এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অগ্নিমিত্রার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে চিত্তরঞ্জন, ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিনিধি: ব্রিটিশদের হটিয়ে দেশ স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। এর ঠিক ৪ মাস বাদে দেশের তৎকালীন রেলবোর্ড সিদ্ধান্ত নেয় আসানসোলে একটি রেল ইঞ্জিন কারখানা নির্মাণ করা হবে। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি নতুন কারখানা থেকে বেরল প্রথম স্টিম লোকো ইঞ্জিন। ওই বছরের ১ নভেম্বর দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ দেশবাসীর উদ্দেশে সেই ইঞ্জিনটিকে উৎসর্গ করেন। সেই অনুষ্ঠান হাজির থেকে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ কারখানার নামকরণ করেন দেশের মহান স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামে। খোদ দেশবন্ধুর স্ত্রী এসেছিলেন ওই অনুষ্ঠানে। তাঁর ছবিও রয়েছে। রেল ইঞ্জিন স্থাপনের পিছনে তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের ভূমিকাও কম ছিল না। আজও সে কথা লোকের মুখে মুখে ফেরে। অথচ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল(BJP MLA Agnimitra Pal) এখন সেই ইতিহাসকেই মুছে দিতে উদ্যোগী হয়েছেন। তাঁর দাবি, চিত্তরঞ্জন দাসের(Chittaranjan Das) নাম পাল্টে কারখানার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়(Syama Prasad Mukherjee) করা হোক। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছেন চিত্তরঞ্জনবাসী।

আরও পড়ুন ‘উন্নয়ন দেখে ভোট দেবেন’, উত্তরবঙ্গে দাঁড়িয়ে আর্জি অভিষেকের

ভারতীয় রেলের অধীনে থাকা Chittaranjan Locomotive Works বা CLW শুধুই রেলেই ইঞ্জিন তৈরির কারখানা নয়। বরঞ্চ দেশের ইতিহাসে এক আবেগময় উজ্জ্বল অধ্যায়ও। সেই অধ্যায়কেই এখন মুছে ফেলার ষড়যন্ত্র করছে বিজেপি। এখন এমনই অভিযোগ চিত্তরঞ্জনবাসীর। তাই বাংলা ও ঝাড়খণ্ডের সীমায় গড়ে অঠা এই ছোট্ট রেল শহরের প্রতিটি শ্রমিক সংগঠন থেকে ‌ব্যবসায়ী, সাধারণ মানুষ—সকলেই ক্ষোভে ফুঁসছেন অগ্নিমিত্রা ও বিজেপির বিরুদ্ধে। এরা সকলেই তাঁদের একযোগে ধিক্কার জানিয়েছেন। নিন্দায় সরব হয়েছেন ইতিহাসবিদরাও। বুধবার সন্ধ্যায় শহরবাসীর ক্ষোভ নেমে আসে রাস্তায়। গোটা চিত্তরঞ্জনে প্রতিবাদ মিছিলে শামিল হন বহু মানুষ। পরিস্থিতি সামাল দিতে এখন লেজেগোবরে অবস্থা বিজেপির স্থানীয় নেতৃত্ব থেকে দলের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংগঠন তথা BMS’র।  

আরও পড়ুন শুভেন্দুর মামলায় সাড়া, রামনবমীর অশান্তির ঘটনায় NIA তদন্ত

চলতি সপ্তাহের মঙ্গলবার ভারতীয় মজদুর সংগঠন অনুমোদিত একটি সংগঠন চিত্তরঞ্জন রেলইঞ্জিন কর্মচারি সংঘের আহ্বানে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল একটি অনুষ্ঠানে যোগ দেন। সেই অনুষ্ঠান শেষে তিনি CLW’র General Maneger সতীশ কুমার কাশ্যপের সঙ্গে বৈঠকে করে বেরিয়ে এসে কারখানাতেই ভিডিও বার্তা শ্রমিকদের উদ্দেশ্যে। আর সেই ভিডিও বার্তাই এখন ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই ভিডিওতে দেখা ও শোনা যাচ্ছে যে অগ্নিমিত্রা বলছেন, ‘আমার ইচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে পরিচিত হোক। নামকরণ হোক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কারণ এটা তিনিই শুরু করেছেন।’ এই ভিডিও সোশ্যাল মিডিয়ার হাত ধরে দ্রুত ছড়িয়ে পড়তেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে। নিন্দার ঝড় বইতে শুরু করে সর্বত্র। সোশ্যাল মিডিয়ায় বিধায়ককে নিশানা করে ধেয়ে আসে কটাক্ষ। সেখানে কেউ কেউ বিধায়কের ইতিহাস শিক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন। কেউ কেউ আবার বাংলার ইতিহাস বদলে ফেলার সুপরিকল্পিত চক্রান্তের গন্ধ পাচ্ছেন।

আরও পড়ুন বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করতে কমিশন গড়তে পারে রাজ্য

চিত্তরঞ্জনবাসীদের অভিযোগ, এর আগে চিত্তরঞ্জন দাসের জন্মদিনে ছুটি বন্ধ করেছিল রেল। প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছিলেন শ্রমিকরা। এবার বিজেপির টার্গেট দেশবন্ধু। তা‌ই তাঁর জন্মদিনে ছুটি বন্ধ হচ্ছে… তাঁর নামের শহরকেও পাল্টে ফেলার পরিকল্পনা বিধায়কের মাধ্যমে সামনে এনে পরিস্থিতির জল মাপছে বিজেপি। সিটু সহ আইএনটিইউসি নেতৃত্বদের দাবি, ‘এর পিছনে বিজেপির কোনও নোংরা পরিকল্পনা রয়েছে। কিন্তু দেহের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত বিজেপির এই স্বপ্ন পূরণ আমরা হতে দেব না। আমরা প্রতিবাদপত্র পাঠাচ্ছি।’ অন্যদিকে তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায় জানিয়েছেন, ‘দেশবন্ধুর অপমানের যোগ্য জবাব দেবে বাংলার মানুষই।’ ঘটনার জেরে দেরীতে হলেও মুখ খুলতে বাধ্য হয়েছেন CLW’র General Maneger সতীশ কুমার কাশ্যপ। তিনি এদিন জানিয়েছেন, ‘বিজেপি বিধায়ক কিছু প্রস্তাব নিয়ে এসেছিলেন। কারখানা বা শহরের নাম পরিবর্তনের বিষয়টি এখান থেকে হয় না। একেবারে শীর্ষ স্তরে সিদ্ধান্ত হয়।’ অর্থাৎ পক্ষান্তরে তিনি স্বীকার করেছেন যে অগ্নিমিত্রা তাঁকে কারখানার নাম বদলের প্রস্তাব দিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সাংসদকে সরালেন কেন’ প্রার্থী বদল নিয়ে খোঁচা মমতার

‘লক্ষ্মীর ভাণ্ডার চাইলে বিজেপির ভাণ্ডারকে উপড়ে ফেলতে হবে’, বার্তা মমতার

কী কাণ্ড! প্রচারে বেরিয়ে গাড়ি থেকে কাঞ্চনকে নামিয়ে দিলেন কল্যাণ

রাজবংশী ভোট উদ্বেগে রাখছে পদ্মশিবিরকে, ভাবাচ্ছেন অনন্ত মহারাজ

২ বাইকের মুখোমুখি সংঘর্ষে উল্টে গেল টোটো, নিহত ৩ যুবক, আহত ২ যাত্রী

ভোটের আগেই ভিন্ন চিত্র , বিজেপি কর্মীর বাড়িতে  মধ্যাহ্নভোজন সারলেন তৃণমূল বিধায়ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর