এই মুহূর্তে




‘ধর্ষণের অভিযোগে’ পদ্মশ্রী প্রাপক কার্তিক মহারাজকে আইনি নোটিশ নবগ্রাম থানার




নিজস্ব প্রতিনিধি ,বেলডাঙা: মুর্শিদাবাদ জেলার বেলডাঙার কার্তিক মহারাজকে এবার আইনি নোটিশ। থানায় হাজিরার নির্দেশ দিল নবগ্রাম থানার(Nabagram P.S.) পুলিশ। বেঁধে দেওয়া হল সময়সীমা। নোটিশে বলা হয়েছে, আগামী ১ লা জুলাই ১০ টায় তাঁকে নবগ্রাম থানায় হাজির হতে হবে। যে অভিযোগ হয়েছে কার্তিক মহারাজের(Karick Maharaj) বিরুদ্ধে তার উদ্দেশ্য সম্পর্কে প্রকৃত তথ্য এবং পরিস্থিতি নিশ্চিত করার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে। ভারত সেবাশ্রম সংঘ কর্তৃপক্ষের হাতে আইনি নোটিশ ধরায় বেলডাঙা থানার পুলিশ। আই সি সুমিত তালুকদার জানান, কার্তিক মহারাজ ছিলেন না। নবগ্রামে যে অভিযোগ হয়েছে তার প্রেক্ষিতে এই নোটিশ পাঠিয়েছে নবগ্রাম থানা(Nabagram P.S.)।

উলেক্ষ্য, স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক মহিলা। ২০১৩ সালে কার্তিক মহারাজ ওই মহিলার শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করেছে নবগ্রাম থানার পুলিশ। সেই ঘটনাটি তাকে জিজ্ঞাসাবাদ করতে এবার নোটিশ পেশ করল পুলিশ।জানা গিয়েছে, এক স্কুলে চাকরি দিয়ে মহিলার অসহায়তার সুযোগ নিয়েছিলেন কার্তিক মহারাজ। তাঁকে দিনের পর দিন ধর্ষণ করেছেন বলে অভিযোগ। অভিযোগকারিণী বহরমপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, ২০১২ সালে মহিলাকে একটি স্কুলে চাকরি দেন তিনি। স্কুলেরই আবাসনের ৫ তলায় থাকতে শুরু করেন। ধীরে ধীরে কার্তিক মহারাজের সঙ্গে ঘনিষ্ঠতা হয়। এরপরেই মহিলা অন্তস্বত্তা হয়ে পড়েন। প্রায় ৬-৭ মাস মহিলার সঙ্গে সম্পর্ক ছিল কার্তিক মহারাজের। তারপর মহিলাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ওই মহিলার গর্ভপাতও করানো হয় বলেও অভিযোগ। বলা হয়, ঘটনার পর মাসে মাসে বেতন পৌঁছে যাবে বাড়িতে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাত্র আড়াই বছরে বাজিমাত পায়রাডাঙার শ্রেয়ানের, নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে

থানার লকআপে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা আসামির

‘ইস্কন টাউন’ গড়ার জন্য মায়াপুরকে ৭০০ একর জমি দেওয়া হয়েছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নকল ফোনপে’তে লেনদেন দেখিয়ে লক্ষ লক্ষ টাকার সোনার গহনা প্রতারণা,ধৃত প্রতারক

গ্যাস ভর্তুকি ফেরতের অছিলায় গ্রাহকদের ব্যাঙ্কের তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

ছাত্র সংসদের নির্বাচন নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের, চাপ বাড়ল রাজ্য সরকারের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ