এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মুখ্যমন্ত্রীর সভায় অনীত! গুরুং-বিনয়কে ঘিরে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি: বাংলার আকশে বাতাসে ঋতু পরিবর্তনের ইঙ্গিত। হেমন্তের মধ্যেই শোনা যাচ্ছে শীতের পদধ্বনি। পাহাড়ের রাজনীতিতেও কী এবার বদল আসছে! এই প্রশ্নটা উঠে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় অনীত থাপাকে আমন্ত্রণ জানানো ও তাঁর উপস্থিতিকে ঘিরে। প্রশ্ন উঠছে এই কারনেই যে সেই সভায় অনুপস্থিত বিমল গুরুং ও বিনয় তামাং। যদিও তৃণমূলের তরফে এই রকম কিছু বদলের কথা স্বীকার করা হচ্ছে না। তবে ওয়াকিবহাল মহল মনে করছে মুখ্যমন্ত্রীর চলতি সফরে তাঁর সঙ্গে গুরুং বা তামাং দেখা না করলে পাহাড়ের রাজনীতিতে বদলের সম্ভাবনাই ক্রমশ জমাট বাঁধবে।

একুশের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পরে রবিবার উত্তরবঙ্গে পা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে বিমানযোগে বাগডোগরা গিয়ে তিনি সরাসরি চলে যান শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানেই আমন্ত্রিত অতিথি হিসাবে দেখা গিয়েছে অনীত থাপাকে, যিনি শুধু জিটিএ’র চেয়ারম্যানই নয়, গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে তিনি তৈরি করেছেন নতুন দল গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। এই দলের সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে এমনটা প্রথম থেকেই শোনা যাচ্ছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর সভায় অনীতের আমন্ত্রণ ও তাঁর উপস্থিতি এখন ভিন্ন জল্পনার জন্ম দিয়েছে পাহাড়ের রাজনীতিতে। একুশের বিধানসভা নির্বাচনের অনেক আগেই বিমল গুরুং জানিয়ে দিয়েছিলেন তাঁরা তৃণমূলকেই সমর্থন করবেন। তৃণমূলের তরফেও পাহাড়ের ৪টি আসনে এবারে কোনও প্রার্থী দেওয়া হয়নি। বরঞ্চ তাঁরা মোর্চার যুযুধান দুই শিবিরের প্রার্থীদের সমর্থন দেওয়ার কথাই জানিয়েছিল। সেই যুযুধান দুই শিবিরের একদিকে ছিলেন বিমল গুরুং ও রোশন গিরি এবং অন্যপক্ষে বিনয় তামাং ও অনীত থাপা।

যদিও ভোটের ফলাফল বার হলে দেখা যায় মোর্চার দুই শিবিরের ভোট কাটাকাটির জেরে পাহাড়ের ৩ কেন্দ্রে জিতে বসে আছে বিজেপি। এমনকি সমতলের যে সব আসনে মোর্চার ভোট ছিল সেখানেও জয়ী হয়েছে বিজেপি। এরপরেই গুরুং ও তামাংয়ের মধ্যে বিরোধ কমতে শুরু করে। একসময় তামাং মোর্চায় ফিরেও যান, গুরুংয়ের সঙ্গে একযোগে কাজ করার কথাও জানান। কিন্তু সে পথে হাঁটা দেননি অনীত। পরিবর্তে তিনি মোর্চা ছেড়ে গঠন করেন গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা নামের নতুন দল। সেই দল গঠনের আগে থেকেই শোনা যাচ্ছিল এর পিছনে রয়েছে বিজেপির মদত ও মাথা। কিন্তু রবিবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভায় অনীতের উপস্থিতি কিছুটা ভিন্ন কথাই বলছে। গতকালের অনুষ্ঠানে অনীত নিজেও রাজ্য সরকারের পাশে থাকার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাকে রাজ্য সরকারের তরফে আমন্ত্রণ করা হয়েছিল। তাই এখানে এসেছি। বিমল, বিনয় কোথায় সে কথা জানি না। রাজ্য সরকারের সঙ্গে মিলে কাজ করতে চাই। ২০১৭ সালে গোর্খাল্যান্ডের আন্দোলনের ধরন ঠিক ছিল না। এবার পাহাড়ের বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে।’

মুখ্যমন্ত্রী এদিন উত্তরকন্যায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন। আগামিকাল তিনি যাবেন কার্শিয়াং। সেখানে তিনি দার্জিলিং ও কালিম্পংয়ের জেলা আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন। সেই বৈঠকে জিটিএ চেয়ারম্যান হিসাবে অনীতের থাকার কথা। তবে সেই বৈঠকে গুরুং-তামাং থাকবেন কিনা তা পরিষ্কার নয়। এমনকি মুখ্যমন্ত্রীর কার্শিয়াং থাকাকালীন সময়ে তাঁরা তাঁর সঙ্গে দেখা করবেন কিনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। তবে মনে করা হচ্ছে গুরুং দেখা না করলেও তামাং দেখা করতে পারেন। তবে যদি তিনিও দূরত্ব রেখে চলেন তাহলে ধরে নিতেই হবে আবারও পাহাড়ের রাজনীতিতে বদল ঘটতে চলেছে। তৃণমূলের অন্য একটি সূত্রের অবশ্য দাবি গুরুং, তামাং আর থাপা ৩ শিবিরই রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে চলেছে পাহাড়ে। তৃণমূলও তাঁদের নিয়েই পাহাড়ের উন্নয়নের কাজ করে যাবে। বিজেপির এখানে নতুন করে পাওয়ার তাই কিছুই নেই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এসএসসি নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের রায়ে খুশি শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু

হাবিবপুরে দিনভর ভোট বয়কটের ডাক ,সন্ধ্যায় ছড়ালো হিংসা, রক্তাক্ত পুলিশ

জীবনের সব প্রতিবন্ধকতাকে হার মানিয়ে মাধ্যমিকে উত্তীর্ণ দুই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী

শিলিগুড়ির ডনবস্কো মোড়ে গাছ ভেঙে পড়ে আহত একজন মহিলা সহ দুই

জঙ্গলমহলে চোলাই মদের বিরুদ্ধে আবগারি দফতর ও পুলিশের ব্যাপক অভিযান

সুপ্রিম রায়ের পরে আবির খেললেন শিক্ষকরা, কলকাতায় ফলের জুস খেয়ে অনশন ভঙ্গ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর