এই মুহূর্তে




পুলিশের বড় সাফল্য! ১০৬ দিন পর গ্রেফতার হল মেটিয়াব্রুজে ব্যবসায়ী খুনের মূল অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি: খুনের ১০৬ দিন পর ধরা পড়ল মেটিয়াব্রুজে ব্যবসায়ী খুনের মূল অভিযুক্ত। মাস কয়েক আগেই শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ব্যবসায়ী তাজুদ্দিন। এরপর তাঁর পচাগলা লাশ পাওয়া যায় খাস কলকাতার মেটিয়াব্রুজে। তিনি মেটিয়াব্রুজের কিলখানার বাসিন্দা ছিলেন। জানা যায়, গত ১৬ জুলাই মাসে তিনি বাড়ি থেকে বাইক নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলেন। কিন্তু তারপর থেকেই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁর সঙ্গে যোগাযোগও করা যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর সন্ধান মেলেনি। জানা যায়, সেদিন বাইক নিয়ে বেরিয়ে আর শ্বশুরবাড়িতেও যাননি তিনি।

এরপর গত ১৭ জুলাই তাজউদ্দিনের বাইক পড়ে থাকতে দেখা যায় মহেশতলা আকড়া স্টেশনের কাছে। এরপরেই স্থানীয়রা তাজউদ্দিনের বাড়িতে খবর দেন। যদিও তার আগেই রবীন্দ্রনগর থানায় তার নিখোঁজ ডায়েরি করে রেখেছিলেন পরিবারের লোকজন। এরপর পুলিশ বাইকটির সূত্র ধরে খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে গত ৬ অগস্ট সন্ধ্যেবেলায় রবীন্দ্রনগর থানা এলাকার পাঁচুরগাজি পাড়ার একটি জঙ্গল থেকে তাজউদ্দিনের পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। তাজউদ্দিনের বস্তাবন্দী দেহ পরিবার সনাক্ত করার পর ময়নাতদন্তে পাঠায় পুলিশ। এই ঘটনায় ব্যবসায়ীর পরিবারের লোকজন রিন্টু নামে এক ব্যক্তির দিকে অভিযোগের আঙুল তুলেছিল। অভিযোগ দায়েরও করেছিলেন। কিন্তু এরপর থেকেই পলাতক ছিলেন ওই ব্যক্তি। অবশেষে ১০৬ দিন পরে রিন্টুকে গ্রেফতার করল রবীন্দ্রনগর থানার পুলিশ। তাঁকে রাজস্থানের আজমির থেকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ, ২২ দিন পর বস্তাবন্দী যুবকের দেহ উদ্ধার মেটিয়াব্রুজে

পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত নামে পুলিশ। যদিও এই ঘটনায় আগেই তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ। অবশেষে রাজস্থানের আজমির থেকে গ্রেফতার হল মূল অভিযুক্ত রিন্টু এবং আরও এক অভিযুক্ত হাসানুল হক গাজী ওরফে মিঠু। তাজউদ্দিনের পরিবারের দাবি ছিল, তাঁদের ছেলেকে খুন করা হয়েছে। ১০৬ দিন নিখোঁজ থাকার পর বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজস্থানের নেচার পার্ক এলাকা থেকে মূল অভিযুক্ত নুর আলম মন্ডল ওরফে রিন্টুকে গ্রেফতার করে রবীন্দ্রনগর থানায় নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে তাজউদ্দিনের পরিবারের লোকজন বলেছেন, ‘পুলিশ অনেক খুঁজাখুঁজির পর মূল অভিযুক্তের গ্রেফতারের কথা শুনে আমরা স্বস্তি পেয়েছি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডেঙ্গুর বলি ভাঙড়ের লাঙলপোতার মাজেদা বিবি, আইডি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যু

নবগ্রামে জঙ্গি সংগঠনের কাছ থেকে পাওয়া ফোন নাম্বারের সূত্র ধরে হানা NIA’ র

SIR ফর্ম হাতে পাওয়ার পর নথি নিয়ে টেনশন, আত্মহত্যা টোটো চালকের!

পার্থের মুক্তি নিয়ে মুখ খুললেন ‘বান্ধবী’ অর্পিতা, কী বললেন?

সামশেরগঞ্জের পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু গাজিয়াবাদে

জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ