এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে

নিজস্ব প্রতিনিধি: অবশেষে এল সুখবর। বৃহস্পতিবার সকালে সেই সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। জানাল, ধীর গতিতে হলেও দক্ষিণবঙ্গের(South Bengal) বুকে বদলাচ্ছে আবহাওয়ার(Weather) পরিস্থিতি। তাই শুক্রবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে। আর সেই সঙ্গে শনিবার থেকে পশ্চিমের জেলাগুলি বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিতে(Rain) ভিজতে পারে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোম এবং মঙ্গলবার বৃষ্টির জোরাল সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার কালবৈশাখীও(Kalbaishakhi) হতে পারে। তবে এখনই তাপপ্রবাহ(Heat Wave) থেকে রেহাই পাওয়ার কোনও সম্ভাবনা নেই। শনিবারও রাজ্যের তিন-চারটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রেখেছে আলিপুর আবহাওয়া দফতর।

বৈশাখ মাসের বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে। কাঠফাটা রোদে পুড়ছে বাংলা। গরমে হাঁসফাস দশা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের। তাপপ্রবাহও জারি রয়েছে। প্রচণ্ড গরম ইতিমধ্যেই প্রাণ কেড়েছে বেশ কয়েকজনের। বৃষ্টির অভাবে শুকনো খটখটে মাঠঘাটও। চাষের কাজও করতে পারছেন না কৃষকরা। প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে রাজ্যের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ২ মে থেকে গ্রীষ্মের ছুটির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে হাওয়া অফিসের সুখবরে কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন রাজ্যের আমজনতা। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে এদিন সকালে জানানো হয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে আগামি শনিবার পর্যন্ত। তবে ১ মে থেকে তাপমাত্রা খানিকটা কমতে পারে। একই সঙ্গে আগামী সপ্তাহের শুরুতেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১ থেকে ৩ মে-র মধ্যে শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। একইসঙ্গে কলকাতায় আপাতত তাপপ্রবাহের কোনও পরিস্থিতি তৈরি হবে না। তবে অস্বস্তিকর গরম বজায় থাকবে।

শুক্রবার থেকে রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে পশ্চিমের জেলাগুলিতে রয়েছে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। যদিও শনিবার তাপপ্রবাহও চলবে। এদিন রাজ্যের সাত জেলাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এই সাত জেলা হল- পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম। সোমবার এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হতে পারে বৃষ্টিপাত। অর্থাৎ তীব্র গরমের হাত থেকে স্বস্তি পেতে চলেছেন সাধারণ মানুষ। শুধু বৃষ্টিপাত নয়, রাজ্যে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও। মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গে হতে পারে কালবৈশাখী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এসএসসি নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের রায়ে খুশি শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু

হাবিবপুরে দিনভর ভোট বয়কটের ডাক ,সন্ধ্যায় ছড়ালো হিংসা, রক্তাক্ত পুলিশ

জীবনের সব প্রতিবন্ধকতাকে হার মানিয়ে মাধ্যমিকে উত্তীর্ণ দুই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী

শিলিগুড়ির ডনবস্কো মোড়ে গাছ ভেঙে পড়ে আহত একজন মহিলা সহ দুই

জঙ্গলমহলে চোলাই মদের বিরুদ্ধে আবগারি দফতর ও পুলিশের ব্যাপক অভিযান

সুপ্রিম রায়ের পরে আবির খেললেন শিক্ষকরা, কলকাতায় ফলের জুস খেয়ে অনশন ভঙ্গ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর