এই মুহূর্তে




শীতের শুরুতেই পর্যটকদের ক্যামেরাবন্দি সুন্দরবনের দক্ষিণ রায়

নিজস্ব প্রতিনিধি,সুন্দরবন :প্রতিবছর শীতকালে সুন্দরবনের দক্ষিণ রায়কে দর্শন করা ও সুন্দরবনের অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য ম্যানগ্রোভ বাদাবনে ভিড় জমায় কয়েক হাজার পর্যটক। রাজ্য থেকে শুরু করে দেশ তথা বিদেশ থেকে পর্যটকরা অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য ছুটে আসেন সুন্দরবনে। সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকদের বাড়তি পাওনা রয়েল বেঙ্গল টাইগার দর্শন। তবে ঘুরতে আসা পর্যটকদের সচরাচর দর্শন দেয়না দক্ষিণ রায়। তবে এখন বছরভরই আনাগোনা পর্যটকদের। কিন্তু রয়্যাল(Royel Bengal Tiger) বেঙ্গল টাইগারের দর্শন কিন্তু সকলের ভাগ্যে জোটে না। রবিবার সুন্দরবনের(Sundarban) কৈখালী ঘাটের(Kailkali Ghat) কাছে বিশালক্ষী খালের ধারে জঙ্গলে চোখ রেখেছিলেন পর্যটকেরা।

হঠাৎ করে বিস্ময়ে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে যান এক পর্যটক। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে তিনি সতীর্থদের উদ্দেশে চাপা গলার বলে ওঠেন, ‘বাঘ, বাঘ…’। প্রথমে সতীর্থরা ভেবেছিলেন, তিনি হয়তো ঠাট্টা করছেন। পরে তারাও বাঘ দেখে উল্লাসে ফেটে পড়েন। ওই লঞ্চে ছিলেন প্রায় ২০ জন পর্যটক। শুক্রবার তারা সুন্দরবনের উদ্দেশে রওনা দিয়েছিলেন। রবিবার বাড়ি ফেরার সময়ে বাঘ দেখতে পান। অধিকাংশই এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। স্থানীয় বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, বাঘটি খাল পেরিয়ে জঙ্গলের দিকেই ফিরে যায়। তবে পর্যটকদের বাঘ দেখার খবরটি চাউর হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সুন্দরবনের লঞ্চ মালিকদের একাংশের কথায়, ‘শীত আসার সঙ্গে সঙ্গে পর্যটকদের সংখ্যা বাড়ে প্রতি বছরই। কিন্তু বাঘের দেখা পাওয়ার খবরে আলাদা করে পর্যটকরা আকর্ষিত হবে বলে মনে করা হচ্ছে।’ ফলে আগামী কয়েক মাসে অপেক্ষাকৃত বেশি পর্যটক সুন্দরবনে আসবে বলে প্রত্যাশা করছেন পর্যটন ব্যবসায়ীরা । যা কিনা পর্যটন শিল্পে অর্থনীতিতে জোয়ার আনবে বলে মনে করছেন সকলে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডেঙ্গুর বলি ভাঙড়ের লাঙলপোতার মাজেদা বিবি, আইডি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যু

নবগ্রামে জঙ্গি সংগঠনের কাছ থেকে পাওয়া ফোন নাম্বারের সূত্র ধরে হানা NIA’ র

SIR ফর্ম হাতে পাওয়ার পর নথি নিয়ে টেনশন, আত্মহত্যা টোটো চালকের!

পার্থের মুক্তি নিয়ে মুখ খুললেন ‘বান্ধবী’ অর্পিতা, কী বললেন?

সামশেরগঞ্জের পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু গাজিয়াবাদে

জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ