এই মুহূর্তে




নন্দীগ্রামে তৃণমূল – বিজেপি সংঘর্ষ, আহত ২, ঘটনাস্থলে পুলিশ

নিজস্ব প্রতিনিধি ,নন্দীগ্রাম: নন্দীগ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি বচসা। উত্তেজনা,হাতাহাতি, আহত দুই। এলাকায় পুলিশ। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম(Nandigram) দুই ব্লকের বিরুলিয়া এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে বি এল ও দের ট্রেনিং ও তাদের ফর্ম ফিলাপ চলা কালীন উত্তেজনা। তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতাকর্মীরা মিছিল করে তাদের দলিয় অফিসে পতাকা বাঁধতে আসার সময় তারা বাধা দেয়, সেই নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরী হয়।

তবে বিজেপি সেই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, শুভেন্দু অধিকারী(Suvendu Adikari) যে রাস্তা দিয়ে আসবেন সেখানে তারা জমায়েত করে গন্ডগোল করার চেষ্টা করেছিল। তারা সেই ঘটনার প্রতিবাদ করেন । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূলের অভিযোগ দুই কর্মীকে মারধর করেছে বিজেপি। পরে খবর পেয়ে পুলিশ এলে দুই পক্ষকে শান্ত করায়। যদিও এই ঘটনার জেরে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে কোনো বাধা বা সমস্যা হয়নি। দুই ঘটনা এক এলাকায় হলেও স্থান কিন্তু ভিন্ন ভিন্ন ছিল। এলাকায় সামান্য উত্তেজনা রয়েছে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ।

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় তারা শনিবার তাদের কার্যালয়ে বসে বি এল আর – ২ তারপর যখন পূরণ করছিল সেই সময় বিজেপি নেতা – কর্মীরা, ইচ্ছাকৃতভাবে সেখানে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করে। কিছু নেশাগ্রস্ত মানুষজনদের দিয়ে গোলমাল বাঁধায়। এলাকায় কিছুদিন আগে একজন পরিযায়ী শ্রমিক মারা গিয়েছেন সেই সময় তার মৃতদেহ নিয়ে এসে তার পরিবারের হাতে তুলে দেওয়া এবং শেষকৃত্য অনুষ্ঠানে থাকা এসব কিছু তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা করেছে। তখন বিজেপি নেতা কর্মীদের খুঁজে পাওয়া যায়নি। নিজেদের পায়ের তলার মাটি সরে যাওয়ায় সাধারণ মানুষের নজর গড়াতে তারা তৃণমূল কার্যালয়ের সামনে এসে গোলমাল পাকিয়ে অশান্তি সৃষ্টি করে। সাধারণ মানুষের সঙ্গে রাজনীতিতে থাকে না। শুধুমাত্র রাজনীতি করার জন্য উত্তেজনা সৃষ্টি করে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিনে গরম রাতে শীত, প্রকৃতির খামখেয়ালিপনা, সুস্থ থাকতে চিকিৎসকদের পরামর্শ কী, জেনে নিন

ভোটারদের মতামত জানতে নিজের বিধানসভায় জনবাক্স বসালেন পার্থ চট্টোপাধ্যায়

সুকান্ত মজুমদারকে ‘কান কাটা খলিল’বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সি

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

SIR আবহে তপ্ত ঠাকুর বাড়ি, একদিকে আমরণ অনশন অপরদিকে CAA তে আবেদনের পাল্টা প্রচার ক্যাম্প

২২ জন দরিদ্র যুবক-যুবতীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করল গণবিবাহের ছাদনাতলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ