27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:22 am
নিজস্ব প্রতিনিধি: আবারও খুন হলেন তৃণমূল (TMC) কর্মী। বাইকে করে দুষ্কৃতী এসে গুলি করে খুন (MURDER) করে তৃণমূল কর্মী দুলাল শেখকে। কেতুগ্রামের এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে কেতুগ্রামের অন্তর্গত আমগরিয়া বাজারে গিয়েছিলেন দুলাল। জানা গিয়েছে, বাজার সংলগ্ন এলাকার একটি চা দোকানে বসেছিলেন তিনি। সেই সময় বাইকে করে এক দুষ্কৃতী এসে মাথায় গুলি করে দুলালের। এরপরেই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতী। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উত্তেজনা। মৃতের পরিবারে নেমে আসে শোকের ছায়া। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনার তদন্ত চলছে। জানা গিয়েছে, দুলাল ছিলেন বালি ব্যবসায়ী।
মৃতের পরিবার ও পরিজনের অভিযোগ, এর আগেও একবার কারা যেন ধরে নিয়ে গিয়েছিল দুলালকে। অভিযোগ, খুনের হুমকিও দেওয়া হয়েছিল। স্থানীয় সূত্রে খবর, এলাকার সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত ছিলেন তিনি। কারা, কেন খুন করেছে তা অনুমান করতে পারছেন না কেউই। এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।