এই মুহূর্তে




দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে রিয়েল লাইফ ‘মিসেস চ্যাটার্জি’ সাগরিকা




নিজস্ব প্রতিনিধি, বিরাটি : পর্দার মিসেস চ্যাটার্জিকে মনে আছে?  সন্তানের জন্য প্রশাসনের বিরুদ্ধে মায়ের লড়াই সকলের মন কেড়ে নিয়েছিল। আসল মিসেস চ্যাটার্জির চরিত্রে পর্দায় অভিনয় করেছিলেন অভিনেত্রী রানী মুখোপাধ্যায়। পর্দায় দেখা লড়াইয়ের থেকে অনেক বেশি লড়াই ছিল সাগরিকা চট্টোপাধ্যায়ের। নরওয়ে প্রশাসনের বিরুদ্ধে সন্তানের জন্য দীর্ঘ লড়াই করেছেন তিনি। অবশেষে জয়ও পেয়েছেন। এবার তিনিই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছে। দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বাস্তবের ‘মিসেস চ্যাটার্জী’ সাগরিকা।

নরওয়ে প্রশাসনের সঙ্গে তাঁর লড়াই কারও অজানা নয়। ২০১২ সালে লড়াই শুরু করেছিলেন। প্রথম স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। আলাদ থাকছিলেন তাঁরা । সেই সময় প্রথম স্বামী অনুরূপ ভট্টাচার্য দাবি করেন, অন্য সম্পর্কে জড়িয়েছেন সাগরিকা। সেই বিষয়ে গুরুত্ব না দিয়ে লড়াই চালিয়ে গিয়েছেন। আইনি পথে বিচ্ছেদ হয়েছে তাঁদের। সন্তানদের জন্য লড়াই করে নরওয়ে প্রশাসনের বিরুদ্ধে জয় পেয়েছেন। জীবন যুদ্ধে জিতে এবার ২ সন্তানকে নিয়েই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন তিনি। কলকাতার বিরাটিতে বসেছিল বিয়ের আসর। তাঁর স্বামী প্রশান্ত। লেহেঙ্গায় সেজেছিলেন সাগরিকা। এই বিয়েতে সাক্ষী হিসেবে সইও করেন বৃন্দা কারাট। বিয়ের সাক্ষী ছিল সাগরিকার দুই সন্তানও।

রানি মুখোপাধ্যায় অভিনীত মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিটি সকলের চোখে জল এনে দিয়েছিল। সন্তানদের জন্য লড়াইটা সহজ ছিল না। তাও হাল ছাড়েননি তিনি। লড়াই চালিয়েছেন। জিতে গিয়েছেন মাতৃত্বের লড়াইয়ে। সন্তানদের নিজের কাছে ফিরে পেয়ে এরপর শুরু হয় সাগরিকার আর্থিক লড়াই।সবকিছু মিটিয়ে এখন নতুন সংসার সাগরিকার।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায়

বুধবারের ‘কর্মনাশা’ ধর্মঘট নিয়ে কড়া রাজ্য, অনুপস্থিত থাকলে কাটা যাবে বেতন

রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান হলেন সিদ্ধিনাথ গুপ্তা, সরলেন জ্ঞানবন্ত সিং

ভুয়ো আইপিএস পরিচয় দিয়ে লাগাতার প্রতারণা, ঠাঁই হল শ্রীঘরে

১৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে স্ত্রীকে মেসেজ! মোবাইল ট্র্যাক করে উদ্ধার অপহৃত শিক্ষক

নিবেদিতা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা গার্ড রেলে, রাস্তায় ছিটকে পড়লেন যাত্রী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ