দির। জলমগ্ন এলাকার মানুষ রীতিমত জলের উপর দিয়ে চলাফেরা করছেন। ইতিমধ্যেই ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে প্লাবিত এলাকার জলবন্দী নাগরিকদেরকে অস্থায়ীভাবে বিবেকানন্দ স্কুল ময়দানের পাশে রাখার ব্যবস্থা করা হয়েছে ।অনেককে আবার স্কুলেও রাখার ব্যবস্থা করা হয়েছে। কম করে প্রায় ৫০০টি ঘর জলবন্দী অবস্থায় রয়েছে। তবে জেলা আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, আগামী আরও দুই থেকে তিন দিন নিম্নচাপের ফলে জেলায় বৃষ্টিপাত হবে। সে ক্ষেত্রেও জল আরোও বাড়বে বলে আশঙ্কা করছেন পৌর নাগরিকরা l

অন্যদিকে ,পুরাতন মালদা পুরসভার(Old Malda Municipality) এলাকা মহানন্দা নদীর জলে ফুলে ফেঁপে উঠেছে। এর ফলে নদীর জলে জলবন্দি পুরাতন মালদা পুরসভার ৮,৯,২০ নম্বর ওয়ার্ড জলবন্দী । বেশ কয়েকদিন জলবন্দী হলেও এলাকার বাসিন্দারা যাতায়াত ঠিকমতো করতে পারছেন না। ঘরবাড়িতে জল জমে থাকায় অনেকে তালা মেরে অন্যত্র চলে গিয়েছেন। আর তার ওপর বাড়ছে বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব। এই জলবন্দী অবস্থার মধ্যেও পানীয় জল সঠিক ভাবে মিলছে না। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী জানান, মহানন্দা নদীর তীরবর্তী এলাকার বসবাসকারী পৌর নাগরিকদেরকে ইতিমধ্যে সরিয়ে নিয়ে অস্থায়ীভাবে রাখার ব্যবস্থা করা হয়েছে এলাকার বেশকিছু স্কুলে। অন্যদিকে, ইংলিশবাজার শহরের ৩ নম্বর, ২৫ নম্বর, ২৯ নম্বর ওয়ার্ডেও এখন জল রয়েছে । আমরা সেদিকে নজর রাখছি। ইতিমধ্যে জাতীয় সড়কের ধারে একটি ড্রেনে কাজ চলছে এবং সে দিক দিয়েই শহরের জমা জলগুলি বার করানোর চেষ্টা করা হচ্ছে। আশা করা যায় খুব দ্রুত জল গুলি বেরিয়ে যাবে।

অন্যদিকে এ বিষয়ে ইংলিশবাজার পৌরসভাকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা বিজেপির কাউন্সিলর অম্লান ভাদুড়ি জানান। মহানন্দা তীরবর্তী যে এলাকা যে এলাকা প্রতি বছরের বর্ষার সময় ডুবে যায় পৌরসভা উচিত একটি ফ্লাড সেন্টার করে দেওয়ার পৌরসভা বহু বছর ধরে বলছে কিন্তু কাজে কাজ করছে না পাশাপাশি প্রশাসন যদি একটি বাঁধের ব্যবস্থা করে দেয় তাহলে এই ওয়ার্ডগুলি মহানন্দা তীরবর্তী এলাকার মানুষ আর প্লাবিত হবে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কৃত্রিম বৃষ্টি রামনগরের স্কুলে! গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কান্ড

গরমের মধ্যে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগী হল রাজগঞ্জ থানার পুলিশ

শনিবার থেকে উত্তরবঙ্গে এবং রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় – বৃষ্টি শুরু হবে

রাজ্য পুলিশদের জন্য পোস্টাল ব্যালট বন্ধ হওয়ায় সরব মমতা  

চাকরিহারা শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের এসএসসি ভবন অভিযান

মহিষের পিঠে চড়ে মনোনয়নপত্র জমা দিতে গেলেন পুরুলিয়ার নির্দল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর