এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সন্দেশখালিতে অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার আইএসএফ নেত্রী

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: সন্দেশখালির ঘটনায় এবার গ্রেফতার আইএসএফ নেত্রী আয়েশা বিবি। রবিবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।অন্যদিকে, আয়েশা বিবি গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন আইএসএফ(ISF) নেতারা। জানা গেছে , সন্দেশখালির (Sandeshkhali)ঘটনায় হিংসা ছড়ানো, প্ররোচনা দেওয়া সহ একাধিক অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে উত্তেজনা, বিক্ষোভ-আন্দোলন, বন্ধ, এক কথায় তাপ উত্তাপহীন রবিবাসরীয় সকাল সন্দেশখালীর সর্বত্র। বেরমজুর অঞ্চলের কাঠপুল বাজার এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে একের পর এক অভিযোগ জানাচ্ছেন বিগত ১০-১২ বছর ধরে নির্যাতিত মানুষরা। এমন চিত্র ধরা পড়ে রবিবার।

বেড়মজুরের বাসিন্দা বিশেষ ভাবে সক্ষম বছর পঞ্চাশের শুভেন্দু মাঝি নিজেই স্ত্রীকে নিয়ে হাতে টানা রিক্সা চালিয়ে হাজির হন অস্থায়ী পুলিশ ক্যাম্পে।সেখানেই তিনি লিখিত ভাবে অভিযোগ করে বলেন তার দোকান জোর করে দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা। ভবঘুরের মত আজ দশ বছর ধরে ঘুরে বেড়াচ্ছেন তিনি।শেখ শাজাহান(Sk.Sahazahan) ফেরার,আর শিবু হাজরা ও উত্তম সর্দাররা জেল বন্দী। তাই সাহস করে নিজেদের জমি বাড়ি দোকান পাট ফিরে পেতে আইনের সাহায্য পেতে পুলিশের দ্বারস্থ সাধারণ মানুষ। পুলিশ ও এলাকাবাসীদের সব কিছু ফিরিয়ে দেবার আশ্বাস দিয়েছে। সন্দেশখালির উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে ২১ দিনের মাথায় সন্দেশখালিতে পৌঁছানোর চেষ্টা করেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিনিধি দল। শনিবারই বিকেলে তারা দিল্লি থেকে কলকাতায় আসেন। রবিবার সকালে তারা বাসন্তী হাইওয়ে ধরে সন্দেশখালি যাওয়ার জন্য হোটেল থেকে বেরোলে ভোজের হাটেই আটকে দেয় পুলিশ। পুলিশ জানায় ওই সব অঞ্চলে ১৪৪ ধারা জারি আছে বলে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে(Fact Finding Comittee) ধামাখালি জেটি ঘাটের দিকে যেতে দেওয়া হবে না। তখনই পুলিশের সঙ্গে ফ্যাট ফাইন্ডিং কমিটির প্রতিনিধিদের শুরু হয় বাক বিতন্ডা।

বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের অভিযোগ সন্দেশখালি নির্যাতিত মানুষদের অভাব অভিযোগ শোনা এবং সুরাহা করার জন্য তারা সন্দেশখালি যাচ্ছিলেন। কিন্তু সন্দেশখালি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরেই পুলিশ তাদের আটকে দেয়। এরপর কলকাতা পুলিশ তাদের লালবাজারে(Lalbazar) নিয়ে যায়।সন্দেশখালি বেড় মজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বটতলায় হাতে কাগজ নিয়ে শেখ সিরাজ ও অধীর মাইতির বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে গ্রামবাসীদের বিক্ষোভ। কাঠপোল এলাকায় সেখানে গিয়ে তারা লিখিত আবেদন করবেন বলে গ্রামবাসীরা হাতে কাগজ নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন।সন্দেশখালি কান্ড নিয়ে উস্কানিমূলক মন্তব্যর জেরে আইএসএফ নেত্রী আয়েশা বিবির(Ayesha BiBi) নিঃশর্তে মুক্তির দাবিতে বসিরহাট আদালতের মুলগেটে আইএসএফ নেতাকর্মীরা হাতে ও বুকে প্লাকার ঝুলিয়ে বিক্ষোভ দেখায়।

অজিত মাইতির ওপর ফের হামলা চালায় গ্রামবাসীরা গ্রাম। গ্রামবাসীদের তাড়া খেয়ে এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে আশ্রয় নেন অজিত মাইতি(Ajit Maity)।জমি দখলের অভিযোগে অভিযুক্ত সন্দেশখালি ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে দিল তৃণমূল অজিত মাইতিকে । তাঁকে সরিয়ে দুজনকে কনভেনার করল দল । দলীয় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী তথা উত্তর ২৪ পরগণা জেলার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য পার্থ ভৌমিক(Partha Bhowmick)।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দীর্ঘ ১৩ মাস পর মুর্শিদাবাদে নিজের বাড়িতে ফিরলেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

মানিকচকের মথুরাপুর হাটে বিক্রি হচ্ছে সরকারি ত্রাণের ত্রিপল, তদন্তের নির্দেশ জেলা শাসকের

বনগাঁতে শান্তিপূর্ণ নির্বাচন করতে ৫৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামল

দুর্গাপুর থানার পুলিশ গ্রেফতার করল বাইক চুরি চক্রের পান্ডাকে, উদ্ধার ৬’টি মোটরসাইকেল

শান্তি আর উন্নয়নের স্বার্থে ব্যারাকপুর শিল্পাঞ্চল এবার পার্থ’র পাশে

কালিয়াচকে শৌচাগারের পরিত্যক্ত ট্যাংকিতে বোমা বিস্ফোরণ, এলাকায় চাঞ্চল্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর