এই মুহূর্তে




তমলুকের হরশঙ্কর ব্রাহ্মণ বাড়ির প্রাচীন জগদ্ধাত্রী পুজো ঘিরে ভক্তদের ঢল

নিজস্ব প্রতিনিধি ,তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের হরশঙ্কর ব্রাহ্মণ বাড়ির পূজা। তবে এই পূজো কত বছরের তা এখনো জানা যায়নি।বহুকাল যুগ থেকে এখনো তমলুকের (Tamluk)হরশঙ্কর ব্রাহ্মণবাড়ীতে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে। জগদ্ধাত্রী পূজার সেবাইতরা জানানএখানে প্রথমে দুর্গার রূপে জগদ্ধাত্রী পুজা(Jagadhatri Puja) করা হয়। পরে চন্ডী রুপেও পূজা করা হয় জগদ্ধাত্রী মৃন্ময়ী প্রতিমাকে। অষ্টমীতে পুজা শুরু হয় পুজো শেষ হয় নবমীতে।আর দশমীতে বিসর্জন। ত্রন্তক্ত মতে পূজা করা হয় এখানে। প্রথা মেনে এখনো নবমীতে হাঁস এবং ছাগবলি হয়ে।

পরে সেই প্রসাদী মাংসকে রন্ধন করে ভোগ হিসেবে অর্পণ করা হয়। পুজো শুরু হয় ষোড়শ প্রচারে।ব্রাহ্মণ বাড়ি থেকে বেনারসি শাড়ি পরিয়ে জগদ্ধাত্রী মৃন্ময়ী প্রতিমাকে আনা হয়। প্রায় ১৩ঘন্টা ধরে হয় মায়ের আদি পুজো। নবগ্রহের হোম পরে বলি দিয়ে শেষ হয় পুজা। জগদ্ধাত্রী ঠাকুরকে প্রতিদিন দেওয়া হয় অন্ন ভোগ। সেখানে ভোগে দেওয়া হয় ৭ রকমের ভাজা সাথে মাছ, ক্ষীরের পায়েস, খিচুড়ি,ছানা, ক্ষীর, দেওয়া হয় রাজভোগে।

গ্রামের প্রাচীন পূজা হিসেবে পরিচিত তাই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা পুজা দিতে আসেন এখানে। জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে সকলেই মেতে ওঠেন আনন্দে।  অঞ্জলি দিয়ে মা জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা জানান সকলে।জগদ্ধাত্রী পুজো উপলক্ষে পুজোর কদিন ওই এলাকার মানুষজন পূজাকে ঘিরে ব্যস্ত থাকে। দুর্গাপুজোর পর জগদ্ধাত্রী পুজোয় মায়ের আরাধনায় মেতে ওঠেন সকলে। নিষ্ঠার সঙ্গে চলে পূজা পর্ব।সকলেই মনের ইচ্ছা পূরণের জন্য জগদ্ধাত্রী দেবীর কাছে প্রার্থনা জানান।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডেঙ্গুর বলি ভাঙড়ের লাঙলপোতার মাজেদা বিবি, আইডি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যু

নবগ্রামে জঙ্গি সংগঠনের কাছ থেকে পাওয়া ফোন নাম্বারের সূত্র ধরে হানা NIA’ র

SIR ফর্ম হাতে পাওয়ার পর নথি নিয়ে টেনশন, আত্মহত্যা টোটো চালকের!

পার্থের মুক্তি নিয়ে মুখ খুললেন ‘বান্ধবী’ অর্পিতা, কী বললেন?

সামশেরগঞ্জের পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু গাজিয়াবাদে

জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ