এই মুহূর্তে




চরম উৎকণ্ঠা কাটিয়ে ইজরায়েল থেকে দেশে ফিরলেন শালবনির অনিরুদ্ধ




নিজস্ব প্রতিনিধি, শালবনি: ইজরায়েল থেকে জর্ডন হয়ে ভারতীয় সেনাবাহিনীর প্রথম বিমান দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছল মঙ্গলবার (২৪ জুন)। ওই বিমানে ১৬৫ জন ভারতীয় পড়ুয়া ফিরে আসেন দেশে। এরপর মিশরের সারমেল শেখ বিমানবন্দর থেকে ৫০ জন পড়ুয়াকে ফিরিয়ে আনে দ্বিতীয় বিমান। সেই বিমানে দেশে ফেরেন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের(Salbani Block) ভাউদি গ্রামের অনিরুদ্ধ বেরা। অনিরুদ্ধর বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক। দেশে ফিরে আসার পর তিনি ভারত সরকার আর ইজরায়েল সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। নিরাপদে ছেলে বাড়ি ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শিক্ষক অসীম বেরা ও তার পরিবারের সদস্যরা। 

গতকাল সোমবার গভীর রাতে মিশরের শার্ম এল শেখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ কার্গ বিমানের করে দিল্লির(Delhi) উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অনিরুদ্ধরা। মঙ্গলবার দিল্লিতে নেমে অনিরুদ্ধ তার বাবার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে দেশে ফেরার সংবাদ জানান। প্রসঙ্গত, শালবনির প্রত্যন্তর ভাউদি গ্রামের অনিরুদ্ধ ২০২২ সালে নভেম্বর মাস থেকে ইজরায়েলের (Israil) বিখ্যাত তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার বায়ো ফিজিক্স নিয়ে গবেষণা করছেন। শহরের একটি আবাসনে থাকেন। যেভাবে ইরান ইজরায়েলে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় তাতে চিন্তিত হয়ে পড়েন অনিরুদ্ধরা। বিগত কয়েকটা দিন তাদের যথেষ্ট আতঙ্কের মধ্যে কেটেছে। সাইরেন বাজলেই তাদের প্রাণ রক্ষা করতে বাঙ্কারের মধ্যে ঢুকে পড়তে হত।

সেন্ট্রাল তেল আভিভ শহরের আশেপাশে হামলা চলে ক্রমাগত। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে বৃহস্পতিবার ১৯ জুন অপারেশন সিন্ধুতে দেশে ফেরার জন্য পড়ুয়াদের নাম নথিভুক্ত করার আহ্বান জানায় ভারতীয় দূতাবাস। এরপরেই অনিরুদ্ধরা নাম নথিভুক্ত করেন। শেষমেষ তারা মঙ্গলবার দেশে ফিরে আসেন। মঙ্গলবার দুপুরে মেদিনীপুরের অনিরুদ্ধ সহ ইজরায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের ৫০ জন পড়ুয়া দিল্লি বিমানবন্দরে বায়ু সেনার বিশেষ বিমানে দেশে ফেরেন । 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ ডালখোলা

ভরতপুরে জাল আধারকার্ড চক্র,পুলিশের জালে ২পাণ্ডা

সোনারপুর কলেজে ছাত্রীকে দিয়ে মাথা মালিশে অভিযুক্ত তৃণমূলের ছাত্র নেতা

ইংলিশবাজারে সংঘর্ষে আহত পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা, ভাঙচুর দোকানপাট, বাড়িঘর

SSCর বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত খারিজ সহ ৩ আর্জি নিয়ে হাইকোর্টে মামলা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ