এই মুহূর্তে




শান্তিপুর বমি কাণ্ড, হাসপাতালের কাছে রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের




নিজস্ব প্রতিনিধি ,শান্তিপুর ও সল্টলেক: জোরপূর্বক চিকিৎসা করাতে আসা নাবালিকা শিশু কন্যার বমি পরিষ্কার করানো হয় তার বাবাকে দিয়েই। এই ঘটনায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সুপার এর কাছে রিপোর্ট তলব করল স্বাস্থ্য দফতর(Helath Department)। একই সঙ্গে নদীয়া জেলার স্বাস্থ্য আধিকারিকদের কাছ থেকেও এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে স্বাস্থ্য ভবন।এই ঘটনায় ইতিমধ্যে হাসপাতাল সুপার এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন শিশুকন্যার বাবা। অভিযোগ অস্বীকার অভিযুক্ত ডাক্তারের। ঘটনা তদন্ত করে দেখা হবে জানান সুপার(Super) বৃহস্পতিবারই । শুরু হয় রাজনৈতিক তরজা।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ফের অমানবিক দৃশ্যের সাক্ষী থাকল নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। অভিযোগ রাতে শান্তিপুর হরিপুর মেলের মাঠ এলাকার বাসিন্দা সমীর শীল তার পাঁচ বছরের শিশু কন্যাকে সঙ্গে নিয়ে জ্বর এবং বমি সংক্রান্ত অসুবিধার কারণে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যান। তখনই এমার্জেন্সিতেই বমি করে ফেলে ফুটফুটে ছোট্ট নাবালিকা শিশুটি। হাসপাতালের ভেতরে বমি করেছে শিশু তাই পরিষ্কার করতে হবে তার বাবাকেই। এরপরেই জোরপূর্বক শিশুকন্যার বাবাকে দিয়ে বমি পরিষ্কার করায় এমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসক তন্ময় সরকার। ঘটনায় ডাক্তারকে একাধিকবার বললেও ডাক্তার জানান এটা রোগীর পরিবারের কর্তব্য।

পরবর্তীতে বাড়ি ফিরে বৃহস্পতিবার শান্তিপুর হাসপাতালে(Santipur Hospital) সুপার এর কাছে লিখিত অভিযোগ জানান ওই শিশু কন্যার বাবা সমীর শীল। এই ঘটনা ঘটে থাকলে তা তদন্ত করে দেখা হবে বলে জানান শান্তিপুর হাসপাতালের সুপার তারক বর্মন। অপরদিকে অভিযুক্ত ডাক্তার জানান রোগীর বাবা নিজেই বলেছিলেন তিনি বমি পরিষ্কার করে দেবেন। তাই তিনি বমি পরিষ্কার করার কথা বলেন। তবে তাকে কোনো রকম জোর করা হয়নি। এরপরেও যদি রোগীর পরিবার অভিযোগ করেন তাহলে তার কিছু বলার নেই।

অপরদিকে, এই ঘটনা সামনে আসতেই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা শান্তিপুর বিধানসভার বিধায়ক(MLA Santipur) ব্রজ কিশোর গোস্বামী। তবে এই অমানবিক চিত্র সামনে আসতেই রাজ্যের শাসকদল এবং রাজ্যের স্বাস্থ্যব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এখন দেখার এই ভিডিও সামনে আসার পর এবং শিশু কন্যার পরিবারের অভিযোগের ভিত্তিতে কি কি পদক্ষেপ গ্রহণ করে শান্তিপুর হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও এই ঘটনাকে নিন্দনীয় বলে মনে করছে শান্তিপুরবাসী।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুক্রবারই মহা বিপর্যয় ঘনিয়ে আসছে রাজ্যের একাধিক জেলায়, জারি কমলা সর্তকতা

জড়িবুটি দিয়ে চিকিৎসার নামে অসুস্থ গৃহবধূর শ্লীলতাহানি, গ্রেফতার সাধু বাবা

‘অব কি বার ২০০ পার নয়’, বিজেপি কর্মীদের ১৮০ আসনের লক্ষ্য বেঁধে দিলেন শুভেন্দু

গলায় ব্লেড চালিয়ে পাঁচ মাসের মেয়েকে খুন, ‘কন্যাঘাতক’ বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শুভেন্দুর গড়ে বিজেপিতে ফের ভাঙন ধরাল তৃণমূল

হাবড়ার তৃণমূল নেতার খুনের ঘটনায় দোষী ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর