এই মুহূর্তে




১০৮ টি রাধাকৃষ্ণের মূর্তি একসঙ্গে পুজিত হয় নবদ্বীপের মহাচক্র রাসে

নিজস্ব প্রতিনিধি, নবদ্বীপ: নদিয়া জেলার নবদ্বীপের রাস উৎসব মানেই সু- উচ্চ প্রতিমা, আর ঐতিহ্য বাহী পুজো। নবদ্বীপের রাস উৎসবেই একমাত্র দেখা যায় একই তিথিতে বিভিন্ন দেবদেবীর পুজো হতে।আর সেখানেই ব্যাতিক্রমি ভাবে একসাথে একশত আটটি রাধা- কৃষ্ণের মূর্তি(108 Radha Krishna) পুজিত হয়। যা শহরে শ্রী শ্রী মহাচক্র রাস নামে পরিচিত।নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর এলাকায় অনুষ্ঠিত হচ্ছে এই ঐতিহ্যবাহী সর্বজনীন শ্রী শ্রী মহাচক্র রাস উৎসব, যা এ বছর পদার্পণ করেছে উনসত্তর বছরে। পুজো কমিটির সেক্রেটারি রঘুনাথ দাস জানান, এটি এক অত্যন্ত পৌরাণিক পুজো, যার সূচনা হয়েছিল সিদ্ধ পুরুষ বালক সাধুর হাত ধরে।

পূর্বপুরুষদের কথায় জানা যায়, সেই বালক সাধুই প্রথম এই চক্ররাসের প্রচলন করেন, তার আগ পর্যন্ত নবদ্বীপে(Nabadwip) এই ধরনের রাধা কৃষ্ণের চক্র রাসের রীতি ছিল না।পরে স্থানীয়দের উদ্যোগে গঠিত হয় পুজো কমিটি, এবং সেই থেকে অবিচ্ছিন্নভাবে বছর বছর পালিত হচ্ছে এই মহাচক্র রাস। প্রতিমায় ১০৮টি রাধাকৃষ্ণ মূর্তি চক্রাকারে বিরাজমান, যা ক্রমাগত ঘূর্ণায়মান অবস্থায় থাকে।এই কারণেই একে বলা হয় “চক্ররাস”।

ভক্তদের কাছে এই পুজো আজ এক বিশেষ আধ্যাত্মিক তাৎপর্যের প্রতীক। প্রতিবছরই হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান প্রাচীন মায়াপুরে এই অপূর্ব দৃশ্য দেখতে। পুজোর দিন পুজো কমিটির তরফে প্রায় আড়াই থেকে তিন হাজার দর্শনার্থীর জন্য প্রসাদের বিশেষ ব্যবস্থা করা হয়। উদ্যোক্তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আগামী দিনে আরও বৃহৎ পরিসরে এই মহাচক্র রাসের আয়োজন করা, যাতে নবদ্বীপের ঐতিহ্য আরও সমৃদ্ধভাবে প্রকাশ পায় সমগ্র বাংলায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ