এই মুহূর্তে




ভারত থেকে বাংলাদেশে অবৈধ ভাবে যাওয়ার সময় বিএসএফের জালে ১১ বাংলাদেশি

নিজস্ব প্রতিনিধি,স্বরূপনগর: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অবৈধ ভাবে যাওয়ার সময় ১১ বাংলাদেশি বিএসএফের(BSF) জালে ধরা পড়ে। পরে বাংলাদেশিদের পুলিশের হেফাজতে তুলে দেয় বিএফ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে একদল বাংলাদেশি তারালী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় বিএসএফের ১৪৩নং ব্যাটেলিয়নের জওয়ানরা তাদেরকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তারা সকলেই বাংলাদেশি। তারা ভারতের বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে বসবাস করতো।

এদিন তারা অবৈধভাবে এদেশ থেকে বাংলাদেশের যাওয়ার চেষ্টা করছিল। ধৃতদের মধ্যে ৪ মহিলা, ৩ পুরুষ ও ৪ শিশু রয়েছে। ধৃত বাংলাদেশিদের আটক করে স্বরূপনগর থানার(Swarupnagar P.S.) পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত ১১ বাংলাদেশিকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে(Bashirhat Court) পেশ করা হয়। ভারতে এসআইআর চালু হওয়ার ভয়েতেই কি তারা এদেশ ছেড়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলো? উঠছে প্রশ্ন। পুলিশ ওই বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ করছে। তারা কবে ভারত ভূখণ্ডে প্রবেশ করেছিল কোন সীমান্ত দিয়ে কিভাবে চোরা পথে কার সাহায্যে তারা প্রবেশ করেছিল এবং ভারতের কোথায় কোথায় তারা ছিল তা জানতে পুলিশ তদন্ত করছে।

এর আগেও উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর সহ বিভিন্ন এলাকা থেকে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখতে নজরদারি বাড়ানো হয়েছে সীমান্তবর্তী এলাকায়। লাগানো হয়েছে ক্লাস সার্কিট ক্যামেরা ও জোরালো আলো। নেট পাশাপাশি রাতেও নজরদারি চালাচ্ছে বিএসএফ ও স্থানীয় পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে

হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে ভাঙড় থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ, গ্রেফতার ২

জগদ্দলে বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ RSS নেতার বিরুদ্ধে

অপরিচিতার কাছে শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে যান মা, সদ্যোজাতকে নিয়ে উধাও যুবতী

রাজ্য ও ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি হাকিমপুর সীমান্তের পথে, আটক করল বিএসএফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ