এই মুহূর্তে




লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়ে দুর্গাপুজোর আয়োজনে প্রমীলা বাহিনী




নিজস্ব প্রতিনিধি, নদিয়া: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত নারী কল্যাণ প্রকল্প ‘লক্ষ্মীর  ভান্ডারের’ টাকা জমিয়ে দুর্গাপুজো শুরু করলেন নদিয়ার নবদ্বীপ পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের ঢাকা নগর নতুন পাড়া এলাকার নারী শক্তি সর্বজনীন দুর্গোৎসব কমিটির ৫৭ জন মহিলা সদস্যা। করোনা মহামারীর সময়ে ওই এলাকার স্থানীয় মহিলারা পাড়ায় দুর্গাপুজো করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ইচ্ছা থাকলেও আর্থিকভাবে পিছিয়ে পড়া এলাকার বাসিন্দা স্থানীয় মহিলারা অর্থাভাবে নিজেদের পাড়ায় দুর্গাপূজা(Durga Puja) শুরু করতে পারছিলেন না। এরপর লক্ষ্মীর ভান্ডার(Lakshmi Vandar) প্রকল্পে ৫০০ টাকা বৃদ্ধি হওয়ার পর আশার আলো দেখতে পান তাঁরা।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রতিমাসের সেই হাজার টাকা জমাতে শুরু করেন এলাকারই ৫৭ জন মহিলা। জমানো সেই টাকা দিয়ে এ বছর পাড়ায় দুর্গাপুজো করার সিদ্ধান্ত নেন তাঁরা। সেইমত পুজোর প্রস্তুতি শুরু করে দেন মহিলা পরিচালিত নারী শক্তি সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা। তাদের এই উদ্যোগে সাধুবাদ জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে যে কোনও পরিস্থিতিতে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারুল দেবনাথ। এ প্রসঙ্গে নতুনপাড়া(Natunpara) এলাকার স্থানীয় বাসিন্দা তথা পূজা কমিটির অন্যতম উদ্যোক্তা মিতা সাহা জানান, পাড়ায় মহিলারা মিলে দুর্গাপুজো করার ইচ্ছা আমাদের অনেকদিনের। কিন্তু বাঁধ সেঁধেছিল আর্থিক অনটন। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা বৃদ্ধি হওয়ার ফলে আমরা আশার আলো দেখতে পাই। প্রতিমাসে সেই হাজার টাকা জমিয়ে পাড়ার ৫৭ জন মহিলা মিলে এই বছর আমরা দুর্গাপুজো করার সিদ্ধান্ত নেই।

সেইমতো পুজোর প্রস্তুতি শুরু হয়েছে। দুর্গাপুজোর আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন পাড়ার অন্যান্য বাসিন্দারা। একদিকে লক্ষ্মী ভান্ডারের জমানো টাকা, অন্যদিকে এলাকাবাসীদের সহযোগিতা পেয়ে আমরা এবছর থেকে দুর্গাপূজা শুরু করলাম। অন্যান্য ক্লাব বা সংগঠনের মত আগামী দিনে সরকারি অনুদানের ৮৫ হাজার টাকা পেলে আমরা দূর্গা পূজার পাশাপাশি কিছু সামাজিক কাজ ও করতে পারব। লক্ষীর ভান্ডার প্রকল্প আমাদের দীর্ঘদিনের স্বপ্ন সফল করেছে। তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(CM Mamata Banerjee) আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই প্রসঙ্গে ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারুল দেবনাথ জানান, আমি এলাকাবাসী হিসেবে সব সময় ওদের পাশে রয়েছি।

ওদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। আগামী দিনে এই দুর্গাপুজোকে এগিয়ে নিয়ে যেতে সব রকম সহযোগিতা করব। নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা জানান,লক্ষ্মীর ভান্ডারের জমানো অর্থে দুর্গাপুজো করার প্রস্তাব নিয়ে ওয়ার্ড কাউন্সিলরের ওরা আমার কাছে এসেছিল। আমি ওদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং আমি খুব আনন্দিত হয়েছি। প্রয়োজন বিশেষে লক্ষী ভান্ডারের এই অনুদান যে কতটা গুরুত্বপূর্ণ তা পুজো উদ্যোক্তা ৫৭ জন মহিলার মাধ্যমে আজ আবার প্রমাণিত হল। এটা সম্ভব হয়েছে একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতার কারণে। এই পুজো চালাতে আগামী দিনে নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে ওরা সব রকম সহযোগিতা পাবে বলে জানান পৌরসভার চেয়ারম্যান।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বর্ধমানের আউসগ্রামে দশমীর রাতে আত্মঘাতী যুবক ও যুবতী, তদন্তে পুলিশ

মহেশতলার পুরাতন ডাকঘর পেট্রোল পাম্পে দুষ্কৃতীদের হানা

দুর্গা প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই পাড়ার তুমুল সংঘর্ষ দুর্গাপুরে

কার্নিভালের দিন মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কলকাতাতে, বঙ্গোপসাগরে সৃষ্টি হবে নিম্নচাপ

পুজোতে ফুল দেওয়ার লোভ দেখিয়ে নাবালিকা শিশু কন্যাকে খুন করে বস্তা বন্দি করার অভিযোগ

পুজো মিটলেই রাজ্যজুড়ে জনসংযোগে নামছে তৃণমূল, গুরুত্ব আদি নেতাকর্মীদের

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর