এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

চোর সন্দেহে গণধোলাই, গুরুতর জখম যুবক

নিজস্ব প্রতিনিধি: চোর সন্দেহে এক যুবককে গণধোলাই (Mob Lynching) দিল উত্তেজিত জনতা। অভিযোগ  স্থানীয়দের বিরুদ্ধে। মালদা জেলার কালিয়াচকের ঘটনা। গুতর আহত যুবক রুবেল শেখ (২৪)। আক্রান্ত চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Hospital)। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। বেশ কয়েকজন প্রতিবাদ জানিয়েছে এই নৃশংস ঘটনার। তদন্তে নেমেছে পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বাড়ি থেকে খাওয়া-দাওয়া করে বেরিয়েছিল যুবক। রবিবার সকালে পরিবারের কাছে খবর আসে ওই যুবককে চোর সন্দেহে বেধড়ক মারধর করা হচ্ছে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। কালিয়াচক থানার খালতিপুর তালতলা এলাকার ঘটনা। আক্রান্ত যুবককে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। পরে শারিরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভর্তি করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। গুরুতর অবস্থায় এখানেই চিকিৎসাধীন রয়েছে আক্রান্ত।

আহত যুবকের মা বলেন, ছেলেকে স্থানীয় কয়েকজন যুবক শনিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সারারাত ধরে বাড়ি ফেরেনি ছেলে। রবিবার সকালে খবর আসে বাড়ি থেকে কিছু দূরে তাকে চোর সন্দেহে বেধড়ক মারধর করা হচ্ছে। আর তা করেছে স্থানীয়রা। সেখান থেকে ছেলেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। অবস্থার অবনতি হলে তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ (Police)। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। এলাকা জুড়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আরও কে কে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। চোর সন্দেহে মারধর করা হয়েছিল না কি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তরা শীঘ্রই ধরা পড়বে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবকের অবস্থা ভাল ছিল না। তৎপরতার সঙ্গে চিকিৎসা শুরু হয়েছিল। আক্রান্ত চিকিৎসাধীন।

এদিকে গণপ্রহারের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা। তাঁদের বক্তব্য, আইন হাতে তুলে নেওয়া, প্রহার, গণপ্রহার কাম্য নয়। সন্দেহের বশে কাওকে দাগিয়ে দেওয়াও ঠিক নয়। কেউ অপরাধী হলে তাঁর ব্যবস্থা আইন অনুযায়ী হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজবংশী ভোট উদ্বেগে রাখছে পদ্মশিবিরকে, ভাবাচ্ছেন অনন্ত মহারাজ

২ বাইকের মুখোমুখি সংঘর্ষে উল্টে গেল টোটো, নিহত ৩ যুবক, আহত ২ যাত্রী

ভোটের আগেই ভিন্ন চিত্র , বিজেপি কর্মীর বাড়িতে  মধ্যাহ্নভোজন সারলেন তৃণমূল বিধায়ক

উজ্জলা যোজনা প্রকল্পের গ্রাহকদের ঘিরে সংশয়ে বিজেপি নেতৃত্বই

 বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, নির্বাচনের আগে উত্তপ্ত মুর্শিদাবাদ  

চাকরি খোয়ানো ঋণগ্রহীতাদের বাড়ি বাড়ি নোটিস যাবে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর