এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ভোটের আগেই হার মানছেন মোদি, উত্তরে সভা মাত্র ১টি

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: উনিশের লোকসভা নির্বাচনে বাংলার(Bengal) মাটিতে বিজেপির এক ঐতিহাসিক উত্থানের সাক্ষী থেকেছে গোটা দেশ। একসঙ্গে ১৮জন বিজেপি(BJP) প্রার্থী দলের সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে দিল্লি যাত্রা করেছিলেন। সেই সাফল্যের পাশাপাশি বাংলার বুকে ১৩৫টি বিধানসভা কেন্দ্রেও লিড তুলেছিল বিজেপি। আর তা দেখেই উঠেছিল শাহি শ্লোগান, ‘আব কে বার ২০০ পার’। কিন্তু সেই ২০০ তো বহু দূর, একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির ঝুলিতে ১০০টা আসনও জোটেনি। মাত্র ৭৭টা আসন পেয়েই তাঁদের জয়ের রথ থেমে গিয়েছিল। এমনকি উনিশের লোকসভা ভোটে যে ১৩৫টা আসনের লিড পেয়েছিল বিজেপি, সেই সব আসনের অর্ধেকের ক্ষেত্রেই তাঁরা সেই লিড ধরে রাখতে পেরেছিল। বাকি সব হাতছাড়া হয়েছিল। এবার আবার ২৪’র ভোটে(Loksabha Election 2024) বিজেপির লক্ষ্য বাংলা থেকে ২৫টা আসন বার করা। কিন্তু খোদ প্রধানমন্ত্রী তথা বিজেপির প্রাণভোমরা নরেন্দ্র মোদি(Narendra Modi) নিজে বুঝিয়ে দিচ্ছেন, হার অসম্ভাবী।

উনিশের লোকসভা ভোটে বিজেপি বাংলার মাটি থেকে যে ১৮টি আসনে জয়লাভ করেছিল, তার মধ্যে ৭টিই এসেছিল উত্তরবঙ্গ(North Bengal) থেকে। সেখানকার ৮টি আসনের মধ্যে ৭টিতেই জয়ের মুখ দেখেছিল বিজেপি। এবারে ওই ৭টি ধরে রাখা ছাড়াও বাকি ১টি আসনও নিজেদের ঝুলিতে পুরতে চাইছে পদ্মশিবির। কিন্তু সেই লক্ষ্য পূরণের জন্য তো খোদ মোদিকে দিয়ে বেশি করে সভা করানো উচিত বিজেপি। অথচ হচ্ছে তার উল্টো। শোনা যাচ্ছে আগামী মাসে অর্থাৎ এপ্রিলে উত্তরবঙ্গে নরেন্দ্র মোদি সভা করতে চলেছেন। উত্তরবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নিয়েই ওই ১টি মাত্র সভা করবেন মোদি। যদিও তাঁর সম্ভাব্য বঙ্গ সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। বিজেপি সূত্রের খবর, ইতিমধ্যেই এব্যাপারে রাজ্য নেতৃত্বের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত দলের কেন্দ্রীয় নেতারা। সেইমতো খুব দ্রুতই এনিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা যাচ্ছে। কিন্তু প্রথম দিকে ঠিক হয়েছিল প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে ৪টি জনসভা করবেন। কোচবিহার, জলপাইগুড়ি, বালুরঘাট ও ইংরেজবাজারে। সেই জায়গায় সভা হবে মাত্র ১টি।

কেন মাত্র ১টি সভা? আসলে বিজেপির নিজের কাছেই বার্তা পরিষ্কার হয়ে গিয়েছে। সম্ভবত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কোচবিহার ব্যতীত আর কোনও আসনেই বিজেপি এবারে জিতবে না। আর তাই উত্তরবঙ্গের সব লোকসভা কেন্দ্রের জন্য মাত্র ১টি সভা করতে পারেন মোদি আর সেটা ওই কোচবিহারের মাটিতেই। কার্যত ভোট শুরুর আগেই যেভাবে প্রধানমন্ত্রী হার মেনে নিচ্ছেন তা পদ্ম শিবিরের বুকে ভয় ধরিয়ে দেওয়া পক্ষে যথেষ্ট। বিগত দেড় মাসে প্রধানমন্ত্রী বার তিনেক এ রাজ্যে এসেছেন। শিলিগুড়িতে প্রকাশ্য সভাও করেছেন। কিন্তু তারপরেও মূল নির্বাচনী জনসভা সারা উত্তরবঙ্গের জন্য মাত্র ১টিই, এটাই পদ্মকর্মীদের এখন হজম হচ্ছে না। তাঁদের ছিল কত আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন। মোদির সিদ্ধান্তে এবার সব হয়ে গেল চূর্ণবিচূর্ণ। উল্লেখ্য, উত্তরবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট আগামী ১৯ এপ্রিল। দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে ভোট আগামী ২৬ এপ্রিল। মালদা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোট ৭ মে। সেই হিসাবে প্রধানমন্ত্রীর সভা হবে ১৭ এপ্রিলের মধ্যেই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কৃত্রিম বৃষ্টি রামনগরের স্কুলে! গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কান্ড

গরমের মধ্যে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগী হল রাজগঞ্জ থানার পুলিশ

শনিবার থেকে উত্তরবঙ্গে এবং রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় – বৃষ্টি শুরু হবে

রাজ্য পুলিশদের জন্য পোস্টাল ব্যালট বন্ধ হওয়ায় সরব মমতা  

চাকরিহারা শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের এসএসসি ভবন অভিযান

মহিষের পিঠে চড়ে মনোনয়নপত্র জমা দিতে গেলেন পুরুলিয়ার নির্দল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর