এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মমতার বাংলায় বাড়ছে RSS, ১ বছরেই নয়া ৫৮৩ শাখা

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) মাটিতে ক্রমশই থাবা বসাচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা RSS। আরও বলা ভাল মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলায় ক্রমেই জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছে এই গেরুয়া সংগঠন যা কার্যত BJP’র চালিকাশক্তি হিসাবেই বেশি চিহ্নিত। সঙ্ঘের অভ্যন্তরীন রিপোর্টেই বাংলার বুকে এহেন ‘উর্বর জমি’র কথা উঠে এসেছে। সেই বাড়বৃদ্ধি এতটাই যে দেখা যাচ্ছে গত ১ বছরে বাংলায় এই সংগঠনের শাখা সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫৮৩টি। সঙ্ঘের এই বাড়বৃদ্ধি ঘটলেও তার ছাপ কিন্তু বঙ্গ বিজেপির সংগঠন বা ভোটবাক্সে বিন্দুমাত্র পড়ছে না। বাংলার বুকে যেখানে সঙ্ঘের শাখার সংখ্যা বাড়ছে সেখানে বিজেপি বাংলার বুকে ক্রমশ তাঁদের জমি হারিয়ে চলেছে। এই অদ্ভূত বৈপরীত্য দেশের অন্য কোনও রাজ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। এই উলটপুরাণের কথা গত ১২ থেকে ১৪ মার্চ হরিয়ানার পানিপথে আয়োজিত সঙ্ঘের অখিল ভারতীয় প্রতিনিধি সভার(Akhil Bharatiya Pratinidhi Sabha) বৈঠকে উঠে এসেছে বলে সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন ৮ লক্ষ পড়ুয়াকে ১৪০০ কোটির স্কলারশিপ দিচ্ছে মমতার সরকার

বাংলার বুকে সঙ্ঘের সংগঠন ৩টি এলাকায় বিভক্ত। উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ ও দক্ষিণবঙ্গ। শাখার মাধ্যমে সঙ্ঘের প্রাথমিক কার্যকলাপ শুরু হয়। শাখা হল গেরুয়া পরিবারের সদস্য তথা অনুগামীদের মৌলিক মঞ্চ। শাখায় বিবিধ শারীরিক কসরত, প্রার্থনা, আলোচনা, জাতীয়তাবোধ জাগরণ সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি পালিত হয়। গোটা দেশজুড়েই স্থানীয়স্তরে অঞ্চল ভিত্তিক এই শাখা গড়ে ওঠে। মূলত তিন ধরনের শাখা আয়োজিত হয়। দৈনিক, সাপ্তাহিক ও মাসিক। এক্ষেত্রে সংশ্লিষ্ট শাখার সদস্য সংখ্যার ভিত্তিতে সমাজে সঙ্ঘের ব্যাপ্তি নির্ধারিত হয়। গোটা দেশজুড়ে রাজ্যওয়ারি শাখার হিসেব তৈরি করা হয়। প্রতিবছর অখিল ভারতীয় প্রতিনিধি সভায় এই রিপোর্ট পেশ করা হয়। এবারেও সেই বৈঠকে বাংলার বুকে সঙ্ঘের প্রসার সংক্রান্ত বার্ষিক রিপোর্ট পেশ করেন বাংলার অধিকারীরা। সেখানেই গতবছরের সাপেক্ষে বাংলায় সঙ্ঘের শাখা বৃদ্ধির দাবি করেছেন সঙ্ঘের পদাধিকারীরা।  

আরও পড়ুন দুয়ারে সরকার কর্মসূচিতেই মিলবে ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’

নাগপুরে থাকা সঙ্ঘের মূল কার্যালয় বকেশব ভবনের হিসাব অনুযায়ী, ২০২২ সালের মার্চ থেকে ২০২৩ সালের মার্চ, এই ১ বছরে বাংলার বুকে সঙ্ঘের শাখা বেড়েছে ৫৮৩টি। গতবছর মার্চে বাংলায় সঙ্ঘের শাখা ছিল ২ হাজার ৯১৯টি, এবারে তা বেড়ে হয়েছে ৩ হাজার ৫০২টি। সব থেকে বেশি শাখা বেড়েছে মধ্যবঙ্গে। অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই বর্ধমান জেলায়। উত্তরবঙ্গে এই বৃদ্ধির হার ১৭৪টি। দক্ষিণবঙ্গে বেড়েছে ৮৬টি শাখা। শাখা বেড়েছে জঙ্গলমহলের ৪টি জেলাতেও। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই ৪ জেলায় সঙ্ঘের শাখা ছিল ছিল ৮৭০টি। চলতি বছর মার্চে তা বেড়ে হয়েছে ১ হাজার ১৯৩টি। সবমিলিয়ে একবছরে ৩২৩টি শাখা বেড়েছে। অর্থাৎ আদিবাসীদের মধ্যে যেমন সঙ্ঘের গ্রহণযোগ্যতা বাড়ছে তেমনি সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেও সঙ্ঘের প্রতি মানুষের আস্থা ও ভরসা বাড়ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তিন তোলাবাজ যুবককে গ্রেফতারের দাবিতে শান্তিপুর থানা ঘেরাও করে ডেপুটেশন দিলেন আমজনতা

জনজাতি সম্প্রদায়কে নিয়ে মায়াপুর ইসকনের তিনদিন ব্যাপী কনভেনশন

নিউটাউনে উদ্ধার হওয়া ক্ষতবিক্ষত যুবক করুণাময়ীর এইচএসবিসি ব্যাংকের কর্মী

মালদার চাঁচলে মিঠুনের রোড শোতে ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূলের

তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুরে দেবের রোড শোতে জনসুনামি

‘বিজেপির ১০ জন নেতা যোগাযোগ রাখছেন’, বোমা ফাটালেন অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর